Home শীর্ষ খবর সাবেক প্রবাসীকল্যাণ মন্ত্রীর ৪ ছেলের দেশত্যাগে নিষেধাজ্ঞা

সাবেক প্রবাসীকল্যাণ মন্ত্রীর ৪ ছেলের দেশত্যাগে নিষেধাজ্ঞা

দখিনের সময় ডেস্ক:
প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সাবেক মন্ত্রী নুরুল ইসলাম বিএসসির চার ছেলের দেশত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত। তারা হলেন– মুজিবুর রহমান, জাহিদুল ইসলাম, কামরুল ইসলাম ও ওয়াহিদুল ইসলাম। রবিবার (১২ মে) চট্টগ্রামের অর্থঋণ আদালতের বিচারক মুজাহিদুর রহমান এই আদেশ দেন। আদালতের বেঞ্চ সহকারী রেজাউল করিম জানান, ৩০ কোটি টাকা খেলাপি ঋণের মামলায় উত্তরা ব্যাংকের করা আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত সাবেক মন্ত্রীর চার ছেলের দেশত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছেন।
নুরুল ইসলাম ২০০৮ সালে চট্টগ্রাম-৮ আসনের সংসদ সদস্য নির্বাচিত হন। তিনি ২০১৫ সালের ১৪ জুলাই থেকে ২০১৮ সালের ৬ নভেম্বর পর্যন্ত প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের টেকনোক্রেট মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন। নুরুল ইসলামের ছেলে মুজিবুর রহমান সানোয়ারা ডেইরি ফুডস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক। অন্য তিন ছেলে একই প্রতিষ্ঠানের পরিচালক। তারা সানোয়ারা ডেইরি ফুডসের নামে উত্তরা ব্যাংক থেকে ৩০ কোটি টাকা ঋণ নেয়। তবে তার বিপরীতে ব্যাংকে কোনো সম্পত্তি বন্ধক নেই। নিজেদের ব্যক্তিগত নিশ্চয়তা ও ট্রাস্ট রিসিটের ভিত্তিতে এই ঋণ মঞ্জুর করেছিল ব্যাংক।
সূত্র বলছে, এক সময়কার দেশের শীর্ষস্থানীয় ভোগ্যপণ্য আমদানিকারক প্রতিষ্ঠান ছিল নুরুল ইসলাম বিএসসির মালিকানাধীন চট্টগ্রামের সানোয়ারা গ্রুপ। এদের দুই প্রতিষ্ঠানকে বিশ্বাস করে জামানত ছাড়াই ৩৭ কোটি টাকার ঋণ দেয় উত্তরা ব্যাংক। ঋণ দেওয়ার ১৪ বছর পরও কোনো অর্থ পরিশোধ করেনি প্রতিষ্ঠান দুটি। খেলাপি ঋণ আদায়ে উত্তরা ব্যাংক পরে মামলা করে। কেন্দ্রীয় ব্যাংকের তথ্য অনুযায়ী, ২০০৮ সালের ৩ মার্চ সানোয়ারা ডেইরি ফুডস ও ইউনিল্যাক সানোয়ারা বিডি লিমিটেডকে ২০ কোটি টাকার এলসি ঋণসীমা ও ১৫ কোটি টাকার বিশ্বাসের ঋণ (এলটিআর-লোন এগেইনস্ট ট্রাস্ট রিসিট) এবং দুই কোটি টাকার ব্যাংক গ্যারান্টি ঋণ সুবিধা প্রদান করে উত্তরা ব্যাংকের চট্টগ্রামের আগ্রাবাদ শাখা। ওই ঋণের বিপরীতে আদায় না থাকায় ২০১৫ সালের ১১ জুন ঋণটি খেলাপিযোগ্য হয়ে পড়ে। এই ঋণের ক্ষেত্রে সানোয়ারা গ্রুপকে উত্তরা ব্যাংক অবৈধ সুবিধা দিয়েছে বলে মনে করছে বাংলাদেশ ব্যাংক, যা আর্থিক খাতের সুশাসনের পরিপন্থি।
বাংলাদেশ ব্যাংক কর্তৃক গত ১২ মার্চ জারি করা সার্কুলারে ইচ্ছাকৃত ঋণখেলাপিদের বিদেশ ভ্রমণে নিষেধাজ্ঞাসহ কিছু নাগরিক অধিকার থেকে বঞ্চিত করার কথা বলা হয়েছে। এর আগে ২০১৬ সালের নভেম্বরে মেয়াদোত্তীর্ণ উপাদান দিয়ে আইসক্রিম তৈরির অপরাধে ‘সানোয়ারা ড্রিংকস অ্যান্ড বেভারেজ ইন্ডাস্ট্রিজকে’ ১০ লাখ টাকা জরিমানা করে র‌্যাবের ভ্রাম্যমাণ আদালত। নগরীর চান্দগাঁও এলাকায় সানোয়ারা ড্রিংকসের কারখানায় এ অভিযান চালায় বাহিনীটি। তখন এক সংবাদ বিজ্ঞপ্তিতে র‌্যাব দাবি করে, দেশের স্বনামধন্য প্রতিষ্ঠান সানোয়ারা গ্রুপ দীর্ঘদিন ধরে মেয়াদোত্তীর্ণ উপাদান দিয়ে আইসক্রিম উৎপাদন ও বাজারজাত করে আসছিল। অভিযানে প্রতিষ্ঠানটি থেকে আইসক্রিম তৈরির জন্য রাখা মেয়াদোত্তীর্ণ ১৪৫ কেজি স্ট্রবেরি ট্রপিং, এক কার্টন ড্রার্ক কম্পাউন্ড চকলেট ও ২০ কেজি হানি রিটেল জব্দ করে ধ্বংস করা হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

নিজের চেয়ার ঠিক রাখতেই ব্যস্ত পুলিশ কর্মকর্তারা

দখিনের সময় ডেস্ক: জুলাই ২৪-এর আন্দোলনে গণহত্যার জন্য একক বাহিনী হিসেবে পুলিশকে দায়ী করা হয়। মানুষের ক্ষোভের আগুনে পুড়েছে বাহিনীটির শতশত থানা, যানবাহন। জীবন গেছে...

সংস্কারের আগে নির্বাচন করলে কখনোই সংস্কার হবে না: তোফায়েল

দখিনের সময় ডেস্ক: সংস্কারের আগে নির্বাচন করলে আর কখনোই সংস্কার হবে না। জ্যেষ্ঠ সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় এ মন্তব্য করেছেন স্থানীয় সরকার সংস্কার কমিশন সদস্য...

না ভোট ফিরিয়ে আনার সুপারিশ সংস্কার কমিশনের

দখিনের সময় ডেস্ক: সরাসরি রাষ্ট্রপতির নির্বাচন, বিনা প্রতিদ্বন্দ্বিতায় কোনো প্রার্থী নির্বাচিত না হওয়া, না ভোট ফিরিয়ে আনা ও অর্থের উৎসের স্বচ্ছতা নিশ্চিতসহ বেশ কয়েকটি সুপারিশ...

সুযোগ পেলে গলা চেপে ধরবে আ.লীগ: রিজভী

দখিনের সময় ডেস্ক: গণহত্যার জন্য বর্তমানে আওয়ামী লীগ ক্ষমা চাওয়ার কথা বললেও, সুযোগ পেলে আবারও তারা মানুষের গলা চেপে ধরবে। এমনটাই মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র...

Recent Comments