Home শীর্ষ খবর শের-ই-বাংলা মেডিকেল রোগী থাকে টয়লেটের সামনে বিছানায়, পরিচালকের স্বার্থে ব্যাংকের জন্য দুটি...

শের-ই-বাংলা মেডিকেল রোগী থাকে টয়লেটের সামনে বিছানায়, পরিচালকের স্বার্থে ব্যাংকের জন্য দুটি রুম

দখিনের সময় ডেস্ক:
রোগীর চাপ সামলাতে ২০২২ সালের ১১ ডিসেম্বর নির্মাণাধীন নতুন ভবনে মেডিসিন ইউনিট স্থানান্তর করা হয়। ওই ভবনেও মেঝে, বারান্দা ও টয়লেটের সামনে বিছানা পেতে চিকিৎসা নেয় রোগীরা। এরপরও পাঁচতলার এই ভবনের নীচ তলায় বড় বড় দুটি রুমে মেঘনা ব্যাংককে শাখা হিসেবে ভাড়া দেওয়া হয়েছে।
খোঁজ নিয়ে জানা গেছে, হাসপাতালটির বর্তমান পরিচালক ডা. এইচএম সাইফুল ইসলামের ছোট ভাই মনির হোসেন মেঘনা ব্যাংকের কর্মকর্তা। তার চাকরি স্থায়ী করন ও ম্যানেজার পদে পদোন্নতির জন্য মেঘনা ব্যাংক কর্তৃপক্ষের চাহিদার প্রেক্ষিতে হাসপাতালে শাখা খোলার অনুমতি দেন পরিচালক এইচএম সাইফুল ইসলাম। শাখা চালু হওয়ার পরে মনির হোসেন এই শাখায় যোগ দিলেও সমালোচনার মুখে ব্যাংক কর্তৃপক্ষ তাকে অন্য শাখায় বদলি করে নেন।
২০ হাজার টাকা মাসিক ভাড়ায় মেঘনা ব্যাংকের একটি শাখা স্থাপন করা হয়েছে। এ ব্যাংকে হাসপাতালের কর্মকর্তা, কর্মচারী, চিকিৎসকদের বেতনও আসে না। হাসপাতালের সকল চিকিৎসক ও কর্মকর্তা-কর্মচারীর বেতন সোনালী ব্যাংক শহীদ মিনার শাখার মাধ্যমে আসে।  তাহলে কি প্রয়োজনে তুলনামূলক নতুন ব্যাংকের শাখা বসানো হয়েছে— এ প্রশ্ন সবার মাঝে। সম্প্রতি আউটসোর্সিংয়ে নিযুক্ত লোকবলের সম্মানী মেঘনা ব্যাংকের এই শাখায় আনা হচ্ছে।
বরিশাল বিভাগ ও আশপাশের রোগীদের উন্নত চিকিৎসার একমাত্র ভরসাস্থল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল। ১০০০ শয্যার এই হাসপাতালে চিকিৎসক, নার্স, কর্মকর্তা-কর্মচারীর সংকটের পাশাপাশি স্থান সংকট তীব্র। বহির্বিভাগে প্রতিদিন ১ হাজার ৮০০ থেকে ২ হাজার রোগী চিকিৎসা নেন। জরুরি বিভাগে ৫৫০ থেকে ৬০০ রোগী চিকিৎসা নেন। এর বেশিরভাগই আবার ভর্তি হন দিনে। ফলে এক হাজার শয্যার হাসপাতাল হলেও দুই থেকে আড়াই হাজার রোগী হাসপাতালে ভর্তি থাকেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

রাজনীতিতে রনো ভাইরা আর নেই

রিকশায় না এসে প্রাইভেট কারে আসা এবং ধানমন্ডির ফ্ল্যাটে থাকার বিষয়ে রনো ভাইয়ের লজ্জিত হওয়ার বিষয়টি আমাকে বহু বছর ধরে বহুবার আন্দোলিত করেছে। ধরাধাম...

যা অছে ইইউ ট্যাক্স অবজারভেটরির রিপোর্টে

দখিনের সময় ডেস্ক: ইইউ ট্যাক্স অবজারভেটরির রিপোর্টের তথ্য অনুযায়ী ২০২২ সালে দুবাই শহরে সাড়ে বাইশ কোটি ডলারের সম্পদ কিনেছেন ৩৯৪ জন। তবে আরও বিভিন্ন তথ্যাদি...

পুলিশের খপ্পরে মৌ চাষির ট্রাক, মরেছে পাঁচ লাখ টাকার মৌমাছি

দখিনের সময় ডেস্ক: দিনাজপুর থেকে ট্রাকে করে ২৫১ বাক্স মৌমাছি নিয়ে রাজবাড়ীতে আসছিলেন মৌচাষি মো. খলিফর রহমান। পথে রাজবাড়ী সদর উপজেলার আলীপুর ইউনিয়নের মনসার বটতলা...

বরিশালে অচিরেই আন্তর্জাতিক ক্রিকেট আসর বসবে

দখিনের সময় ডেস্ক: বরিশাল শহীদ আবদুর রব সেরনিয়াবাত স্টেডিয়ামের চলমান উন্নয়ন কার্যক্রম শেষ হলে অচিরেই আন্তর্জাতিক ক্রিকেট আসর বসবে। এ কথা জানিয়েছেন পানিসম্পদ প্রতিমন্ত্রী জাহিদ...

Recent Comments