Home মতামত ক্ষমতার খেলায় জনগণ কার খালু

ক্ষমতার খেলায় জনগণ কার খালু

নির্বাচন থেকে দূরে থাকা বিএনপির একমাত্র ভরসা কেন্দ্র হিসেবে বেছে নিয়েছে বিদেশ। পরিষ্কার করে বললে, আমেরিকা। বিএনপি ‍এখন রাজনীতির চাতক পাখি। আর তৃতীয় অবস্থানে থাকা জাতীয় পার্টির অবস্থা ত্রাহি মধুসূদন! সামরিক শাসক জেনারেল এরশাদের রেখে যাওয়া এই দলটি বহু বছর ধরে আওয়ামী লীগের দয়ার কাঙাল। ধনবান ব্যক্তির অর্বাচীন সন্তান এতিম হলে যেরকম দশা হয়। সামগ্রিক এই বাস্তবতায় সুলতান সোলাইমানের দাপটে দেশ চালাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আর নেপথ্যে কাজ করছে নানান কৌশল, নানান শক্তি।
কৌশল-অপকৌশলের তাত্ত্বিক আলোচনার বাইরে গিয়ে প্রশ্ন করা যায়, আওয়ামী লীগ সরকারের ক্ষমতার ভরকেন্দ্র আসলে কোথায়? জেনারেল জিয়া ও জেনারেল এরশাদের ক্ষমতার উৎস ছিল ক্যান্টনমেন্ট। তাহলে আওয়ামী লীগের কোথায়? এ প্রশ্নে জবাব এককথায় দেওয়া কঠিন। এ নিয়ে নানান কথা প্রচলিত আছে। এর মধ্যে বিরোধী দলের অভিযোগ অনুসারে প্রধান হচ্ছে, ভারত। এর সঙ্গে সহায়ক শক্তি হচ্ছে বিভিন্ন গ্রুপের আমলা। বিপরীতে আওয়ামী লীগের দাবি অনুসারে, তাদের ক্ষমতার উৎস জনগণ।
এর মধ্য কোনটি সঠিক তা নিশ্চয়ই গভীর গবেষণার বিষয়। এ নিয়ে অতিসাধারণ একজন সাংবাদিকের নিজস্ব মতামত প্রকাশ করা শোভন নাও হতে পারে। নিরাপদ তো নয়ই। এ বিষয়ে অন্য কারও কথা বা মতামত উদ্ধৃত করাও ঝুঁকিপূর্ণ হতে পারে। তবে অতি বিনয়ের সঙ্গে এটুকু বলা যায়, পৃথিবীর কোথাও আসলে জনগণ ক্ষমতার উৎস নয়। ক্ষমতার উৎস কখনো বন্দুকের নল, কখনো আবার বিভিন্ন ক্ষমতাকেন্দ্র। যেখানে কৌশল ও সফলভাবে শক্তি প্রয়োগের বিষয়টি হচ্ছে মুখ্য।
বলা বাহুল্য, গণতান্ত্রিক ছদ্মাবরণেও চলে কৌশল আর বলপ্রয়োগের খেলা। সফল হলে নির্বাচনে বিজয়ী হয়ে সরকার গঠন, না হলে রাস্তায়। কারাগারে। এদিকে বন্দুকের জোরে সফল হলে সিংহাসন, না হলে ফাঁসির মঞ্চ। অথবা মাথায় গুলি। আমাদের দেশে হাতের কাছেই উদাহরণ, ব্রিগেডিয়ার খালেদ মোশাররফ, জেনারেল মঞ্জুরসহ অনেকে। ক্ষমতার খেলায় মসনদে আসীন হওয়ার এসব ধারায় জনগণের স্থান কোথায়? বাস্তবতা হচ্ছে, সেই প্রবচন—‘আমি কার খালু গো!’
# দৈনিক কালবেলায় প্রকাশিত ৩০ র্মাচ ২০২৪। শিরোনাম: ‘ক্ষমতার খেলায় জনগণ কার

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

রয়্যাল এনফিল্ডের বৈদ্যুতিক বাইক আসছে

দখিনের সময় ডেস্ক: বৈদ্যুতিক বাইকের বাজারে ইতোমধ্যেই পা রেখেছে রিভল্ট এবং ওলা। ওলার বাইক বাজারে না এলেও আকর্ষণীয় ডিজাইনের সঙ্গে কম জ্বালানি খরচ নজর কেড়েছে...

দুধের বিকল্প হিসেবে যা খেতে পারেন

দখিনের সময় ডেস্ক: উদ্ভিদ-ভিত্তিক দুধ বর্তমানে জনপ্রিয় হতে শুরু করেছে। এটি বাদাম, ওট, নারিকেল বা মটরশুঁটি যাই হোক না কেন, দুধের এই বিকল্পগুলো স্বাস্থ্যকর ডায়েট...

খালেদা জিয়ার সঙ্গে বৈষম্যবিরোধী আন্দোলনের ছাত্র নেতাদের সাক্ষাৎ

দখিনের সময় ডেস্ক: বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে কুশল বিনিময় করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাদের। বৃহস্পতিবার (২১ নভেম্বর) সশস্ত্র বাহিনীর দিবস উপলক্ষ্যে সেনাকুঞ্জে আয়োজিত অনুষ্ঠান...

স্কলারশিপ-এ পাকিস্তানে পড়ার সুযোগ ১০০ বাংলাদেশি, প্রধানমন্ত্রীর অনুমোদন

দখিনের সময় ডেস্ক: বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য স্কলারশিপের অনুমোদন দিয়েছে পাকিস্তান। দেশটির প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ স্কলারশিপে ১০০ বাংলাদেশিকে পাকিস্তানে পড়ার সুযোগ দেওয়ার বিষয়টির অনুমোদন দিয়েছেন। সংবাদমাধ্যম...

Recent Comments