দখিনের সময় ডেস্ক:
কবি জীবনানন্দ দাশের ১২৫ তম জন্মবার্ষিকী উপলক্ষে বরিশালে প্রথমবারের মতো শুরু হয়েছে, চারদিনব্যাপী বরিশাল বিভাগীয় জলরং কর্মশালা। শুক্রবার সকালে জেলা শিল্পকলা একাডেমী বরিশাল এর লাইব্রেরি মিলনায়তনে এই কর্মশালা শুরু হয়।
বিশিষ্ট শিল্পী,ফাইন আর্টস প্রতিষ্ঠান জলের ধারার নির্বাহী সোহাগ পারভেজ এই জলরং কর্মশালায় প্রধান প্রশিক্ষক হিসেবে দায়িত্ব পালন করেন। প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চারুকলা বরিশালের সভাপতি দীপঙ্কর চক্রবর্তী, সাবেক সম্পাদক, সুশান্ত ঘোষ, শিল্পী তাপস কর্মকার, মোহাম্মদ গিয়াস উদ্দিন, চন্দ্রশেখর বাবুল প্রমূখ।
প্রশিক্ষণ কর্মশালায় বরিশাল বিভাগের বিভিন্ন জেলা ও উপজেলা থেকে অর্ধশত শিক্ষার্থী অংশ নেয়। কর্মশালায় জল রং ছাড়াও, ড্রয়িং, পরিপ্রেক্ষিত, কম্পোজিশন সহ বিভিন্ন বিষয়ে শিক্ষার্থীদের প্রশিক্ষণ দেওয়া হয়।
প্রশিক্ষক, শিল্পী সোহাগ পারভেজ বলেন, কবি জীবনানন্দ দাশের ১২৫ তম জন্মবার্ষিকী উপলক্ষে, এই আয়োজনের মাধ্যমে, শিক্ষার্থীরা, প্রকৃতির মধ্যে বসে জলরঙের খেলা শিখতে পারছে, এছাড়া চিত্রকলার অন্যান্য বিষয়েও ধারণা দেয়া হয় যাতে করে তার আগামী দিনে, একজন শিল্পী হিসাবে কাজ করতে পারে।৪ দিনের এই প্রশিক্ষণে সহযোগিতায় রয়েছে জেলা শিল্পকলা একাডেমি, বরিশাল , জলের ধারা, নন্দন আর্ট স্কুল, গিয়াস আর্ট একাডেমি।