Home শীর্ষ খবর বরিশালে ডাক্তারের অবহেলায় রোগীর মৃত্যুর অভিযোগ, চুপ মেট্রোপলিটন হাসপাতাল

বরিশালে ডাক্তারের অবহেলায় রোগীর মৃত্যুর অভিযোগ, চুপ মেট্রোপলিটন হাসপাতাল

মামুনুর রশীদ নোমানী, অতিথি প্রতিবেদক:
ডাক্তারের ভুল অপারেশন ও অবহেলায় রোগীর মৃত্যুর অভিযোগ উঠেছে। মঙ্গলবার(৩০ ‍এপ্রিল) বরিশালের কালিবাড়ি রোডস্থ বরিশাল মেট্রোপলিটন হাসপাতালে অপারেশনে মারা যাওয়া নারীর পরিবারের অভিযোগ, কর্তব্যরত চিকিৎসকের অবহেলায় সুমাইয়া নামে ওই প্রসূতির মুত্যু হয়েছে। রোগীর মৃত্যর আগে নরমাল ডেলিভারির মাধ্যমে একটি মৃত শিশু প্রসব করে ওই প্রসূতির।
এদিকে বরিশাল মেট্রোপলিটন হাসপাতাল কর্তৃপক্ষ বলছে, বিষয়টি তদন্ত করে দেখা হবে। শিঘ্রই তিন সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করবো। কর্তব্যরত চিকিৎসক ডাঃ খালিদ মাহমুদ জানান, রোগী সুমাইয়া আমার অধিনে ২৯ এপ্রিল বিকেল পাচঁটার দিকে ভর্তি হয়।রাতে নরমাল ডেলিভারীর মাধ্যমে একটি মৃত বাচ্চা প্রসব করে।এর পরেই রোগীর শ্বাষ কস্ট বেড়ে যাওয়া এবং অক্সিজেনের সেচুরেশন কমে যাওয়ার কারনে শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালের আইসিউতে প্রেরন করা হয়।ডাঃ খালিদ মাহমুদ বলেন, রোগী সুমাইয়ার অপারেশনের সময় আমার সাথে গাইনী বিশেষজ্ঞ ডাঃ মুন্সি মুবিনুল হক ও এ্যানেসথেসিয়ার জাহিদ ছিলো।তবে ডাঃ মুন্সি মুবিনুল হক বলেন,আমার শশুর বাড়ীর দিকের লোক তাই দেখতে গেছিলাম।
এদিকে, মারা যাওয়া নারীর স্বামী আব্দুল্লাহ আল আমান জানিয়েছেন, বিষয়টি নিয়ে তারা প্রথমে ৯৯৯ এ কল দিয়ে পুলিশকে অবহিত করেছি।আমরা স্বাস্থ্য মন্ত্রণালয় এবং বিএমডিসিতে আনুষ্ঠানিক অভিযোগ দিবো। বরিশাল মেট্রোপলিটন হাসপাতালে চিকিৎসক এবং হাসপাতালের ভুলে ও অবহেলায়  অপচিকিৎসার অভিযোগ নতুন নয়। এর মধ্যে খৎনা করাতে গিয়ে একটি শিশুর দু দুবার অপারেশন করা হয়।
মঙ্গলবার(৩০ ‍এপ্রিল) সুমাইয়ার মরদেহ দাফন করা হয় বরিশাল সদর উপজেলার চরমোনাইতে। সুমাইয়ার স্বামী জনাব আমান বলেছেন, আমার স্ত্রীকে সুস্থ্য সবল ও হাসিখুশি অবস্থায় বরিশাল সদরের কালিবাড়ি রোডস্থ বরিশাল মেট্রোপলিটন হাসপাতালে ভর্তি করাই। নরমাল ডেলিভারির মাধ্যমে একটি মৃত সন্তানের জন্ম হয়। কিন্তু ডেলিভারির পরে অপারেশনের জন্য অপারেশন থিয়েটারে নেয়ার পরেই আমার স্ত্রীর শারীরিক অবস্থার অবনতি ঘটে। টানা অতিরিক্ত রক্তক্ষরণ এবং রক্তচাপ কমতে থাকে।এক পর্যায় প্রথমে ডাঃ মুন্সি মুবিনুল হক তার পরে ডাঃ খালিদ মাহমুদ আমাদের কিছু না বলে হাসপাতাল থেকে পালিয়ে যায়। ঐ দুই ডাক্তাররা নার্সদের বলেছে রোগী নিয়ে স্বজনরা শেরেবাংলায় চলে যায় যেন।
জনাব আমান বলেন, নার্সরা আমাদেরকে বলে যে পেটের ভিতর সমস্যার কারণে ব্লিডিং হচ্ছে। এক্ষুণি শেরেবাংলায় সিসিউতে নিয়ে যান, রোগী বাচাঁতে হলে।ওখানে নিলে পেশেন্ট বাঁচবে। নয়তো বাঁচানো খুব টাফ। আমি বলি যে ঠিক আছে, কিন্তু আমার পেশেন্টকে বাঁচান।এরপর গভীর রাতে রোগীকে শেরেবাংলায় আইসিইউতে নিয়ে যাওয়া হয়। মঙ্গলবার সকাল ৬টার দিকে রোগী সুমাইয়া মৃত্যুর কোলে ঢেলে পরেন।
অপরেশনে থাকা মুন্সি মুবিনুল হক জানান যে, রোগীর হার্ট অ্যাটাক হয়েছে।একই কথা বলেছেন ডাঃ খালিদ মাহমুদও। তিনি বলেন ,রোগীর সেচুরেশন ওঠানামা করে এবং শেষ পর্যন্ত ভেন্টিলেটরে দেয়া হয়েছিল। জনাব আমান বলেন,শেরেবাংলার আইসিইউ ইনচার্জ এসে বলে যে আপনাদের যদি দেখার ইচ্ছা হয়, দেখতে পারেন। গিয়ে দেখি কৃত্রিম শ্বাসপ্রশ্বাস নিচ্ছে। তখন বুঝে গেছি, যা হওয়ার হয়ে গেছে।
মেটোপলিটন হাসপাতাল কী বলছে?
বরিশাল মেট্রোপলিটন হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক আবুল হাসান বলেছে, বিষয়টি তদন্তে একটি কমিটি গঠন করা হবে।তিনি বলেন,আমরা বিশেষজ্ঞদের সমন্বয়ে তিন সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি করবো। তাদের তদন্তের রিপোর্টের মাধ্যমে আমরা জানতে পারবো যে প্রকৃত ঘটনা কী। রিপোর্ট পেলে আমরা সঠিক ব্যবস্থা নিতে পারবো।“ভুল চিকিৎসা নাকি, চিকিৎসায় অবহেলা, সেটা তদন্ত রিপোর্টের মাধ্যমে জানা যাবে,” তিনি বলেন।
এদিকে, অভিযোগের ব্যাপারে ডাঃ খালিদ মাহমুদ বলেন,রোগীর মৃত বাচ্চা জন্মের পরে আমরা আল্ট্রাসনোগ্রাম করাই। তাতে দেখতে পাই পেটে ব্লাড রয়েছে।এ জন্য দ্রুত ডাঃ মুন্সি মুবিনুল হক ও অবসের জাহিদকে নিয়ে রোগীকে অপারেশন করাই। অপারেশনের পরে রোগীর অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য শেরেবাংলার আইসিউতে পাঠাই। এ ব্যাপারে বরিশালের সিভিল সার্জন ডাঃ মারিয়া হাসান বলেন,এখন পর্যন্ত কোন অভিযোগ পাইনি।লিখিত অভিযোগ পেলে বিধি অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে।
প্রসঙ্গগত, ডাঃ খালিদ মাহমুদ বরিশাল জেনারেল (সদর) হাসপাতালে এবং ডাঃ মুন্সি মুবিনুল হক বরিশাল সিভিল সার্জন কার্যালয়ে আবাসিক মেডিকেল সার্জন হিসেবে কর্মরত রয়েছেন। এ দু’জন ডাক্তার বাইরে দালাল প্র্যাক্টিসে জড়িত।তারা দালালদের মাধ্যমে রোগী সংগ্রহ করে বিভিন্ন ক্লিনিকে রোগী দেখেন এবং রোগীদের অপারেশন করান।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

স্মার্টফোনে ইন্টারনেট চলে যাচ্ছে? জেনে নিন গতি বাড়ানোর কৌশল!

দখিনের সময় ডেস্ক: অনেকেই মোবাইলে ইন্টারনেট ব্যবহার করার সময় হঠাৎ করেই দেখেন, নেটওয়ার্ক চলে গেছে। আশেপাশের অন্যরা নির্বিঘ্নে ইন্টারনেট ব্যবহার করতে পারলেও আপনার ফোনেই সমস্যা...

প্রতিদিন ৩-৪ লিটার পানি পান করলে কী হয়?

দখিনের সময় ডেস্ক: ওজন কমানো একটি চ্যালেঞ্জিং কাজ হতে পারে। কঠোর ডায়েট অনুসরণ করা, খাবারের প্রতি লোভ নিয়ন্ত্রণ করা, প্রতিদিন জিমে যাওয়া, কঠোর ওয়ার্কআউট করা...

ডিভোর্সের দুদিন পরই সুখবর দিলেন এ আর রহমান

দখিনের সময় ডেস্ক: নিন্দুকরা মনে করছে বাংলার মেয়ে গিটার বাদক মোহিনী দে-র জন্যই হয়ত সায়রাকে ছেড়েছেন ভারতের অস্কারজয়ী সংগীতশিল্পী ও সুরকার এ আর রহমানের। তবে...

যৌন পর্যটনের নতুন কেন্দ্র টোকিও, সেক্স ইন্ডাস্ট্রির জড়িত কিছু চক্র

দখিনের সময় ডেস্ক: যখন স্বর্ণযুগ ছিল, শহরটি অর্থনীতিতে ব্যাপক উন্নতি দেখেছে। এটি এখনো বিশ্বের অন্যতম বাসযোগ্য শহর হিসেবে নিজের অবস্থান ধরে রেখেছে। তবে আশঙ্কার বিষয়...

Recent Comments