Home Uncategorized চারুকলার চার দিনব্যাপী জলরং কর্মশালা

চারুকলার চার দিনব্যাপী জলরং কর্মশালা

দখিনের সময় ডেস্ক:

কবি জীবনানন্দ দাশের ১২৫ তম জন্মবার্ষিকী উপলক্ষে বরিশালে প্রথমবারের মতো  শুরু হয়েছে,  চারদিনব্যাপী  বরিশাল বিভাগীয় জলরং কর্মশালা। শুক্রবার সকালে জেলা শিল্পকলা একাডেমী বরিশাল এর লাইব্রেরি মিলনায়তনে এই কর্মশালা শুরু হয়।

বিশিষ্ট শিল্পী,ফাইন আর্টস প্রতিষ্ঠান জলের ধারার নির্বাহী সোহাগ পারভেজ এই জলরং কর্মশালায় প্রধান প্রশিক্ষক হিসেবে দায়িত্ব পালন করেন। প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চারুকলা বরিশালের সভাপতি দীপঙ্কর চক্রবর্তী, সাবেক সম্পাদক, সুশান্ত ঘোষ, শিল্পী তাপস কর্মকার, মোহাম্মদ গিয়াস উদ্দিন, চন্দ্রশেখর বাবুল প্রমূখ।

প্রশিক্ষণ কর্মশালায় বরিশাল বিভাগের বিভিন্ন জেলা ও উপজেলা থেকে অর্ধশত শিক্ষার্থী অংশ নেয়। কর্মশালায় জল রং ছাড়াও, ড্রয়িং, পরিপ্রেক্ষিত, কম্পোজিশন সহ বিভিন্ন বিষয়ে শিক্ষার্থীদের প্রশিক্ষণ দেওয়া হয়।

প্রশিক্ষক, শিল্পী সোহাগ পারভেজ বলেন, কবি জীবনানন্দ দাশের ১২৫ তম জন্মবার্ষিকী উপলক্ষে, এই আয়োজনের মাধ্যমে, শিক্ষার্থীরা, প্রকৃতির মধ্যে বসে জলরঙের খেলা শিখতে পারছে, এছাড়া চিত্রকলার অন্যান্য বিষয়েও ধারণা দেয়া হয় যাতে করে তার আগামী দিনে, একজন শিল্পী হিসাবে কাজ করতে পারে।৪ দিনের এই প্রশিক্ষণে সহযোগিতায় রয়েছে জেলা শিল্পকলা একাডেমি, বরিশাল , জলের ধারা, নন্দন আর্ট স্কুল, গিয়াস আর্ট  একাডেমি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

মাদকের নতুন ডিজি মোস্তাফিজুর, বরিশালের কৃতি সন্তান

দখিনের সময় ডেস্ক: মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের নতুন মহাপরিচালক (ডিজি) পদে নিয়োগ পেয়েছেন অতিরিক্ত সচিব খন্দকার মোস্তাফিজুর রহমান। বর্তমানে তিনি গৃহায়ণ কর্তৃপক্ষের চেয়ারম্যানের দায়িত্বে আছেন। মোস্তাফিজুর...

কুর্মিটোলা জেনারেল হাসপাতালে চাকরি, নেবে ৮৫ জন

দখিনের সময় ডেস্ক: কুর্মিটোলা জেনারেল হাসপাতাল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটির ছয়টি শূন্য পদে ৮৫ জনকে নিয়োগের জন্য এ বিজ্ঞপ্তি দিয়েছে। ১৬ মে থেকে আবেদন...

চ্যাটজিপিটির নতুন চমক, ব্যবহার করা যাবে বিনামূল্যে

দখিনের সময় ডেস্ক: প্রযুক্তি বিশ্বে এখন সবচেয়ে আলোচিত বিষয় ওপেনআই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স (এআই) বা কৃত্রিম বুদ্ধিমত্তার চালিত চ্যাটবট চ্যাটজিপিটি। এবার প্রযুক্তির দুনিয়ায় আরো একটি আমূল...

ভারতে আইকনিক নিনজা ৪০০’র উৎপাদন কেন বন্ধ করল কাওয়াসাকি

দখিনের সময় ডেস্ক: ভারতে আইকনিক নিনজা ৪০০’র উৎপাদন বন্ধ করে দিয়েছে কাওয়াসাকি। বাজারে নিনজা ৫০০ লঞ্চের মাত্র কয়েক মাসের মধ্যেই আইকনিক নিনজা ৪০০-র যুগের অবসান...

Recent Comments