Home নির্বাচিত খবর ঈদের ছুটিতে বাড়িঘর নিরাপদ রাখতে করণীয়

ঈদের ছুটিতে বাড়িঘর নিরাপদ রাখতে করণীয়

দখিনের সময় ডেস্ক ‍॥
ঈদের ছুটিতে অনেকেই বাড়ি যাবেন। আনন্দের এ যাত্রার জন্য কত না আয়োজন! সবার জন্য কেনাকাটা, যানবাহনের ব্যবস্থা। তবে বছরজুড়ে যে আবাসনে আপনি নিরাপদে ও শান্তিতে থাকেন, সেটি যদি ফাঁকা রেখে যান, তাহলে এর নিরাপত্তার দিকটাও খেয়াল রাখতে হবে। এই নিরাপত্তা ঈদযাত্রার প্রস্তুতিপর্বের একটি গুরুত্বপূর্ণ অংশ। আসুন আরও একবার জেনে নিই, ঈদযাত্রায় যাওয়ার আগে বাসার নিরাপত্তায় আপনার কী কী করে যেতে হবে।
দরজা-জানালা-বারান্দা: বাসার মূল দরজা এবং সব জানালা ভালোভাবে আটকে দিন, যাতে অনাকাঙ্ক্ষিত ব্যক্তি প্রবেশ করার সুযোগ না পায়। তা ছাড়া খোলা জানালা দিয়ে বৃষ্টির পানিও ঢুকে যেতে পারে। প্রতিটি ঘরের দরজা আলাদা আলাদাভাবে তালা দিয়ে রাখুন। বারান্দার দরজা এবং বাথরুমের জানালাও লাগিয়ে দিন। ছাদে বা বারান্দায় কাপড়চোপড় রেখে না যাওয়াই ভালো। থাই কাচের জানালা বা দরজায় তালা কাজ করছে কি না, সে বিষয়ে আগেই নিশ্চিত হয়ে নিন। বাসার মূল দরজায় একাধিক তালা দেওয়ার সুযোগ থাকলে তা কাজে লাগান। বাসায় প্রবেশের বিকল্প দরজা থাকলে সেটির বেলাও একই কথা প্রযোজ্য।
কাচের দরজা থাকলে ঠিকমতো লক করুন: ক্লোজড সার্কিট ক্যামেরার ব্যবস্থাও করতে পারেন। ভবনের নিরাপত্তাকর্মীকে বলে রাখুন, যাতে তিনি সবকিছুর খেয়াল রাখেন। প্রতিবেশীদের মধ্যে যাঁরা ঈদে কোথাও যাবেন না, তাঁদেরকেও এভাবে বলে যেতে পারেন, যদি তাঁরা বিশ্বস্ত হন। যাঁদেরকে দেখভালের দায়িত্ব দিচ্ছেন, আপনার অনুপস্থিতির সংবাদটা তাঁরা যেন অচেনা বা কম চেনা মানুষদের না বলেন, তা–ও নিশ্চিত করুন। গ্রিলের দরজার বা জানালা কেটে অনেক সময় বাড়িতে চুরি হতে পারে। তাই গ্রিলের জানালার বাইরের দিকে বাড়তি নিরাপত্তা হিসেবে পাল্লা থাকলে লাগিয়ে দিন।
মূল্যবান প্রাণ, মূল্যবান সামগ্রী: আলমারি তালা দিয়ে চাবি নিজের কাছেই রাখুন। ডিনার ওয়াগনে মূল্যবান জিনিসপত্র থাকলে সেটিও তালা দিয়ে রাখুন। এটার চাবিও নিজের কাছে রাখুন। খালি বাসায় সোনা–রুপা, হিরের মতো মূল্যবান কোনো সামগ্রী রেখে যাওয়া উচিত নয়। এসব সঙ্গে না নিলে সেগুলো ব্যাংকের ভল্টে রেখে দেওয়া ভালো। বিশ্বস্ত বন্ধু বা আত্মীয়দের কারও কাছেও রেখে যেতে পারেন। অতিপ্রয়োজনীয় কাগজপত্রও রেখে যেতে পারেন এমন কারও কাছে।
প্রয়োজনে বিশ্বস্ত কারও কাছে বাসার বাড়তি চাবিও রেখে যেতে পারেন। বিশেষত, আপনার বাসায় যদি পোষা প্রাণী, মাছ বা গাছপালা থাকে, তাহলে আপনার অনুপস্থিতিতে সব দেখেশুনে রাখার জন্য এমন কারও কাছে চাবি রেখে যেতে পারেন। অবশ্য আপনি এমন কাউকেও খুঁজে নিতে পারেন, যিনি আপনার অনুপস্থিতিতে তাঁর নিজের কাছেই যত্নে রাখবেন আপনার পোষা প্রাণী। অর্থের বিনিময়েও এভাবে পোষা প্রাণীর দেখভাল করেন কেউ কেউ। তবে যেখানেই রাখুন, ওদের ভালো থাকাটা নিশ্চিত করুন।
নিরাপদ থাকতে আরও যা: বাসার যত বৈদ্যুতিক সামগ্রী রয়েছে, বের হওয়ার আগেই সেসব বন্ধ করে দিন। সংযোগগুলোও খুলে রাখুন। পরিষ্কার, শুকনা কাপড় দিয়ে ঢেকে রাখতে পারেন। বাতি ও পাখা অবশ্যই বন্ধ করে দিন। রেফ্রিজারেটরও খালি করে বন্ধ করে দিতে পারেন। রেফ্রিজারেটর বন্ধ করা সম্ভব না হলে বাসায় আর্থিং ব্যবস্থা ঠিকঠাক রয়েছে কি না, নিশ্চিত করুন। আর বিদ্যুৎ সংযোগ যদি মিটার কার্ডভিত্তিক হয়ে থাকে, তাহলে ফিরে আসা অবধি রেফ্রিজারেটর চালু রাখতে আনুমানিক যে খরচ হবে, মিটারে যেন তা বিদ্যমান থাকে। প্রয়োজনে রিচার্জ করে রেখে যান।
ঝড়বাদল  হচ্ছে বেশ। ঝড়ে বা বাতাসে বাসার বাইরে বৈদ্যুতিক তারের ওপর বা খুঁটির ওপর গাছপালার কোনো অংশ পড়ে যাওয়ার ঝুঁকি আছে মনে হলে আগেই উপযুক্ত ব্যবস্থা নিয়ে রাখুন। চুলা বন্ধ করে রেখে যাবেন অবশ্যই। গ্যাসের লাইনে কোনো সমস্যা থেকে থাকলে দক্ষ মিস্ত্রির সাহায্যে ঠিক করিয়ে রাখুন। বাসায় কোনো দাহ্য পদার্থ রেখে না যাওয়াই ভালো। পানির কলও বন্ধ রাখুন। কলপাড়ে এবং বাথরুমের মেঝেতে পানি যাওয়ার জন্য রাখা ছিদ্রযুক্ত পথ ভারী কিছু দিয়ে চাপা দিয়ে যেতে পারেন। তাহলে পানি নির্গমন নল বেয়ে পোকামাকড় উঠে আসার ঝুঁকি কমবে। কমোডের ঢাকনা নামিয়ে দিন। মশা জন্মানোর সুযোগ পাবে না।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

শরীরের সবচেয়ে অপরিষ্কার স্থান কোনটি?

দখিনের সময় ডেস্ক: শরীরের সবচেয়ে অপরিষ্কার স্থান কোনটি তা জানার আগে প্রথমে বুঝে নিতে হবে, অপরিষ্কার বলতে আসলে কী বোঝানো হয়েছে? আমাদের শরীরের এমন জায়গা...

সুখী হতে কী লাগে?

দখিনের সময় ডেস্ক: সুখ আসলে কী? জীবনে কখনো না কখনো আপনার মনে এই প্রশ্ন এসেছে নিশ্চয়ই? সুখী হওয়া আসলে নিজের অনুভূতির ব্যাপার। এটি জোর করে...

হিট স্ট্রোকের লক্ষণ জেনে নিন

দখিনের সময় ডেস্ক: তীব্র গরম কেবল অস্বস্তিদায়ক অনুভূতিই দেয় না, এটি বাড়িয়ে দেয় হিট স্ট্রোকের ঝুঁকিও। গত কয়েক বছর ধরে এপ্রিল মাস থেকেই শুরু হচ্ছে...

থাইল্যান্ডে সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী

দখিনের সময় ডেস্ক: থাইল্যান্ডে ছয় দিনের সরকারি সফর শেষে প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে ফিরেছেন। সোমবার (২৯ এপ্রিল) বেলা সাড়ে ১১টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ...

Recent Comments