Home শীর্ষ খবর হলফনামায় তথ্য গোপন, তবুও পার পেয়ে গেলেন পটুয়াখালীর দুই মেয়র প্রার্থী

হলফনামায় তথ্য গোপন, তবুও পার পেয়ে গেলেন পটুয়াখালীর দুই মেয়র প্রার্থী

দখিনের সময় ডেস্ক:

ঋণ খেলাপি ও হলফনামায় তথ্য গোপন করার পরও পটুয়াখালী পৌরসভার দুই মেয়র প্রার্থীর মনোনয়ন বৈধতা পেয়েছে। এ নিয়ে সমালোচনার তৈরি হয়েছে পৌর শহরে। আপিলকারী পক্ষের প্রতিদ্বন্দ্বী প্রার্থী ডা. শফিকুল ইসলাম রিটার্নিং কর্মকর্তার দেওয়া আদেশের বিরুদ্ধে উচ্চ আদালতে যাবেন। উল্লেখ্য, আগামী ৯ মার্চ ইভিএমের মাধ্যমে পটুয়াখালী পৌরসভা নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

পটুয়াখালী পৌরসভার মেয়র পদে লড়াইয়ে ছয় প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেন। এর মধ্যে সদ্য সাবেক মেয়র মহিউদ্দিন আহমেদের পরিবারের তিনজন রয়েছেন। তিনি নিজে, তার বড় ভাই আবুল কালাম আজাদ ও স্ত্রী মার্জিয়া আক্তার। এছাড়া জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও সাবেক মেয়র ডা. শফিকুল ইসলাম, পটুয়াখালী চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির পরিচালক মো. এনায়েত হোসেন এবং নাসির উদ্দিন খান।

এর মধ্যে আবুল কালাম আজাদ ও মহিউদ্দিন আহমেদের মনোনয়নপত্রের বৈধতা চ্যালেঞ্জ করে আপিল করেন আরেক প্রার্থী ডা. শফিকুল ইসলাম। রিটার্নিং কর্মকর্তার ধার্য দিন ২০ ফেব্রুয়ারি আপিল শুনানি অনুষ্ঠিত হয়। শুনানিতে মহিউদ্দিন আহমেদ ও আবুল কালাম আজাদের ঋণ খেলাপি আর হলফনামায় তথ্য গোপন করার সত্যতা পেলেও মনোনয়ন বৈধ ঘোষণা করেন জেলা প্রশাসক মো. নূর কুতুবুল আলম।

আবুল  কালাম আজাদের হলফনামায় তিনি পদ্মা ব্যাংক লিমিটেড পটুয়াখালী শাখায় ৯ কোটি ৫০ লাখ টাকা ঋণ বলে উল্লেখ রয়েছে। কিন্তু গত ১৫ ফেব্রুয়ারি তার খেলাপি ঋণ ২৪ কোটি ৫০ লাখ টাকা উল্লেখ করে পটুয়াখালী পদ্মা ব্যাংক শাখার ব্যবস্থাপক একটি চিঠি দেন জেলা রিটার্নিং কর্মকর্তার কাছে। সেই হিসাবে ব্যাংকের সঙ্গে হলফনামার ১৫ কোটির টাকার বিশাল ব্যবধান রয়েছে।

ডা. শফিকুল ইসলামের আইনজীবী শওকত মৃধা বলেন, নির্বাচনী বিধি অনুসারে ঋণ খেলাপি ও হলফনামায় তথ্য গোপন করলে মনোনয়ন বাতিল হবে। কিন্তু সেই বিধান অমান্য করে আবুল কালাম আজাদ ও মহিউদ্দিন আহমেদের প্রার্থিতা বহাল রাখা হয়েছে। এতে আমরা মনে করি নির্বাচনের বিধান লঙ্ঘন হয়েছে। আমরা উচ্চ আদালতের শরণাপন্ন হবো। এর আগে সদ্য সাবেক মেয়র মহিউদ্দিন আহমেদের স্ত্রী মার্জিয়া আক্তারের মনোনয়নপত্র বাতিল করেন রিটার্রিং কর্মকর্তা।

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

গোয়েন্দা নজদারীতে নতুন ডিসিরা

দখিনের সময় ডেস্ক: এদিকে নিয়োগপ্রক্রিয়া থেকে একের পর এক ঘটনার জন্ম হওয়ার প্রেক্ষাপটে সারা দেশের নতুন ডিসিরা এখন গোয়েন্দা নজরদারিতে রয়েছেন। এদিকে ক্রমশঃ জটিল হচ্ছে...

মহানবীকে নিয়ে কটুক্তি, মুম্বাই অভিমুখে মুসলিমদের যাত্রা

দখিনের সময় ডেস্ক: ক্ষমতাসীন বিজেপির এমএলএ এবং এক ধর্মীয় গুরুর বিচারের দাবিতে র‌্যালি নিয়ে মুম্বাইয়ে গেছেন ভারতের মুসলিম সম্প্রদায়ের হাজার হাজার মানুষ। তাদের নেতৃত্ব দিয়েছেনন...

নতুন উচ্চতায় বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের সম্পর্ক, বাইডেন-ইউনূসের বৈঠক

দখিনের সময় ডেস্ক: স্বাধীনতার পর থেকে বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের সম্পর্ক কখনও ভালো, কখনও টানাপোড়েনের মধ্য দিয়ে গেছে। গত এক দশকে বিভিন্ন ইস্যুতে সেই সম্পর্ক একেবারে তলানীতে গিয়ে...

শিবিরকে প্রকাশ্যে রাজনীতি চর্চার আহ্বান ছাত্রদল সেক্রেটারির

দখিনের সময় ডেস্ক: বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরকে প্রকাশ্যে গণতান্ত্রিক রাজনীতি চর্চার আহ্বান জানিয়েছেন জাতীয়তাবাদী ছাত্রদলের সেক্রেটারি নাসির উদ্দিন। মঙ্গলবার দৈনিক কালবেলার সঙ্গে এক সংক্ষিপ্ত আলোচনায় নাসির...

Recent Comments