Home শীর্ষ খবর অসহায় মানুষের মাঝে প্রধানমন্ত্রীর ঈদ উপহার বিতরণ করলেন ফরিদা ইয়াসমিন

অসহায় মানুষের মাঝে প্রধানমন্ত্রীর ঈদ উপহার বিতরণ করলেন ফরিদা ইয়াসমিন

দখিনের সময় ডেস্ক:
নরসিংদী ও রায়পুরায় অসহায় ও দুস্থ মানুষের মাঝে প্রধানমন্ত্রীর ঈদ উপহার বিতরণ করেছেন জাতীয় প্রেস ক্লাবের সভাপতি ও সংসদ সদস্য ফরিদা ইয়াসমিন। বুধবার (৯ এপ্রিল) বিকেলে নরসিংদী সদর উপজেলার সঙ্গীতা মোড়ে তার নিজ বাড়িতে প্রায় ৫শ মানুষের মাঝে এ ঈদ উপহার বিতরণ করেন তিনি।
এসময় উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সভাপতি জিএম তালেব হোসেন, সাধারণ সম্পাদক পীরজাদা মোহাম্মদ আলী, নরসিংদী প্রেস ক্লাবের সাবেক সভাপতি নিবারণ রায়, জেলা আওয়ামী লীগের সদস্য ভাস্কর অলি মাহমুদ, পৌর মহিলা কাউন্সিলর ইয়াসমিন সুলতানা, জেলা ছাত্রলীগের সভাপতি আহসানুল হক রিমন, মৎসজীবী লীগের সভাপতি সোহানা আক্তারসহ অনেকে। এর আগে মঙ্গলবার (৮ এপ্রিল) সন্ধ্যায় তার নিজ বাড়ি নরসিংদীর রায়পুরা উপজেলার উত্তরবাখর নগর ইউনিয়নে বাহাদুরপুর গ্রামে গরীব ও অসহায় আরও ৫শ মানুষের মাঝে শাড়ি এবং লুঙ্গি বিতরণ করেন ফরিদা ইয়াসমিন।
এসময় ফরিদা ইয়াসমিন এমপি বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার অক্লান্ত পরিশ্রমে বিশ্বের বুকে উন্নয়নের রোল মডেলে পরিণত হয়েছে বাংলাদেশ। এরই ধারাবাহিকতায় নরসিংদী ও রায়পুরায় অনেক উন্নয়ন হয়েছে। আমি আজ আসছি প্রধানমন্ত্রী শেখ হাসিনার কিছু ঈদ উপহার আপনাদের হাতে তুলে দিতে। যাতে আমরা সবাই মিলে যেন আনন্দের সাথে এই ঈদ উদযাপন করতে পারি। এছাড়া ভবিষ্যতেও এই নরসিংদী ও রায়পুরার সকল ধরনের সমস্যা নিরসনে যা যা করা দরকার আমি তা করে যাবো। আপনারা প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও আমার জন্য দোয়া করবেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

ধর্মীয় নেতা থেকে যেভাবে ইরানের প্রেসিডেন্ট হয়েছিলেন এব্রাহিম রাইসি

দখিনের সময় ডেস্ক: এব্রাহিম রাইসি ছিলেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতোল্লাহ আলী খামেনির ঘনিষ্ঠ এক কট্টরপন্থী ধর্মীয় নেতা, ২০২১ সালে যিনি রাষ্ট্রপতি হিসাবে নির্বাচিত হওয়ার পর...

ইরানের প্রেসিডেন্টের মৃত্যুতে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শোক

দখিনের সময় ডেস্ক: হেলিকপ্টার দুর্ঘটনায় ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি ও পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির আব্দুল্লাহিয়ানসহ সব আরোহীর মৃত্যুতে শোক জানিয়েছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী শেখ...

হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে ইরানের প্রেসিডেন্ট এব্রাহিম রাইসির মৃত্যু

দখিনের সময় ডেস্ক: ইরানের প্রেসিডেন্ট এব্রাহিম রাইসি ও পররাষ্ট্রমন্ত্রী আমির আবদোল্লাহিয়ানসহ হেলিকপ্টারে থাকা সবাই নিহত হয়েছেন বলে ইরানের কর্মকর্তারা নিশ্চিত করেছেন। ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম প্রেসিডেন্ট...

কে ‍এই এব্রাহিম রাইসি

দখিনের সময় ডেস্ক: ইরানে প্রেসিডেন্ট এব্রাহিম রাইসি দেশটির সর্বোচ্চ নেতা আয়াতোল্লা আলি খামেনির ঘনিষ্ঠ দৃঢ়চেতা ধর্মীয় নেতা। তিনি দেশটির শীর্ষ বিচারপতি এবং তার মতাদর্শ অতি-রক্ষণশীল।...

Recent Comments