Home শীর্ষ খবর বরিশালের দপদপিয়া সেতুর ইজারা কাহন, সরকার হারাতে বসেছে অর্ধশত কোটি টাকা

বরিশালের দপদপিয়া সেতুর ইজারা কাহন, সরকার হারাতে বসেছে অর্ধশত কোটি টাকা

স্টাফ রিপোর্টার:
চার জেলাকে বরিশালের সাথে যুক্ত করে দিয়েছিল শহীদ আব্দুর রব সেরনিয়াবাদ (দপদপিয়া ) সেতু। সরকারের বড় অংকের রাজস্ব আদায়ের এটি একটি উল্লেখ্যযোগ্য সেতু। কিন্তু সরকারি রাজস্ব বাড়ানোকে গুরুত্ব না দিয়ে ইজারাদারের স্বার্থ বাস্তবায়নে ব্যস্ত বরিশাল সড়ক ও জনপথ বিভাগের সওজের নির্বাহী প্রকৌশলী মাসুদ মাহমুদ সুমন। উল্লেখ্য, দক্ষিনাঞ্চলের লাখ লাখ মানুষ প্রতিদিন এ সেতু দিয়ে পারাপার হয়ে থাকে।
সূত্রমতে, গোপনীয়তার সঙ্গে একটি প্রতিষ্ঠানকে ইজারা পাইয়ে দেওয়ার অভিযোগ এ নির্বাহী প্রকৌশলীর বিরুদ্ধে । অতি গোপনীয়তার সাথে বার বার শহীদ আব্দুর রব সেরনিয়াত (দপদপিয়া) সেতুর বর্তমান ইজারাদার ইজারা পেলে সরকার প্রকৃত রাজস্ব আয় থেকে বঞ্চিত হবে বলে জেলার সচেতন মানুষ মনে করছেন। সেতুটির টোল আদায়ের জন্য পুনঃরায় দরপত্র আহবানের জন্য লিখিত আকেদন করেছেন অর্নব ট্রেডিং লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক আহমেদ তৌফিকুর রহমান অর্নব।
সড়ক ও জনপথ অধিদপ্তরের বরিশালের নির্বাহী প্রকৌশলী কীর্তোনখোলা নদীর ওপর শহীদ আব্দুর রব সেরনিয়াবাত সেতু (দপদপিয়া সেতুর) তিন বছরের জন্য টোল আদায়ে ইজারা বিজ্ঞপ্তি প্রকাশ করেন ২০২৩ সালের ১৯ নভেম্বর। নির্বাহী প্রকৌশলী ১৯ নভেম্বর ২০২৩ তারিখে স্বাক্ষর করলেও ওয়েব সাইটে আপলোড করেন ২৩ নভেম্বর ২০২৩ ইংরেজী তারিখ। সেতুর ইজারা কোটেশন আহবান বিজ্ঞপ্তি নম্বর ০১ (ইজারা) বিআরডি/২০২৩-২০২৪। ইজারা কোটেশনের সিডিউল মূল্য ধরা হয় পাচঁ হাজার টাকা। ইজারা কোটেশন বিক্রয়ের শেষ তারিখ ধার্য্য করা হয় ১১ ডিসেম্বর ২০২৩ তারিখ। অথচ আগ্রহীরা কেউ সিডিউল ক্রয় করতে পারেনি। একে একে পাচঁবার ইজারা আহবান করলেও আগ্রহীরা জানতে পারেনি।
সওজ সূত্রে জানা গেছে, নির্বাহী প্রকৌশলী মাসুদ মাহমুদ সুমন সেতুর টোল আদায়ের জন্য একই বিজ্ঞপ্তির ৫ম আহ্বান হিসেবে চলতি বছরের ৪ মার্চ প্রকাশ করেন। এর আগে তিনি বিজ্ঞপ্তির দ্বিতীয় , তৃতীয় ও ৪র্থ ইজারা আহ্বান প্রকাশ করেন। প্রথম বিজ্ঞপ্তি ছাড়া তিনি ২য়,৩য় ,৪র্থ ও ৫ম বিজ্ঞপ্তি আহবান ওয়েব সাইটে প্রকাশ করেন নি।
শহীদ আব্দুর রব সেরনিয়াবাত সেতু (দপদপিয়া সেতুর) ইজারা অতিগোপনে (গুজ)প্রক্রিয়াতে করায় প্রতিযোগীতা হয়নি এমনটাই বলেছেন ইজারায় আগ্রহীরা। আগ্রহী প্রতিষ্ঠানগুলোর পক্ষ থেকে উম্মুক্ত ভাবে ইজারা আহবান জানালেও কর্নপাত করেননি নির্বাহী প্রকৌশলী মাসুদ মাহমুদ সুমন। একাধিক প্রতিষ্ঠানের পক্ষ থেকে কয়েক বছর যাবৎ দরপত্র আহ্বানের অনুরোধ জানালে সওজ কার্যালয় থেকে তাদের ভুল তথ্য সরবরাহ করা হয়। ফলে ইজারায় অংশ নিতে পারেনি আগ্রহীরা। সেতু ইজারার দরপত্র আহ্বান করলে আগ্রহী প্রতিষ্ঠান নির্বাহী প্রকৌশলীর কার্যালয়ে একাধিকবার যোগাযোগ করলেও নানা টালবাহানায় তাদের শিডিউল দেওয়া হয়নি বলে অভিযোগ পাওয়া গেছে।
বরিশাল সওজের নির্বাহী প্রকৌশলী, কতিপয় কর্মকর্তা ও কর্মচারী গোপনে বরিশাল সড়ক বিভাগের ম্যারাডোনা খ্যাত ঠিকাদারি প্রতিষ্ঠানকে ইজারা পাইয়ে দিতে তৎপর হয়ে ওঠে। প্রতিযোগীতা বিহীনভাবে শহীদ আব্দুর রব সেরনিয়াবাত সেতু (দপদপিয়া সেতুর) ইজারা পেতে যাচ্ছেন সড়কের সেই ম্যরাডোনা খ্যাত ঠিকাদারী প্রতিষ্ঠানটি। এ প্রতিষ্ঠানটি বর্তমানে সেতুটির ইজারাদার।
প্রতিযোগীতা না হওয়ায় ২০২১ সালের ইজারা মুল্যের সাথে শতকরা সাত ভাগ যোগ করে সিএস পাশ করানোর জন্য তৎপর হয়ে উঠেছে। সিএস পাশ হলে সেতুটি ইজারা পেতে ইজারাদারের আর কোন বাধাঁ থাকবেনা বলে সড়ক অফিস সুত্রে জানা গেছে। ২০২১ সালের ইজারা মুল্যের সাথে শতকরা সাত ভাগ যোগ হলেও সরকার রাজস্ব হারাবে প্রায় অর্ধ শত কোটি টাকা। কারন হিসেবে জানা গেছে, ২০২২ সালের ২৬ জুন স্বপ্নের পদ্মা সেতু চালুর পরই টোল আদায়ের হার বেড়ে গেছে দ্বিগুন। বর্তমানে গড়ে প্রতিদিন ৯ লাখ টাকা টোল আদায় হয়।সে হিসেবে তিন বছরে ইজারাদার আদায় করবে ৯৮ কোটি ৬৪ লাখ টাকা।
নাম প্রকাশে অনিচ্ছুক এক ঠিকাদার জানান, পছন্দের ইজারাদারকে ইজারা পাইয়ে দিতেই বিজ্ঞপ্তি প্রকাশে কাগজপত্রে ৫ম বার দেখানো হলেও কোনোবারই কাউকে জানানো হয়নি। নোটিস বোর্ডে টাঙানো হয়নি প্রকাশিত বিজ্ঞপ্তি। পূর্বের ঠিকাদারি প্রতিষ্ঠান ব্যতীত সংশ্লিষ্ট স্থানীয় কোনো ঠিকাদারি প্রতিষ্ঠান বা ব্যক্তিকেও বিষয়টি জানানো হয়নি। সুত্র জানায়, কোন পত্রিকায় কত তারিখে বিজ্ঞপ্তিটি প্রকাশ করা হয়েছে কর্তৃপক্ষ তাও বলেনি। সুত্রটি বরিশাল সওজের অনিয়ম-দুর্নীতি বন্ধে দুদকের হস্তক্ষেপ দাবি করেন।
বরিশাল সড়কের এক প্রকৌশলী জানান, টেন্ডার প্রক্রিয়াধীন। সরকারি নিয়মে অতিদ্রুত আমরা ঠিকাদারি প্রতিষ্ঠানের কাছে সেতু বুঝিয়ে দেব।সিএস পাশ হলেই। এ ব্যাপারে বরিশাল সওজের নির্বাহী প্রকৌশলী মাসুদ মাহমুদ সুমনের মোবাইলে একাধিকবার কল করা হলেও তিনি রিসিভ করেন নি। অফিসে সরাসরি গেলেও তিনি দেখা করতে রাজী হননি।
উল্লেখ্য, মাসুদ হাসান সুমন (পরিচিতি নং ৬০২১৬৫) বরিশাল সড়ক বিভাগে ২০২১ সালের জানুয়ারী মাসে যোগদান করেন। মাসুদ মাহমুদ সুমনকে ২০২১ সালের ২ ফেব্রুয়ারী উপ -বিভাগীয় প্রকৌশলী (সিভিল) পদ থেকে নির্বাহী প্রকৌশলী পদে পদোন্নতি প্রদান করা হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

রয়্যাল এনফিল্ডের বৈদ্যুতিক বাইক আসছে

দখিনের সময় ডেস্ক: বৈদ্যুতিক বাইকের বাজারে ইতোমধ্যেই পা রেখেছে রিভল্ট এবং ওলা। ওলার বাইক বাজারে না এলেও আকর্ষণীয় ডিজাইনের সঙ্গে কম জ্বালানি খরচ নজর কেড়েছে...

দুধের বিকল্প হিসেবে যা খেতে পারেন

দখিনের সময় ডেস্ক: উদ্ভিদ-ভিত্তিক দুধ বর্তমানে জনপ্রিয় হতে শুরু করেছে। এটি বাদাম, ওট, নারিকেল বা মটরশুঁটি যাই হোক না কেন, দুধের এই বিকল্পগুলো স্বাস্থ্যকর ডায়েট...

খালেদা জিয়ার সঙ্গে বৈষম্যবিরোধী আন্দোলনের ছাত্র নেতাদের সাক্ষাৎ

দখিনের সময় ডেস্ক: বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে কুশল বিনিময় করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাদের। বৃহস্পতিবার (২১ নভেম্বর) সশস্ত্র বাহিনীর দিবস উপলক্ষ্যে সেনাকুঞ্জে আয়োজিত অনুষ্ঠান...

স্কলারশিপ-এ পাকিস্তানে পড়ার সুযোগ ১০০ বাংলাদেশি, প্রধানমন্ত্রীর অনুমোদন

দখিনের সময় ডেস্ক: বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য স্কলারশিপের অনুমোদন দিয়েছে পাকিস্তান। দেশটির প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ স্কলারশিপে ১০০ বাংলাদেশিকে পাকিস্তানে পড়ার সুযোগ দেওয়ার বিষয়টির অনুমোদন দিয়েছেন। সংবাদমাধ্যম...

Recent Comments