Home শীর্ষ খবর ক্ষমতাবান কর্তাদের দুর্নীতির তথ্য জানা যায় না যে কারণে

ক্ষমতাবান কর্তাদের দুর্নীতির তথ্য জানা যায় না যে কারণে

দখিনের সময় ডেস্ক:
সাবেক আইজিপি বেনজির আহমেদের বিরু্ধে অবসরের পর দুর্নীতির নানা অভিযোগ উঠলেও দায়িত্বরত অবস্থায় এর কিছুই সামনে আসেনি। গণমাধ্যমে সাবেক পুলিশ প্রধান বেনজীর আহমেদের দুর্নীতির মাধ্যমে সম্পদ অর্জনের বিষয়টি সামনে আসার পর দুদককে বেশ তৎপরতা দেখা যাচ্ছে। বাংলাদেশে দুর্নীতি দমনে স্বাধীন প্রতিষ্ঠান হিসেবে দুর্নীতি দমন কমিশন বা দুদক গঠন করা হলেও দুর্নীতি রোধে তা কতখানি কার্যকর সেটি এখন নানা আলোচনা চলছে। খবরসূত্র: বিবিসি।
প্রশ্ন উঠেছে, ক্ষমতাশালী বা সরকারের গুরুত্বপূর্ণ পদে যারা থাকেন তাদের বিরুদ্ধে দুদকের তেমন তৎপরতা কেন দেখা যায় না? বিশ্লেষকরা বলছেন, এ ধরনের ব্যক্তিরা যখন দুর্নীতি করেন, তখন অনেকেই সরকারের প্রশ্রয়ে দুর্নীতি ও অপরাধ কর্মকাণ্ড করে থাকে বলেই দুদক এর বিরুদ্ধে ব্যবস্থা নিতে খুব একটা সাহস পায় না। দুর্নীতি বিরোধী আন্তর্জাতিক সংস্থা-টিআইবির নির্বাহী পরিচালক, ড. ইফতেখারুজ্জামান, “তখন দুদকের মতো প্রতিষ্ঠান চাইলেও সেদিকে হাত দিতে পারতো না। কারণ তখন সেখানে হাত দিলে হাতই পুড়ে যেতো।” দুদকের মামলার আসামিদের সিংহভাগই মধ্যম ও নিম্নসারির কর্তকর্তা-কর্মচারী
তবে বিশ্লেষকদের এই বক্তব্য মানতে নারাজ দুর্নীতি দমন কমিশন। দুদক আইনজীবী খুরশীদ আলম খান বলেন, “কেউ দুদকে অভিযোগ না করলে কিংবা গণমাধ্যমে খবর না আসলে আমাদের পক্ষে জানা সম্ভব হয় না কে কোন পদে থেকে দুর্নীতি করছেন। যে কারণে আমরা উদ্যোগও নিতে পারি না”।
দুর্নীতি দমনে গত এক দশকে সারা বাংলাদেশে জনবল বেড়েছে। সেই সাথে যে আইন রয়েছে সেটিও যথেষ্ট বলে মনে করেন দুদকের সাবেক কর্মকর্তারা। তাদের মতে, স্বাধীন প্রতিষ্ঠান হলেও সরকারের ইচ্ছার বাইরে দুদক কিছু করতে পারে না। যে কারণে ক্ষমতা বা পদে থাকা অবস্থায় কেউ দুর্নীতি করলেও তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়া সম্ভব হয় না।
দুদকের সাবেক মহাপরিচালক মাঈদুল ইসলাম বলেন, “ব্যক্তি পরিচয় বাদ দিয়ে সরকার এমন কোন বার্তা দেয় নি যে দুর্নীতিবাজ কেউ তাদের লোক না। সে কারণে দুদকও কোন ধরনের কোন ব্যবস্থা নেয় নি”। সাবেক পুলিশ প্রধানের বিরুদ্ধে দুদকের এই তৎপরতা হঠাৎ করে নিজ উদ্যোগে নেয়া হয়নি। একটি গণমাধ্যমে খবরের পর বিষয়টি নিয়ে অনুসন্ধান করে। উচ্চ আদালতেরও এ নিয়ে নির্দেশনা দিয়েছিল।

গণমাধ্যম বলার সাহস পান না,

দুদকও সাহস করে না ব্যবস্থা নেয়ার

এখন থেকে  বছর দুয়েক আগে পুলিশ প্রধানের পদ থেকে অবসরে গেছেন বেনজীর আহমেদ। কিন্তু হঠাৎই গণমাধ্যমে তার অঢেল সম্পত্তি নিয়ে প্রশ্ন তোলা হয়। একইভাবে সাবেক সেনা প্রধান জেনারেল আজিজ আহমেদের বিরুদ্ধেও দুর্নীতির অভিযোগ উঠেছে। যে অভিযোগ যাচাই বাছাই করছে দুদক। যেনো জাতি জেগেছে!

সাবেক সেনা প্রধান ও সাবেক পুলিশ প্রধানকে নিয়ে গণমাধ্যম সক্রিয়, সক্রিয় দুদকও। তাদের দুর্নীতির অন্তহীন খবর পাওয়া যাচ্ছে। এসব তারা করেছেন সরকারের আসনে থাকাকালে। তখন কেন এ খবরের বিন্দু বিসর্গ কেন গণমাধ্যমে প্রকাশ পায়নি? দুদকই বা কেন হাত পা গুটিয়ে বনেছিলো? পরিসংখ্যান বলছে, দুদকের মামলার আসামিদের সিংহভাগই মধ্যম ও নিম্নসারির কর্তকর্তা-কর্মচারী।

গণমাধ্যম ও দুদকের এই অবস্থা কেন? কারণ তারা প্রধাবশালী ছিলেন। এ ব্যাপারে দুদকের সাবেক মহাপরিচালক মাঈদুল ইসলামের বক্তব্য হচ্ছে, “যতই প্রভাবশালী হোক সরকার যদি বলতো দুর্নীতিবাজ কেউ আমার লোক না। দুদককে যদি সাহস দেয়া হত যে কারো বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার তাহলে হয়তো দুর্নীতির এই চিত্র দেখতে হতো না।” তিনি বলেন, ‘এই ধরনের ব্যক্তিরা সরকারের সাথে ভাল যোগাযোগ রেখে পদ পদবীতে থাকেন। বিনিময় তারা বিভিন্ন দুর্নীতি ও অপকর্ম করেন। এটা সরকার ভালভাবেই জানেন। কিন্তু সরকারের সাথে এই সম্পর্কের কারণে গণমাধ্যম যেমন সহজে লেখার সাহস পান না। তেমনি দুদকও সাহস করে না ব্যবস্থা নেয়ার।’

বিশ্লেষকরা মনে করেন, যখন যারা ক্ষমতায় থাকেন তখন তারা ক্ষমতাকে মূল হাতিয়ার হিসেবে ব্যবহার করেন। এরপর জড়িয়ে পড়েন নানা ধরনের অপকর্মে। টিআইবির নির্বাহী পরিচালক মি. ইফতেখারুজ্জামান বলেন, “যারা ক্ষমতায় থেকে অপরাধ করেন অথবা ক্ষমতা ব্যবহার করে অপরাধ করেন তার পুরোটাই হয় সরকারের সাথে যোগসাজশে”। তিনি মনে করেন, ক্ষমতাকে কেন্দ্র করে অনিয়ম ও দুর্নীতি করার বিষয়টি পুরাটাই ক্ষমতার একটি অপব্যবহার চক্র। তারা একপাক্ষিকভাবে অনিময় দুর্নীতি করেন না। তারা সরকারকে বিভিন্ন ধরনের বাড়তি সুবিধাও দিয়ে থাকেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

পুলিশ কর্মকর্তাদের সম্পদের বিষয়ে তদন্ত চলছে, জানালেন আইজিপি

দখিনের সময় ডেস্ক: বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুন বলেছেন, পুলিশ কর্মকর্তাদের সম্পদের বিষয়ে তদন্ত চলছে। তদন্তে আসল তথ্য বেরিয়ে আসবে। আজ বুধবার (২৬...

মুখ্য সচিবের মেয়াদ বাড়লো আরও এক বছর

দখিনের সময় ডেস্ক: প্রধানমন্ত্রী শেখ হাসিনার মুখ্য সচিব মো. তোফাজ্জল হোসেন মিয়াকে আরও এক বছরের চুক্তিভিত্তিক নিয়োগ দিয়েছে সরকার। আজ বুধবার (২৬ জুন) তাকে এ...

সাকলায়েনের পক্ষে দাড়ালেন পরীমনি

দখিনের সময় ডেস্ক: গণমাধ্যমে দেওয়া এক সাক্ষাৎকারে পরীমণি বলেন, নিঃসন্দেহে সাকলায়েন একজন ট্যালেন্ট ও সফল মানুষ, ওর পেছনেও অনেকে হয়তো লেগেছিল। তার এখনকার বরখাস্ত হওয়ার...

আমজনতা মাঠের কোতয়ালদের কাছে যায়, কেবিনেট সচিবের কাছে নয়

প্রবচন আছে, পচন শুরু হয় মাছের মাথায়। আবার মাছের মাথা থেকে লেজ যেমন, তেমনই লেজ থেকেও মাথার একটি ইকোয়েশন আছে। ভাইরাস আক্রান্ত জীবন্ত মাছের...

Recent Comments