Home মতামত মন্ত্রী কেন অসহায় ডায়লগ দেবেন

মন্ত্রী কেন অসহায় ডায়লগ দেবেন

অনেকেই জানেন, সেতু ও সড়ক পরিবহনমন্ত্রী ওবায়দুল কাদের ৪ এপ্রিল রাজধানীতে এক অনুষ্ঠানে মফস্বলের হাসপাতালগুলোকে আস্তাবলের সঙ্গে তুলনা করে বলেছেন, ‘দেশের স্বাস্থ্য ব্যবস্থায় নিকট অতীতের ইতিহাস সুখকর নয়। গুরুত্বপূর্ণ যন্ত্র আমদানি হয়ে প্যাকেটের মধ্যে পড়ে থাকে, কিন্তু ব্যবহার হয় না- এই ইতিহাস আমাদের আছে। আমাদের হাসপাতাল আছে, চিকিৎসকরাও ভালো, তারপরও কোথায় যেন সংকট রয়েছে। এখানে স্বচ্ছভাবে দায়িত্ব পালন খুব চ্যালেঞ্জিং। এই দায়িত্বটা সম্মিলিতভাবে সবাইকে নিতে হবে। স্বাস্থ্য খাতে দগদগে অবস্থা করোনা মহামারিতে দেখেছি। মূল জায়গায় দায়িত্বপ্রাপ্তরা যদি সৎ হন, দায়িত্ববোধ থাকে তাহলে অনেক কিছু করা যায়।’

সেতু ও সড়ক পরিবহনমন্ত্রী ওবায়দুল কাদের

হাসপাতাল নিয়ে মন্ত্রীর এ বচন একেবারে বাস্তবতা এবং এ বিষয়ে কোনো সংশয় নেই, যোগাযোগমন্ত্রীর উল্লিখিত বক্তব্য মানুষের হৃদয় ছুঁয়ে গেছে। যাত্রাগানের বিবেক চরিত্রের সংলাপে যেমন হয়। অথবা শেক্সপিয়রের বিয়োগান্ত নাটকের সংলাপ যেমন হৃদয়ে দাগ কাটে। রাষ্ট্র পরিচালনার গুরুত্বপূর্ণ অবস্থানে থেকে স্বাস্থ্য খাত নিয়ে যোগাযোগমন্ত্রী কেন অসহায় ডায়লগ দেবেন? তিনি তো করবেন, করাবেন। তারপর বলবেন। আবার বলারও প্রয়োজন পড়ে না। আকাশের চাঁদ উঠলে চোখে আঙুল দিয়ে দেখাতে হয় না। প্রয়োজন হয় না চাঁদ দেখা কমিটিরও। এরপরও রাজনীতিকরা বলেন এবং দেখান। যেমন এলিভেটেড এক্সপ্রেসওয়ের কাওরান বাজারের র‌্যাম্প চলাচলের জন্য খুলে দেওয়ার পর মন্ত্রী ঘটা করে কথা বলেছেন। এ সময় স্বভাবসুলভ ধারায় সাফল্যগাথার গীত গেয়েছেন তিনি। কিন্তু এ ধারার বিপরীতে দাঁড়িয়ে স্বাস্থ্য খাত নিয়ে ব্যর্থতার গীতমালায় সেতুমন্ত্রী আসলে কী ম্যাসেজ দিতে চাচ্ছেন? দায়িত্ব পালন ‘খুব চ্যালেঞ্জিং’ হিসেবে আখ্যায়িত করে মন্ত্রীর বয়ান, ‘দায়িত্বটা সম্মিলিতভাবে সবাইকে নিতে হবে’- এটি কোন বার্তা দেয়? ‘খুব চ্যালেঞ্জিং’ বলে তিনি কি কাউকে স্কেপগোট হওয়ার রাস্তা করে দিচ্ছেন নিজের অজান্তেই অতি কথনের প্রবণতায়!
আর সবাই জানে, ‘দায়িত্বটা সম্মিলিতভাবে সবাইকে নিতে হবে’- মানে কেউ না নেওয়ার সুযোগ সৃষ্টি হয়। এসব কথাও কিন্তু আমজনতার। নিশ্চয়ই জনতার ভোটে নির্বাচিত মন্ত্রী-নেতারা বিরক্ত হবেন না জনতার কথায়। কিন্তু বিবেচনায় রাখা প্রয়োজন, মন্ত্রীদের এসব বায়বীয় কথায় জনগণ খুবই বিরক্ত হয়। যেমন বিরক্ত হয়েছে স্বাস্থ্যমন্ত্রী ডা. সামন্ত লাল সেনের কথায়ও।
# ঢাকাটাইমস-এ প্রতাশিত, ১৫ ‍এপ্রিল ২০২৪ শিরোনাম, ‘বিবেক সেতুমন্ত্রী এবং মর্দ স্বাস্থ্যমন্ত্রী’

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

বিক্রিযোগ্য নেতা বিএনপিতে বেশি

বিএনপি যে লক্ষ্যের কথা বলছে, সেটি অর্জন করা দুরূহ। যদিও এখনো বিএনপি তোতা পাখির মতো বলেই যাচ্ছে, ভোট বর্জন করে আন্দোলনের সিদ্ধান্তই সঠিক ছিল।...

সেতু টোলপ্লাজায় ১৪ জন নিহতের ঘটনায় তদন্ত প্রতিবেদনের বিস্তারিত

দখিনের সময় ডেস্ক: ঝালকাঠিতে গাবখান সেতু টোলপ্লাজায় সিমেন্টবোঝাই ট্রাক-প্রাইভেটকার ও অটোরিকশার ত্রিমুখী সংঘর্ষে ১৪ জন নিহতের ঘটনায় তদন্ত প্রতিবেদন দাখিল করা হয়েছে। ঈদের পরে গত...

সেতু টোলপ্লাজায় ১৪ জন নিহত, তদন্ত প্রতিবেদনে অবকাঠামোগত ত্রুটি দূর করার ‍উপর গুরুত্বারোপ

দখিনের সময় ডেস্ক: ঝালকাঠিতে গাবখান সেতু টোলপ্লাজায় সিমেন্টবোঝাই ট্রাক-প্রাইভেটকার ও অটোরিকশার ত্রিমুখী সংঘর্ষে ১৪ জন নিহতের ঘটনায় তদন্ত প্রতিবেদন দাখিল করা হয়েছে। ঈদের পরে গত...

মুক্তি পেতে যাচ্ছেন হেফাজতের মামুনুল হক

দখিনের সময় ডেস্ক: মুক্তি পেতে যাচ্ছেন হেফাজতে ইসলামের বিলুপ্ত কেন্দ্রীয় কমিটির যুগ্ম-মহাসচিব এবং ঢাকা মহানগরীর সাধারণ সম্পাদক মাওলানা মামুনুল হক। তার বিরুদ্ধে চলমান মামলাগুলোর অন্তত...

Recent Comments