Home শীর্ষ খবর জনপ্রিয় খেলোয়ার থেকে এমপি, অতপর ?

জনপ্রিয় খেলোয়ার থেকে এমপি, অতপর ?

সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনার খেলাধুলার মাধ্যমে কালীগঞ্জে বেশ জনপ্রিয়তা পেয়েছিলেন। পরবর্তীকালে বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড ও সীমান্ত চোরাচালানে জড়িত থাকার অভিযোগ ওঠে তার বিরুদ্ধে। তিনি নিজেই তার নির্বাচনী হলফনামায় ২১টি মামলার তথ্য দিয়েছেন। যার মধ্যে হত্যা ও চোরাচালানের মামলাও রয়েছে।
এরশাদের জাতীয় পার্টির মাধ্যমে রাজনীতি শুরু করে বিএনপি হয়ে আওয়ামী লীগে এসে সংসদ সদস্য হতে সক্ষম হয়েছেন তিনি এবং সরকারি দল আওয়ামী লীগের মনোনয়ন পেয়ে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন পরপর তিনবার। অর্থাৎ তিনি তিনবার নির্বাচিত সংসদ সদস্য। যার বিরুদ্ধে বেশ কিছু হত্যা ও চোরাচালানের ঘটনায় করা মামলায় নাম ছিল। এর বেশিরভাগ মামলাই হয়েছিল ২০০১ সালের সরকারের সময়ে।
এর আগে ১৯৯১ সালের নির্বাচনের আগে আনোয়ারুল আজিম আনার আওয়ামী লীগে যোগ দেন। ১৯৯৬ সালে আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর তার শক্ত অবস্থান তৈরি হতে শুরু করে। এমনকি ঝিনাইদহ অঞ্চলে চরমপন্থিদের বিরুদ্ধে সরকারের অভিযানে আনারের জোরালো ভূমিকা ছিল। পরে বিএনপি ক্ষমতায় এলে এলাকা ছেড়ে আত্মগোপনে যান এবং ওই অবস্থাতেই ২০০৪ সালে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নির্বাচিত হন। সে সময়ে পুরোনো আওয়ামী লীগ নেতাদের অনেককেই নেতৃত্ব থেকে সরিয়ে দেওয়া হয়। ২০০৭ সালে সেনাসমর্থিত তথাকথিত তত্ত্বাবধায়ক সরকার ক্ষমতায় আসার পর তার বিরুদ্ধে ইন্টারপোলের মাধ্যমে গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়, যা পরে ২০০৮ সালের ডিসেম্বরে আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর তুলে নেওয়া হয়। পরে ধীরে ধীরে অন্যান্য মামলা থেকেও অব্যাহতি লাভ করেন আনোয়ারুল আজিম আনার।
আনার কাহন এখানেই থেমে থাকেনি। ক্ষমতাসীন আওয়ামী লীগের মনোনয়ন পেয়ে ২০১৪, ২০১৮ এবং ২০২৪ সালে অনুষ্ঠিত যে নির্বাচনে তিনি নির্বাচিত হয়েছেন, তাতে বিএনপি-জামায়াতের বর্জনের কারণে ক্ষমতাসীনরা চাইলে কলাগাছও পাস করিয়ে সংসদে আনার বাস্তবতা বিরাজমান ছিল। চাইলে নির্বাচনী রাজনীতিতে পাটগাছও বটগাছে রূপান্তর করা যেত। কিন্তু আগাছাকে কেন রাজনীতির বিষবৃক্ষ বানানো হলো? কেনইবা নিয়ে আসা হলো সংসদে! এবং এ ধরনের বিষবৃক্ষ সংসদ এবং রাজনীতিতে কত আছে—এ প্রশ্ন এখন বড় হয়ে দেখা দিয়েছে।
ভোটে সংসদ সদস্য নির্বাচনে বিজয়ী হওয়ার ক্ষমতাহীন ‘বিশাল রাজনীতিক’ ও আওয়ামী লীগ সরকারের মন্ত্রী থাকাকালে ধনকুবের বনে যাওয়া ১৪-দলীয় জোটের অন্যতম শরিক সাম্যবাদী দলের চিরকালীন সাধারণ সম্পাদক দিলীপ বড়ুয়া বলেছেন, ‘শুধু এমপি আনার নন, বর্তমানে নির্বাচিত ৮০ ভাগ এমপিই চোরাকারবারে জড়িত।’
লেখক: জ্যেষ্ঠ সাংবাদিক
# দৈনিক কালেবেলায় প্রকাশিত, ১ জুন ২০২৪, শিরোনাম, ‘রাজনীতিতে আর কত আনার আছে!’

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

কোথাও সরকারিভাবে ইন্টারনেট বন্ধ করা হয়নি, দেশকে অশান্ত করার ষড়যন্ত্র চলছে

দখিনের সময় ডেস্ক: সরকারিভাবে ইন্টারনেট বন্ধ করা হয়নি জানিয়ে ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের উপদেষ্টা মো. নাহিদ ইসলাম। তিনি বলেন, দেশের পাহাড়ি এলাকাতেও বহুমুখী ষড়যন্ত্র থেমে...

দ্রুত প্রণয়ন করা হবে বিচারক নিয়োগ নীতিমালা: প্রধান বিচারপতি

দখিনের সময় ডেস্ক: প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ বলেছেন, সুপ্রিম কোর্টে বিচারক নিয়োগে নীতিমালা দ্রুত প্রণয়ন করা হবে। একই সঙ্গে সুনির্দিষ্ট আইনও করা হবে বলে...

গায়েবি মামলার কালচার থেকে বেরিয়ে আসতে হবে: আসিফ নজরুল

দখিনের সময় ডেস্ক: অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল বলেছেন, বিচার বিভাগ ব্যবহার করে মানুষকে হয়রানি করার সংস্কৃতি থেকে বের হয়ে আসতে হবে। বিগত...

ইসরায়েলে মশাবাহিত ‘ওয়েস্ট নাইল’ ভাইরাসে নিহত ৭০, আক্রান্ত ৯১৩

দখিনের সময় ডেস্ক: মধ্যপ্রাচ্যের দু’টি দেশ লেবানন ও ফিলিস্তিনে দাপিয়ে বেড়াচ্ছে ইসরায়েল। গাজায় যুদ্ধ শেষ করতে না করতেই, দেশটি নতুনভাবে লেবাননে যুদ্ধ শুরু করেছে। এদিকে, মশাবাহিত...

Recent Comments