Home শীর্ষ খবর অ্যাডভোকেট যুথির বাসায় পুলিশী অভিযান, গ্রেফতারকৃত পাঁচ আইনজীবী রিমান্ডে

অ্যাডভোকেট যুথির বাসায় পুলিশী অভিযান, গ্রেফতারকৃত পাঁচ আইনজীবী রিমান্ডে

দখিনের সময় ডেস্ক:
সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির (সুপ্রিম কোর্ট বার) নির্বাচনে মারামারির মামলায়  সম্পাদক প্রার্থী অ্যাডভোকেট নাহিদ সুলতানা যুথিকে না পেয়ে তার বাসা থেকে ৫ জনকে গ্রেফতার করেছে পুলিশ। মামলার এক নম্বর আসামি নাহিদ সুলতানা যুথি যুবলীগ চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশের স্ত্রী।
অ্যাডভোকেট নাহিদ সুলতানা যুথির বাসায় অভিযানের আগে  আরেক আসামিকে বনানী থেকে গ্রেফতার করা হয়। এদের মধ্যে পাঁচজনকে রিমান্ডে নেওয়া হয়েছে।  উল্লেখ্য, গত বুধ ও বৃহস্পতিবার সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির ২০২৪-২৫ মেয়াদের নির্বাহী কমিটির নির্বাচন অনুষ্ঠিত হয়।
এসব ঘটনার মধ্যেই বিকাল ৩টায় নির্বাচনের ভোট গণনা শুরু করা হয়। এ সময় বিপুল সংখ্যক আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যের নিরাপত্তা ছিলো। সুপ্রিম কোট আইনজীবী সমিতি হলরুমে ভোট গণনা শুরু হয়। পরে রাত সাড়ে ১২টার পর ফলাফল ঘোষণা করে নির্বাচন পরিচালনা উপ-কমিটি। এতে সভাপতিসহ ৬টি পদে বিএনপি সমর্থিত নীল প্যানেল এবং সম্পাদকসহ আটটি পদে আওয়ামী লীগ সমর্থিত সাদা প্যানেল জয়লাভ করে।
এদিকে রাত ৩টার দিকে ভোট গণনাকে কেন্দ্র করে সমিতির মিলনায়তনে হট্টগোল-মারামারি শুরু হয়। এ অবস্থায় ভোট গণনা ছাড়াই নির্বাচন পরিচালনা উপকমিটির আহ্বায়ক সিনিয়র আইনজীবী আবুল খায়ের শুধু সম্পাদক পদে নাহিদ সুলতানা যুথিকে বিজয়ী ঘোষণা করেন। তবে গতকাল শনিবার(৯ মার্চ) বিকালে এক বিজ্ঞপ্তির মাধ্যমে সেই ঘোষণা প্রত্যাহার করে নেন সিনিয়র আইনজীবী আবুল খায়ের। ওই বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘একটি অনাকাক্সিক্ষত পরিস্থিতি সৃষ্টি করে ভোট গণনার আগেই দুঃখজনকভাবে বহিরাগত মাস্তান শ্রেণি কর্তৃক আমার ওপর চাপ সৃষ্টি করে লিখিত দিতে বাধ্য করা হয়। যদিও ইহা অর্থহীন ঘোষণা, তবুও কূটতর্ক নিরসনের স্বার্থে সংশ্লিষ্ট সকলকে তাহা ‘ইগনোর’ করার জন্য অনুরোধ করা হলো। ভোট গণনা করেই ফলাফল ঘোষণা করা হবে।’
এদিকে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতিতে মারামারির ঘটনায় ২০ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরও ৩০-৪০ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। রাজধানীর শাহবাগ থানায় শুক্রবার(মার্চ) রাতে মামলাটি করেন সহকারী অ্যাটর্নি জেনারেল সাইফুর রহমান সিদ্দিকী সাইফ। গ্রেফতার পাঁচ আইনজীবীকে গতকাল আদালতে হাজির করে তাদের রিমান্ডে চায় পুলিশ। আদালত প্রত্যেককে তিন দিন করে রিমান্ডে নেওয়ার অনুমতি দেন। এই পাঁচ আইনজীবী হলেন- অ্যাডভোকেট কাজী বশির আহমেদ, অ্যাডভোকেট তুষার, অ্যাডভোকেট তরিকুল, অ্যাডভোকেট সুমন ও অ্যাডভোকেট উসমান।
এদিকে গতকাল সন্ধ্যায় রাজধানীর পল্টনে নিজ চেম্বার থেকে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) মামলার দ্বিতীয় আসামি ব্যারিস্টার কাজলকে আটক করে শাহবাগ থানায় হস্তান্তর করে। পরে শাহবাগ থানা পুলিশ তাকে গ্রেফতার দেখায়। মামলার বিষয়ে পুলিশ জানিয়েছে, ২০ জনের নামে করা ওই মামলার এক নম্বর আসামি সম্পাদক পদের স্বতন্ত্র প্রার্থী নাহিদ সুলতানা যুথি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

বিআরইউ’র সভাপতি আনিসুর, সম্পাদক খালিদ

নিজস্ব প্রতিবেদক : বরিশাল রিপোর্টার্স ইউনিটির (বিআরইউ) সভাপতি আনিসুর রহমান খান স্বপন (নিউ এইজ / ঢাকা ট্রিবিউন) আর সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন খালিদ সাইফুল্লাহ (নয়া...

চিরনিদ্রায় শায়িত হলেন গণপিটুনিতে নিহত তোফাজ্জল

দখিনের সময় ডেস্ক: ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) শিক্ষার্থীদের গণপিটুনিতে নিহত মাসুদ কামাল তোফাজ্জলের জানাজা শেষে বরগুনার পাথরঘাটায় পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন করা হয়েছে। শুক্রবার (২০ সেপ্টেম্বর) সকালে...

অতিরিক্ত ডিআইজি মশিউর গ্রেফতার

দখিনের সময় ডেস্ক: চট্টগ্রাম থেকে বাংলাদেশ পুলিশের চট্টগ্রাম রেঞ্জের অতিরিক্ত ডিআইজি মশিউর রহমান গ্রেফতার হয়েছেন। গতকাল বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) তাকে আটক করা হয়। নিউমার্কেট থানার...

ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্র-শিক্ষক রাজনীতি নিষিদ্ধ

দখিনের সময় ডেস্ক: ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ছাত্র, শিক্ষক ও কর্মকর্তা-কর্মচারীদের সব ধরনের রাজনৈতিক কর্মকাণ্ড বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। আজ বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ নীতি-নির্ধারণী ফোরাম...

Recent Comments