Home শীর্ষ খবর বাজেভাবে স্পর্শ করার অভিযোগ, নারী বিরুদ্ধে নারীর

বাজেভাবে স্পর্শ করার অভিযোগ, নারী বিরুদ্ধে নারীর

দখিনের সময় ডেস্ক:
নাইট ক্লাবে গিয়ে তিক্ত অভিজ্ঞতার মুখোমুখি হয়েছিলেন বলিউড অভিনেত্রী সাঞ্জিদা শেখ। যিনি সম্প্রতি ‘হীরামন্ডি’ ওয়েব সিরিজে অভিনয় করে আলোচনায় এসেছেন।  সম্প্রতি এক সাক্ষাৎকারে নিজের সঙ্গে ঘটে যাওয়া সেই ঘটনা নিয়ে মুখ খুলেছেন সাঞ্জিদা। তিনি জানান, কোনও পুরুষ নয়, এক মহিলা ব্যক্তিগত সীমা লঙ্ঘন করে তাকে অসঙ্গতভাবে স্পর্শ করেছিলেন।
অভিনেত্রী বলেন, আমার যতোদূর মনে আছে, সেটি এক মহিলার হাত ছিল। আমি নাইট ক্লাবে ছিলাম। এক মহিলা আমার সামনে দিয়ে যাচ্ছিলেন। হঠাৎ ইচ্ছাকৃতভাবে আমার স্পর্শকাতর স্থানে স্পর্শ করে চলে যান তিনি। ঘটনার পরেই হতবাক হয়ে যান অভিনেত্রী। সাঞ্জিদা বলেন, ‘আমি অবাক হয়ে যাই এই ভেবে যে, এটা কী হলো! আমরা শুনেছি, পুরুষেরা এই ধরনের আচরণ করে থাকেন। কিন্তু মহিলারাও কম যান না। কারও যদি খারাপ উদ্দেশ্য থাকে, সে খারাপ কাজ করবেই। এর সঙ্গে মহিলা-পুরুষ হওয়ার কোনও সম্পর্ক নেই। কোনও মহিলাও আপনার সঙ্গে এমন আচরণ করলে, তাকেও নিষেধ করুন।’
এই সাক্ষাৎকারেই নিজের বিবাহবিচ্ছেদ নিয়েও কথা বলেন সাঞ্জিদা। তার কথায়, ‘আমার সঙ্গে যা হয়েছে, সত্যিই ভালো হয়েছে। আমার হয়তো মনে হতো, আমি পৃথিবীর সবচেয়ে বিষণ্ণ মানুষ। মনে হতো, আমার জীবনে কী হয়ে চলেছে। কিন্তু বর্তমানে আমি যেমন, সেটা সত্যিই ভাগ্যের কৃপায় হয়েছে। সাঞ্জিদা জানান, একটা নির্দিষ্ট সময় থেকে নিজেকে ভালোবাসা ও গুরুত্ব দিতে শুরু করেন তিনি। এরপরই ভালো থাকতে শুরু করেন।  ২০২০ সালে  অভিনেতা আমির আলির সঙ্গে বিবাহবিচ্ছেদ হয় সাঞ্জিদার। এরপর সন্তানকে নিয়ে একাই থাকছেন তিনি।
একাধিক মিউজ়িক ভিডিওতে অভিনয় করতে দেখা গেছে সাঞ্জিদাকে। ২০১৮ সালে মুক্তিপ্রাপ্ত ‘নবাবজ়াদে’ ছবির একটি গানের দৃশ্যেও অভিনয় করেন তিনি। বলিপাড়া সূত্রে খবর, ‘হীরামন্ডি’ সিরিজ়ে অভিনয় করে ৪০ লাখ টাকা পারিশ্রমিক পেয়েছেন তিনি। ২০২৪ সালের হিসাব অনুযায়ী, তার মোট সম্পত্তির পরিমাণ ২৫ কোটি টাকা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

কোটি টাকা নেন তৃপ্তি

দখিনের সময় ডেস্ক: তৃপ্তি দিমরি ২০২৩ সালে অ্যানিম্যাল ছবিতে অভিনয়ের জন্য ৪০ লক্ষ টাকা নিয়েছিলেন। এই চরিত্রে সাফল্যের পর রাতারাতি নিজের পারিশ্রমিক বাড়িয়েছেন। এখন দ্বিগুণ...

ক্ষমতার রূপান্তর হয়েছে, নতুনের পুরোপুরি জন্ম হয়নি: সলিমুল্লাহ খান

দখিনের সময় ডেস্ক: অধ্যাপক সলিমুল্লাহ খান বলেছেন, দেশে দুই মাস আগে যে ঘটনা ঘটেছে, তাতে ক্ষমতার রূপান্তর হয়েছে; কিন্তু নতুনের পুরোপুরি জন্ম হয়নি। এমন সময়ে...

না ফেরার দেশে সাবেক রাষ্ট্রপতি অধ্যাপক বদরুদ্দোজা চৌধুরী

দখিনের সময় ডেস্ক: সাবেক রাষ্ট্রপতি অধ্যাপক ডা. একিউএম বরুদ্দোজ্জা চৌধুরী মারা গেছেন। শনিবার (৫ অক্টোবর ) মধ্যরাতে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায়ই মৃত্যুবরণ করেন তিনি। ফুসফুসের সংক্রমণ...

চট্টগ্রামে স্ত্রীকে খুন করে স্বামীর দুবাই পলায়ন, মরদেহ খেয়েছে শেয়াল-কুকুর

দখিনের সময় ডেস্ক: স্বামীর হাতেই খুনের শিকার হয়েছেন আমেনা। তার স্বামীর নাম ইয়াসিন আরাফাত। বৃহস্পতিবার (৩ অক্টোবর) দুপুরে আনোয়ারা থানার বৈরাগ এলাকার চায়না ইকোনমিক জোন...

Recent Comments