Home শীর্ষ খবর পাবলিক হেল্থ কান্ডে অবশেষে টনক নড়েছে, তদন্তের নির্দেশ দিলেন মন্ত্রী

পাবলিক হেল্থ কান্ডে অবশেষে টনক নড়েছে, তদন্তের নির্দেশ দিলেন মন্ত্রী

দখিনের সময় ডেস্ক:
পাবলিক হেল্থ কান্ডে অবশেষে উপর মহলের টনক নড়েছে। জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের বদলী বানিজ্য ও ঘুষকান্ডে স্থানী সরকার মন্ত্রী তাজুল ইসলাম তদন্তের নির্দেশ দিয়েছেন। তদন্তের জন্য বলা হয়েছে স্থানীয় সরকার বিভাগের অতিরিক্ত সচিব (পানি সরবরাহ বিভাগ-১) ড. মলয় চৌধুরিকেকে। তিনি দক্ষ  আমলা হিসেবে পরিচিত।
সূত্র বলছে, মো: সরোয়ার হোসেন বিগত সোয়া এক বছর ধরে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের চীফ ইঞ্জিনিয়ার হিসেবে দায়িত্ব পালনকালে অনিয়মের পৃষ্ঠপোষতা করে কাড়িকাড়ি টাকা কামিয়েছেন। চীফ ইঞ্জিনিয়ার মো: সরোয়ার হোসেনের অনিয়মের একটি নমুনা হচ্ছে কক্সবাজারের নির্বাহী প্রকৌশলী মো. মোস্তাফিজুর রহমানের ঘটনা। একই গ্রুপ খুলনার মো: আকমল হোসেন, ঢাকার বশির আহমেদসহ অন্তত ১৫ জন নির্বাহী প্রকৌশলী রয়েছেন বলে সূত্র জানিয়েছে । চীয় ইঞ্জিনিয়ার মো: সরোয়ার হোসেনের ‘কালেকটর’  নির্বাহী প্রকৌশলী মো. মোস্তাফিজুর রহমান বেফাঁস মন্তব্যের কারণে ফেঁসেগেলেও বাকিরা এখনো রয়েগেছেন ধরাছোয়ার বাইরে। তবে তারা আতংকে আছেন বলে জানাগেছে। এদের মধ্যে ঢাকার নির্বাহী প্রকৌশলী বশির আহমেদ তো পবিত্র ওমরা পালনের জন্য ছুটি নিয়ে বৃহস্পতিবার (২১ মার্চ শেষ অফিস করেছেন।
উল্লেখ্য, ‘দুই কোটি টাকায় পোস্টিং নিয়েছি, ঘুস না নিলে টাকা তুলব কিভাবে’ বলা কক্সবাজার জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী মো. মোস্তাফিজুর রহমানের বিরুদ্ধে তদন্ত করে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মো. তাজুল ইসলাম। মঙ্গলবার১৯ মার্চ ) ঢাকার কাকরাইল জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের ডিপিএইচ অডিটোরিয়ামে স্মার্ট নাগরিক সেবা নিশ্চিতকরণ জনস্বাস্থ্য ডিপ্লোমা প্রকৌশলীদের অঙ্গীকার শীর্ষক উদ্বোধনী অনুষ্ঠান ও আলোচনা সভায় এ নির্দেশ দেন মন্ত্রী তাজুল ইসলাম।
অনুষ্ঠানে উপস্থিত স্থানীয় সরকার বিভাগের অতিরিক্ত সচিব ড. মলয় চৌধুরীকে  উদ্দেশ করে স্থানী সরকার মন্ত্রী তাজুল ইসলাম বলেন, আমি পত্রিকায় দেখলাম কক্সবাজারের নির্বাহী প্রকৌশলী নাকি ঘুস দিয়ে পোস্টিং নিয়েছেন। বদলি ও চাকরি দেওয়া-নেওয়ার ক্ষেত্রে ঘুস একটি গর্হিত অপরাধ। এ ঘটনার সুষ্ঠু তদন্তের মাধ্যমে আমি রিপোর্ট চাই। আমি বিষয়টি দেখতে চাই! মন্ত্রী আরও বলেন, যোগ্যতা অনুযায়ী কেউ পদ পেলে সবার মধ্যে ভালো করার প্রবণতা বৃদ্ধি পাবে। টাকা দিয়ে যদি কেউ পোস্টিং পায় তার তো কাজ করার দরকার নাই। সে সব সময় ধান্দা করার চিন্তা করবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

এসির ফ্যানের গতি বাড়ালে কী গাড়ির মাইলেজ কমে?

দখিনের সময় ডেস্ক: গ্রীষ্মকালে এসি ছাড়া গাড়িতে ভ্রমণ করা কষ্টকর। তাই গরমের কারণে গাড়িতে এসির ব্যবহার বাড়ছে। গাড়ির এসি চালু করার সঙ্গে সঙ্গেই প্রথম যেটা...

আপনি কি খুব বেশি ঘুমাচ্ছেন?

দখিনের সময় ডেস্ক: যদিও ঘুমের ক্ষেত্রে প্রত্যেকেরই আলাদা চাহিদা থাকে, তবে দীর্ঘ সময় ধরে ঘুমানো মাঝে মাঝে শরীরের ভেতরের সমস্যার দিকে ইঙ্গিত করতে পারে। অতিরিক্ত...

এসি গ্যাস লিক করলে করণীয় কী?

দখিনের সময় ডেস্ক: হঠাৎ দেখছেন এসির বাতাস কমে গেছে। শীতাতপ নিয়ন্ত্রিত যন্ত্রটি থেকে যতটা ঠান্ডা আসার কথা ততটা আসছে না। কিন্তু কেন? সাধারণত ফিল্টার নোংরা হলে...

চট্টগ্রামে বিমানবাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত

দখিনের সময় ডেস্ক: চট্টগ্রাম নগরের পতেঙ্গা এলাকায় কর্ণফুলী নদীতে বিমানবাহিনীর একটি ইয়াক-১৩০ প্রশিক্ষণ যুদ্ধবিমান বিধ্বস্ত হয়েছে। আজ বৃহস্পতিবার (৯ মে) সকাল সাড়ে ১০টার দিকে চট্টগ্রাম...

Recent Comments