Home বরিশাল দুই শতাধিক অসহায় পরিবারের পাশে 'সহচরী'

দুই শতাধিক অসহায় পরিবারের পাশে ‘সহচরী’

স্টাফ রিপোর্টার ।।

করোনা পরিস্থিতিতে ক্ষতিগ্রস্ত প্রায় দুই শতাধিক পরিবারকে খাদ্য, অর্থ ও চিকিৎসা সহায়তা দিয়েছে ‘সহচরী’।বরিশাল সরকারি বালিকা উচ্চবিদ্যালয় ও বরিশাল সরকারি মহিলা কলেজের কয়েকজন প্রাক্তন শিক্ষার্থীদের স্বেচ্ছাসেবী সংগঠন ‘সহচরী’। সংগঠনটির ৯ জন সদস্য বর্তমানে অসহায় পরিবার গুলোকে পুনর্বাসিত করার চেষ্টা করছে৷

গতবছর (২০২০) মোট ৬ ধাপে ১৮৯ পরিবারকে খাদ্যসামগ্রী ও প্রয়োজনীয় অর্থ প্রদান করতে সক্ষম হয়।  এরই ধারাবাহিকতায় চলতি সপ্তাহে পুনরায়  ৭ম ও ৮ম ধাপে ৬০ জন মানুষকে খাদ্যসামগ্রী, চিকিৎসা খরচসহ বিভিন্ন ধরনের সহায়তা করেছে সংগঠনটি।এছাড়া অসহায় পরিবার গুলোর সদস্যদের আত্মকর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে স্বল্প পূঁজি সরবরাহ করার চেষ্টা করছে তারা।

এ ব্যাপারে সংগঠনটির সদস্য ও বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ফারজানা ফেরদৌস বলেন, করোনা পরিস্থিতিতে সবারই উচিত একে অন্যের পাশে দাঁড়ানো। সেই চেতনা থেকে আমরা বরিশালের বিভিন্ন এলাকার দুঃস্থ ও অসহায় মানুষদের জরুরী প্রয়োজনীয় খাদ্য ও চিকিৎসা সহায়তা দেবার চেষ্টা করেছি। তবে বর্তমানে আমরা কর্মশক্তি সম্পন্ন অসহায় মানুষদেরকে ব্যবসা করার জন্য স্বল্প পূঁজি দেবার চেষ্টা করছি৷ এক্ষেত্রে স্বচ্ছল মানুষদের কাছ থেকে আর্থিক সহায়তা সংগ্রহ করে ইতোমধ্যে কয়েকজন দুঃস্থ মানুষকে সরবরাহ করা হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্র-শিক্ষক রাজনীতি নিষিদ্ধ

দখিনের সময় ডেস্ক: ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ছাত্র, শিক্ষক ও কর্মকর্তা-কর্মচারীদের সব ধরনের রাজনৈতিক কর্মকাণ্ড বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। আজ বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ নীতি-নির্ধারণী ফোরাম...

মানহানির মামলায় খালাস পেলেন তারেক রহমান

দখিনের সময় ডেস্ক: বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান হবিগঞ্জে মানহানির একটি মামলা থেকে খালাস পেয়েছেন । বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) সকালে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আবদুল আলীম...

সাবেক ছাত্রলীগ নেতাকে হত্যা: ৮ শিক্ষার্থী বহিষ্কার

দখিনের সময় ডেস্ক: জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী ও ছাত্রলীগ নেতা শামীম মোল্লাকে পিটিয়ে হত্যা করার ঘটনায় অভিযুক্ত বিশ্ববিদ্যালয়ের আটজন শিক্ষার্থীকে সাময়িক বহিষ্কার করেছে কর্তৃপক্ষ। সাময়িক...

বাউফলে শিক্ষার্থীদের সড়ক অবরোধ

বাউফল প্রতিনিধিঃ পটুয়াখালীর বাউফলে কালাইয়া-বাউফল ও বরিশাল সড়ক অবরোধ করেছেন কয়েকশ বিক্ষুব্ধ শিক্ষার্থী। আজ বৃহস্পতিবার বেলা ১১ টা থেকে দুপুর ১ পর্যন্ত দুই ঘন্টা দাশপাড়া...

Recent Comments