Home প্রযুক্তি ১০টি এআইভিত্তিক উদ্ভাবন নিয়ে আসল হুয়াওয়ে ক্লাউড

১০টি এআইভিত্তিক উদ্ভাবন নিয়ে আসল হুয়াওয়ে ক্লাউড

দখিনের সময় ডেস্ক:
শিল্পখাতে ব্যবহার উপযোগী ও আর্টিফিসিয়াল ইন্টেলিজেন্সনির্ভর নতুন ১০টি প্রযুক্তি প্রদর্শন করলো হুয়াওয়ে ক্লাউড। পাঙ্গু মডেলের এই ক্লাউড প্রযুক্তির মূল লক্ষ্য এআইয়ের জন্য প্রস্তুত অবকাঠামোর মাধ্যমে প্রতিটি শিল্পখাতে বুদ্ধিমত্তার প্রয়োগকে ত্বরান্বিত করা। স্পেনের বার্সেলোনায় অনুষ্ঠিত মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেসে এ তথ্যগুলো তুলে ধরে হুয়াওয়ে।
হুয়াওয়ের ক্লাউড গ্লোবাল মার্কেটিং ও সেলস সার্ভিসের প্রেসিডেন্ট জ্যাকুলিন শি বলেন,“এটা কেবল প্রযুক্তির ব্যাপার নয়। আমরা সহযোগীদেরকে আমাদের মতো করে এগিয়ে নিতে চাই, আর এই লক্ষ্য বাস্তবায়নে এখন আমাদেরকে সাহায্য করছে গোক্লাউড ও গ্রোক্লাউড প্রোগ্রাম। আমাদের ভুলে গেলে চলবে না যে, বর্তমানে এআই সককিছুকেই নতুন রূপ দিচ্ছে, আর আমরা এই ক্ষেত্রে সামনের সারিতে রয়েছি। কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহারের এই গতিকে ত্বরান্বিত করতে আমরা প্রতিটি ব্যক্তি ও প্রতিটি শিল্পখাতের জন্য ক্লাউডের শক্তিশালী ভিত্তি তৈরি করছি।”
এই ধারণার উপর ভিত্তি করে হুয়াওয়ে প্রদর্শন করেছে ১০টি এআইভিত্তিক উদ্ভাবন যেগুলি এআই ক্লাউড ইনফ্রাস্ট্রাকচারের ক্ষেত্রে এর গুরুত্বারোপেরই বহিঃপ্রকাশ। হুয়াওয়ে প্রদর্শিত প্রযুক্তিগুলো হলো কুভার্স, ডিসট্রিবিউটর কিংটিয়ান আর্কিটেকচার, এআই কম্পিউট, এআই ন্যারেটিভ স্টোরেজ, ইটুই সিকিউরিটি, গজডিবি, ডাটা-এআই কনভার্জেন্স, মিডিয়া ইনফ্রাস্ট্রাকচার, ল্যান্ডিং জোন এবং ফ্লেক্সিবল ডিপ্লয়মেন্ট। এই দশটি উদ্ভাবন ঘোষণা করার পাশাপাশি হুয়াওয়ে ক্লাউড কৌশলগতভাবে ক্লাউড নেটিভ এবং এআই প্রযুক্তির একীকরণেও পরিকল্পনা নিয়েছে। এটি এআইয়ের বিশ্বব্যাপী বাস্তবায়ন এবং অগ্রগতিকে ত্বরান্বিত করবে। এই সামিটে ব্রুনো ঝাং ক্লাউড নেটিভ এলিট ক্লাব (সিএনইসি)-এর গ্লোবাল লিপ প্রোগ্রাম উন্মোচন করেন। “লিপ উইথ ক্লাউড নেটিভ x এআই” থিমের এই প্রোগ্রামটি বিস্তৃত পরিসরে প্রযুক্তি বিষয়ক জ্ঞান ও অভিজ্ঞতা আদান-প্রদান, আলোচনার সুযোগ তৈরি করবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

মামুনুল হকের নামে ৪১টি মামলা, ধর্ষণ মামলা বেশি আলোচিত

দখিনের সময় ডেস্ক: বাংলাদেশের কওমী মাদরাসা ভিত্তিক সংগঠন হেফাজতে ইসলামের সাবেক যুগ্ম মহাসচিব মামুনুল হক কারামুক্তির পর নেতাকর্মী ও অনুসারীরা হেফাজতে ইসলামের সাবেক যুগ্ম মহাসচিব...

জামিনে কারাগামুক্ত হেফাজতের মামুনুল হক

দখিনের সময় ডেস্ক: জামিনে মুক্তি পেয়ে কারাগার থেকে বের হয়েছেন হেফাজতে ইসলামের সাবেক কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মামুনুল হক। শুক্রবার (৩ মে)  কাশিমপুর হাই সিকিউরিটি কেন্দ্রীয়...

আশ্চর্যজনক ছাগল, বিড়ালের মতো ঘরে পোষা যায়

দখিনের সময় ডেস্ক: পরিণত বয়সী ছাগলের উচ্চতা মাত্র ১ ফুট। এগুলো দেশি-বিদেশি অন্যান্য জাতের ছাগলের মতো নয়। এ জাতের ছাগলগুলো মানুষের সঙ্গে খুবই বন্ধুত্বসুলভ আচরণ...

রাজনীতিতে পথহারা বিএনপি

বিএনপি নিয়ে ক্ষমতাসীনদের খিস্তিখেউড় প্রতিনিয়ত চলে বিভিন্ন অনুষ্ঠানে। একটা নাটক আছে না, চলিতেছে সার্কাস। সরকারের অন্তত দুজন মন্ত্রী বিএনপি নিয়ে আল্লাহর ত্রিশ দিন কথা...

Recent Comments