Home লাইফস্টাইল রান্নাঘরে তেলাপোকা? জেনে নিন দূর করার সহজ উপায়

রান্নাঘরে তেলাপোকা? জেনে নিন দূর করার সহজ উপায়

দখিনের সময় ডেস্ক:
সকালে রান্নাঘরে ঢুকলেন এককাপ কফি খাবেন বলে, কিন্তু তেলাপোকা দেখে এক দৌড়ে চলে এলেন খালি মগটি হাতে নিয়েই। চিত্রটি চেনা লাগছে না? এমন চিত্র কেবল আপনার ঘরেই নয়, বরং অনেকেরই। তেলাপোকা যে দেখতে বিরক্তিকর তা-ই নয়, বরং এটি রোগ-জীবাণুও ছড়ায় অনেক। তেলাপোকার মাধ্যমে ছড়ানো জীবাণুর ফলে বিভিন্ন অসুখে আক্রান্ত হওয়ার ভয় থাকে। আবার এই পোকা সহজে দূরও করা যায় না। তাহলে কী করবেন? চলুন জেনে নেওয়া যাক-
১. রান্নাঘর পরিষ্কার এবং শুকনো রাখুন: তেলাপোকা অন্যান্য পোকামাকড়ের মতো খাবার এবং আর্দ্রতার প্রতি আকৃষ্ট হয়। সুতরাং যদি আপনার রান্নাঘর পরিষ্কার এবং শুষ্ক না হয়, তাহলে তা তেলাপোকার আবাসস্থল হয়ে উঠবে। তাই আপনার রান্নাঘর নিয়মিত পরিষ্কার করতে ভুলবেন না। কাউন্টারটপ, স্টোভটপ এবং অন্যান্য স্থান প্রতিদিন মুছে ফেলুন যাতে কোনো খাবারের টুকরো এবং ময়লা থেকে না যায়। পরিষ্কার করা ছাড়াও সমস্ত স্যাঁতসেঁতে জায়গা শুকিয়ে নিন। সিঙ্ক এবং পাইপের যেকোনো ফুটো ঠিক করুন। সিঙ্ক এবং কাউন্টারটপের চারপাশের জায়গাটি শুকনো রাখুন।
২. খাবার সঠিকভাবে সংরক্ষণ করুন: আপনার রান্নাঘরে তেলাপোকার প্রবেশ বন্ধ করার জন্য খাবার সঠিকভাবে সংরক্ষণ করা গুরুত্বপূর্ণ। মনে রাখবেন, তেলাপোকা সহজেই খাবার শনাক্ত করতে পারে এবং অসংরক্ষিত খাবারে প্রবেশ করতে পারে। তাই শস্য এবং ময়দার মতো শুকনো পণ্যের জন্য এয়ার-টাইট পাত্র ব্যবহার করতে ভুলবেন না। ফল, শাক-সবজি এবং পচনশীল জিনিস কাউন্টারটপে রাখবেন না, সেগুলো ফ্রিজে রাখুন। ময়লার ঝুড়ি হলো আরেকটি জায়গা যা তেলাপোকাকে আকর্ষণ করতে পারে তাই নিয়মিত আবর্জনা ফেলার বিষয়টি নিশ্চিত করুন।
৩. এন্ট্রি পয়েন্ট সীলমোহর: আপনার রান্নাঘরে কি কোনো ছোট খোলা জায়গা বা গর্ত আছে? তাহলে তেলাপোকা সেখান থেকেই চলে আসতে পারে। তেলাপোকা দূরে রাখার একটি সহজ উপায় হলো প্রবেশের পয়েন্টগুলো সিল করা। দেয়াল, মেঝে এবং ক্যাবিনেটের চারপাশে ফাটল বা ফাঁকা আছে কি না তা খুঁজে বের করুন। কীটপতঙ্গ প্রতিরোধক ব্যবহার করুন এবং তারপরে এই খোলা জায়গাগুলো বন্ধ করুন।
৪. রান্নাঘর গুছিয়ে রাখুন: আপনার রান্নাঘর যদি এলোমেলো থাকে তাহলে তেলাপোকা সেখানে লুকিয়ে থাকার জায়গা খুঁজে পেতে পারে। এর ফলে তেলাপোকার আশ্রয়স্থল খুঁজে পাওয়া এবং এই পোকাকে তাড়ানো কঠিন হতে পারে। তাই আপনার রান্নাঘরকে পরিষ্কার করুন এবং সুন্দরভাবে গুছিয়ে রাখুন। অপ্রয়োজনীয় জিনিস বাদ দিয়ে কেবল প্রয়োজনীয় জিনিস সংরক্ষণ করুন।
৫. প্রাকৃতিক প্রতিরোধক ব্যবহার করুন: কীটপতঙ্গ নিরোধকের তীব্র গন্ধ থাকতে পারে যা আপনার রান্নাঘরে প্রয়োগ করলে দীর্ঘ সময় থেকে যেতে পারে। এই রাসায়নিক পচনশীল পদার্থের সংস্পর্শে এলে আমাদের স্বাস্থ্যের ক্ষতি করতে পারে। তাই এর পরিবর্তে প্রাকৃতিক প্রতিরোধক ব্যবহার করুন। ক্যাবিনেট এবং প্যান্ট্রির তাকগুলোতে তেজপাতা রাখুন। যেহেতু তেজপাতার একটি শক্তিশালী ঘ্রাণ রয়েছে, তাই এটি তেলাপোকাকে দূরে রাখবে। এছাড়া টি ট্রি অয়েল, পিপারমিন্ট ইত্যাদি পানির সঙ্গে মিশিয়ে স্প্রে তৈরি করুন। এই মিশ্রণটি তেলাপোকার সম্ভব্য স্থান এবং এন্ট্রি পয়েন্টে স্প্রে করুন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

সাবেক ছাত্রলীগ নেতাকে হত্যা: ৮ শিক্ষার্থী বহিষ্কার

দখিনের সময় ডেস্ক: জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী ও ছাত্রলীগ নেতা শামীম মোল্লাকে পিটিয়ে হত্যা করার ঘটনায় অভিযুক্ত বিশ্ববিদ্যালয়ের আটজন শিক্ষার্থীকে সাময়িক বহিষ্কার করেছে কর্তৃপক্ষ। সাময়িক...

বাউফলে শিক্ষার্থীদের সড়ক অবরোধ

বাউফল প্রতিনিধিঃ পটুয়াখালীর বাউফলে কালাইয়া-বাউফল ও বরিশাল সড়ক অবরোধ করেছেন কয়েকশ বিক্ষুব্ধ শিক্ষার্থী। আজ বৃহস্পতিবার বেলা ১১ টা থেকে দুপুর ১ পর্যন্ত দুই ঘন্টা দাশপাড়া...

বরিশালে জলাবদ্ধতা নিরসনে খাল পরিষ্কার অভিযান শুরু

দখিনের সময় ডেস্ক: ‘ধান, নদী, খাল- এই তিনে বরিশাল’ জেলা ব্র্যান্ডিংয়ের স্লোগানকে সামনে রেখে খাল পরিষ্কার অভিযানে শুরু করেছে জেলা প্রশাসন। এই কর্মসূচিতে অংশগ্রহণ করেছেন...

ঢাবিতে যুবককে পিটিয়ে হত্যা, ছাত্রলীগ নেতাসহ আটক ৩

দখিনের সময় ডেস্ক: ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ফজলুল হক মুসলিম হলে চোর সন্দেহে এক যুবককে হত্যার ঘটনায় তিনজন শিক্ষার্থীকে আটক করেছে শাহবাগ থানা পুলিশ। আটক শিক্ষার্থীরা হলেন,...

Recent Comments