Home আন্তর্জাতিক ভারতে পুলিশের সঙ্গে বন্দুক যুদ্ধে শীর্ষ নেতা শঙ্কর রাওয়সহ ২৯ মাওবাদী নিহত

ভারতে পুলিশের সঙ্গে বন্দুক যুদ্ধে শীর্ষ নেতা শঙ্কর রাওয়সহ ২৯ মাওবাদী নিহত

দখিনের সময় ডেস্ক:
ভারতের দক্ষিণপূর্বাঞ্চলীয় রাজ্য ছত্তিশগড়ের কাঁকর জেলার জঙ্গলে ভারতের পুলিশের রিজার্ভড ফোরর্স ডিআরজি(ডিস্ট্রিক্ট রিজার্ভড ফোর্স) ও সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ সদস্যদের সঙ্গে বন্দুকযুদ্ধে মাওবাদীদের শীর্ষনেতা শঙ্কর রাওসহ ২৯ জন মাওবাদী নিহত হয়েছেন। শঙ্কর রাওয়ের মাথার দাম ২৫ লাখ রুপি ঘোষণা করেছিল ভারতের কেন্দ্রীয় সরকার।
জঙ্গলে মাওবাদীদের আস্তানা থেকে একটি একে ৪৭, বেশ কয়েকটি ইনসাস অ্যাসল্ট রাইফেলসহ বিপুল পরিমাণ আগ্নেয়াস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয়েছে। মাওবাদীদের গুলিতে যৌথ বাহিনীর তিন জন সদস্য আহত হয়েছেন। এই তিন জনের মধ্যে দুই জন বিএসএফ এবং একজন ডিআরজি সদস্য। পুলিশ সদস্যদের আঘাত তেমন গুরুতর না হলেও ডিআরজি সদস্যের অবস্থা আশঙ্কাজনক।
নিরাপত্তা বাহিনী ও স্থানীয় সূত্রের বরাত দিয়ে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি জানিয়েছে, জানা গেছে দুপুর ২টার দিকে কাঁকর জঙ্গলে বন্দুকযুদ্ধ শুরু হয় মাওবাদী ও ডিআরজি-বিএসএফ যৌথ বাহিনীর মধ্যে। সন্ধ্যার দিকে শেষ হয়। বিএসএফ এর এক মুখপাত্র জানিয়েছেন, বিশেষ সূত্রে খবর পেয়ে মঙ্গলবার কাঁকর জেলার ছোটেবেটিয়া থানার কালপার জঙ্গলে যৌথ অভিযান চালায় ডিআরজি এবং বিএসএফ। তিনি বলেন, ‘নিরাপত্তা বাহিনীর সদস্যদের লক্ষ্য করে গুলি করেছিল মাওবাদীরা। তার জবাব দিতে নিরাপত্তা বাহিনীর সদস্যাও গুলি ছোঁড়ে।’
মূলত মাওবাদীদের ঠেকাতেই ডিআরজি বাহিনী গঠন করেছে ভারতীয় পুলিশ। গত মাসেও ছত্তিশগড়ে নিরাপত্তারক্ষীদের সঙ্গে সংঘর্ষে এক মাওবাদী নিহত হন। নিহত হন এক নিরাপত্তারক্ষীও।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

মুক্তি পেতে যাচ্ছেন হেফাজতের মামুনুল হক

দখিনের সময় ডেস্ক: মুক্তি পেতে যাচ্ছেন হেফাজতে ইসলামের বিলুপ্ত কেন্দ্রীয় কমিটির যুগ্ম-মহাসচিব এবং ঢাকা মহানগরীর সাধারণ সম্পাদক মাওলানা মামুনুল হক। তার বিরুদ্ধে চলমান মামলাগুলোর অন্তত...

মাথার উপর অনেক চাপ? ভরসা হবে ‘সেকেন্ড ব্রেন’

দখিনের সময় ডেস্ক: মাথার উপর অনেক চাপ নিয়ে আছেন? বাজারে এসেছে সেকেন্ড ব্রেন! সেকেন্ড ব্রেন কোনও চিপ নয়। অপারেশন করেও একে শরীরে বসাতে হবে না।...

ফেসবুক প্রোফাইল থেকে সবকিছু কোথায় গেল?

দখিনের সময় ডেস্ক: ফেসবুকে নিজের বা বন্ধুর প্রোফাইলে দেখা যাচ্ছে ‘নো পোস্ট অ্যাভেইলেবল’। মঙ্গলবার সকাল থেকে ফেসবুকে এমন সমস্যার সম্মুখীন হচ্ছেন অনেক ব্যবহারকারী। তাহলে কী...

এবার হোয়াটসঅ্যাপে এআই, যেভাবে কাজ করবেন

দখিনের সময় ডেস্ক: বর্তমান সময়ে যোগাযোগের অন্যতম জনপ্রিয় মাধ্যম হোয়াটসঅ্যাপ। বিশ্বে প্রতি মুহূর্তে কয়েকশ কোটি বার্তা আদান প্রদান হচ্ছে এই মেসেজিং অ্যাপে। তাই তো ব্যবহারকারীদের...

Recent Comments