Home Uncategorized বরিশালে হেরাররশ্মির বার্ষিক শিক্ষাসফর ও শিল্পী সমাবেশ

বরিশালে হেরাররশ্মির বার্ষিক শিক্ষাসফর ও শিল্পী সমাবেশ

দখিনের সময় ডেস্কঃ
বরিশালের ঐতিহ্যবাহী সাংস্কৃতিক সংগঠন হেরাররশ্মি শিল্পীগোষ্ঠীর নৌভ্রমণ, বার্ষিক শিক্ষাসফর ও শিল্পী-অভিভাবকদের মিলনমেলা ২৩ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হয়েছে। ভোলার বেবিল্যান্ড শিশুপার্কে দিনব্যাপী অনুষ্ঠিত এ শিক্ষা সফরে প্রধান অতিথি ছিলেন সমম্বিত সাংস্কৃতিক সংসদের (সসাস) নির্বাহী পরিচালক আহমাদ তাওফিক।
সসাস’র সাবেক সাহিত্য সম্পাদক ও মুক্তবুলি ম্যাগাজিনের নির্বাহী সম্পাদক মোশাররফ মুন্নার সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন হেরাররশ্মি শিল্পীগোষ্ঠীর পরিচালক মাহাথির মহিউদ্দিন। প্রধান আলোচক ছিলেন হেরাররশ্মি শিল্পীগোষ্ঠীর সাবেক পরিচালক, কবি ও গীতিকার আমিনুল ইসলাম, বিশেষ অতিথি ছিলেন বরিশাল সংস্কৃতিকেন্দ্রের সহসভাপতি মো. আবদুল হাই ও মোহাম্মদ আবদুল মান্নান, পরিচালক আযাদ আলাউদ্দীন, বরিশাল সিটি করপোরেশনের ২৭ নম্বর ওয়ার্ড কাউন্সিলর মনিরুজ্জামান তালুকদার, হেরাররশ্মি শিল্পীগোষ্ঠীর সাবেক পরিচালক আনোয়ার হোসাইন খান, আহমদ আল আমিন, এনামুল হক, মো. কবির, সাঈদ মাহফুজ, মো. নূরনবী, সসাস’র বরিশাল অঞ্চল তত্বাবধায়ক মিফতাহ গালিব প্রমুখ।
অনুষ্ঠানের বিভিন্ন পর্বে আনন্দ বিনোদনের মাধ্যমে দর্শকদের মাতিয়ে রাখেন অভিনেতা আবু তৈয়ব মেসবাহ, বাকিবিল্লাহ ফেরদৌস, জহিরুল ইসলাম, নাজমুল হক, তাওহীদ, নোমান বিন ইউসুফসহ হেরাররশ্মি শিল্পীগোষ্ঠীর শিল্পীরা। অনুষ্ঠানে বিভিন্ন ইভেন্টের ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন অতিথিরা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

রয়্যাল এনফিল্ডের বৈদ্যুতিক বাইক আসছে

দখিনের সময় ডেস্ক: বৈদ্যুতিক বাইকের বাজারে ইতোমধ্যেই পা রেখেছে রিভল্ট এবং ওলা। ওলার বাইক বাজারে না এলেও আকর্ষণীয় ডিজাইনের সঙ্গে কম জ্বালানি খরচ নজর কেড়েছে...

দুধের বিকল্প হিসেবে যা খেতে পারেন

দখিনের সময় ডেস্ক: উদ্ভিদ-ভিত্তিক দুধ বর্তমানে জনপ্রিয় হতে শুরু করেছে। এটি বাদাম, ওট, নারিকেল বা মটরশুঁটি যাই হোক না কেন, দুধের এই বিকল্পগুলো স্বাস্থ্যকর ডায়েট...

খালেদা জিয়ার সঙ্গে বৈষম্যবিরোধী আন্দোলনের ছাত্র নেতাদের সাক্ষাৎ

দখিনের সময় ডেস্ক: বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে কুশল বিনিময় করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাদের। বৃহস্পতিবার (২১ নভেম্বর) সশস্ত্র বাহিনীর দিবস উপলক্ষ্যে সেনাকুঞ্জে আয়োজিত অনুষ্ঠান...

স্কলারশিপ-এ পাকিস্তানে পড়ার সুযোগ ১০০ বাংলাদেশি, প্রধানমন্ত্রীর অনুমোদন

দখিনের সময় ডেস্ক: বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য স্কলারশিপের অনুমোদন দিয়েছে পাকিস্তান। দেশটির প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ স্কলারশিপে ১০০ বাংলাদেশিকে পাকিস্তানে পড়ার সুযোগ দেওয়ার বিষয়টির অনুমোদন দিয়েছেন। সংবাদমাধ্যম...

Recent Comments