Home প্রযুক্তি ফোন বন্ধ থাকলেও জানা যাবে লোকেশন

ফোন বন্ধ থাকলেও জানা যাবে লোকেশন

দখিনের সময় ডেস্ক:
স্মার্টফোনের জনপ্রিয় অপারেটিং সিস্টেম অ্যানড্রয়েড। যার উদ্ভাবন করেছে গুগল। বর্তমানে অ্যানড্রয়েড ১৪ ভার্সন চলছে। শিগগিরই আসছে অ্যানড্রয়েড ১৫। এই ভার্সনের ফোনে কী কী আপডেট থাকবে তার কিছুটা আভাস মিলেছে। যার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে ফোন বন্ধ থাকলেও সেটির লোকেশন জানার সুযোগ। এতে করে চোরাই ফোন উদ্ধার সহজ হবে।
স্মার্টফোন হারিয়ে গেলে বা চুরি হয়ে গেলে গুগলের ফাইন্ড মাই ডিভাইস কাজে আসে। কিন্তু, ফোন সুইচ অফ থাকলে কী ভাবে খুঁজে পাবেন তা জানেন না অনেকেই। তবে গুগলের নতুন ফিচার সেই সমস্যার সমাধান করে দিয়েছে। অ্যানড্রয়েড ১৫ অপারেটিং সিস্টেম আসতে চলেছে বাজারে। সেখানেই থাকবে এই দুর্দান্ত ফিচার। কোন কোন স্মার্টফোনে মিলবে এই সুবিধা জেনে নিন।
ফোন সুইচ অফ থাকলেও খুঁজে পাওয়া যাবে: অ্যানড্রয়েড পুলিশের রিপোর্ট অনুযায়ী, একটি নতুন এপিআই থাকবে এই সিস্টেম। যা সুইচ অফ হওয়া স্মার্টফোন খুঁজে বের করে আনবে। মুলত, অ্যানড্রয়েড ডিভাইস যখন বন্ধ থাকে তখন ব্লুটুথ কন্ট্রোলারও নিষ্ক্রিয় হয়ে যায়। ফলে লোকেশন ট্র্যাক করা অসম্ভব হয়ে ওঠে। তাই ‘পাওয়ার্ড অফ ফাইন্ডিং’ ফিচারের উপর কাজ করছে গুগল।
সুইচ অফ হওয়া স্মার্টফোন কীভাবে খুঁজে পাবেন?
এই ফিচারের মাধ্যমে ফোনে প্রি-কম্পিউটেড ব্লুটুথ স্টোর হবে। এটি ব্লুটুথ কন্ট্রোলারের মেমরিতে সেভ থাকবে। যদি ফোন সুইচ অফও হয়ে যায়, তাহলেও ব্লুটুথ কন্ট্রোলারের মাধ্যমে নিকটবর্তী অ্যান্ড্রয়েড বা ইলেক্ট্রনিক ডিভাইস থেকে সেটির লোকেশন ট্র্যাক করা যাবে। তবে এটি বাটন টিপলেই যে হয়ে যাবে তেমনটা নয়।
এর জন্য প্রত্যেক স্মার্টফোনে আলাদা করে একটি ব্লুটুথ কন্ট্রোলার হার্ডওয়্যার চিপ বসাতে হবে। কারণ ফোনের সব পার্টস শাট ডাউন হয়ে গেলেও এই চিপের মাধ্যমে চার্জ থাকবে ব্লুটুথ কন্ট্রোলার এবং ফোনের লোকেশন দিতে থাকবে।
কোন কোন স্মার্টফোনে পাওয়া যাবে?
অ্যানড্রয়েড ১৫ চালিত স্মার্টফোনগুলোতে এই দরকারি ফিচারটি পাওয়া যাবে। তবে প্রাথমিক পর্যায়ে অ্যানড্রয়েড ১৫ গুগল পিক্সেল ৮ এবং পিক্সেল ৮ প্রো স্মার্টফোনেই পাওয়া যাবে। তারপর ধীরে ধীরে অন্যান্য স্মার্টফোনে হবে রোল আউট হবে এই অপারেটিং সিস্টেম।
ফিচারটি বেশ কার্যকরী হলেও, এটি বাস্তবায়িত করতে চাপ বাড়বে স্মার্টফোন কোম্পানিগুলোর। কারণ, এর জন্য একটি ব্লুটুথ ফাইন্ডার হার্ডওয়্যার অবস্ট্রাকশন লেয়ার (এইচএএল) বসাতে হবে ফোনে। সহজ ভাষায় বললে, এমন একটি সিস্টেম যা প্রি-কম্পিউটেড ব্লুটুথ স্টোর করতে এবং পাওয়ার্ড অফ ফাইন্ডিং সক্রিয় করার অনুমতি দেবে।
অ্যানড্রয়েড ১৫ অপারেটিং সিস্টেমে সেই ব্যবস্থা থাকবে বলে শোনা যাচ্ছে। এবং গুগল পিক্সেল 8 প্রথম অ্যানড্রয়েড স্মার্টফোন হতে চলেছে যেখানে এই অত্যাধুনিক ট্র্যাকিং ফিচার থাকবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রা পাচারের চেষ্টা, বিমানে ওঠার সময় আটক ১

দখিনের সময় ডেস্ক: চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রাসহ মোহাম্মদ কায়সার হামিদ নামে বিদেশগামী এক যাত্রীকে আটক করা হয়েছে। শুক্রবার (২৬ এপ্রিল)...

কঠিন বাস্তবতায় বিএনপি

বাঁচতে হলে পানি পান করতেই হবে। এটি সব প্রাণীর জন্য সত্য। জীবজগৎ পানিনির্ভর। পানি ছাড়া পৃথিবী অচল। পানির প্রয়োজন সবার। তবে এ প্রয়োজনের মাত্রা...

দেশ ও জনগণের জন্য কাজ করতে আওয়ামী লীগ নেতাকর্মীদের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান

দখিনের সময় ডেস্ক: প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ দেশ ও জনগণের উন্নয়নে কাজ করার পাশাপাশি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শ ছড়িয়ে দেওয়ার জন্য আওয়ামী...

গাজা নীতির বিরোধিতা করে মার্কিন পররাষ্ট্র মুখপাত্রের পদত্যাগ

দখিনের সময় ডেস্ক: যুক্তরাষ্ট্রের গাজা নীতির বিরোধিতা করে পদত্যাগ করেছেন দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের আরবি ভাষার মুখপাত্র হালা রাহারিত। বৃহস্পতিবার(২৫ ‍এপ্রিল) সামাজিক যোগাযোগমাধ্যম লিঙ্কডইনে এক পোস্টে...

Recent Comments