Home শীর্ষ খবর আমজনতা মাঠের কোতয়ালদের কাছে যায়, কেবিনেট সচিবের কাছে নয়

আমজনতা মাঠের কোতয়ালদের কাছে যায়, কেবিনেট সচিবের কাছে নয়

প্রবচন আছে, পচন শুরু হয় মাছের মাথায়। আবার মাছের মাথা থেকে লেজ যেমন, তেমনই লেজ থেকেও মাথার একটি ইকোয়েশন আছে। ভাইরাস আক্রান্ত জীবন্ত মাছের পচন কিন্তু শুরু হয় লেজ থেকেই। কেবল মাছ নয়, মানুষের ক্ষেত্রেও বিষয়টি প্রযোজ্য। মানুষের মাথার মতো পাও গুরুত্বপূর্ণ। মানুষের পা দিয়ে পচন উপরের দিকে ওঠে। এ ছাড়া পা পুরো শরীরের ভার বহন করে, সচল রাখে।
মাথা ও পায়ের সমন্বয়ের বাস্তবতা বিবেচনায় রেখে প্রথমে ইন্সপেক্টর জেনারেল এবং ইন্সপেক্টর পদের দিকে নজর দেয়া জরুরি বলে মনে করেন অনেকেই। ফলে ‘ভুটান মার্কা’ অথবা রানারের মতো পিঠে টাকার বস্তা নিয়ে ছোটার প্রবণতার কাউকে আইজিপি করলে তা সর্বনাশ ডেকে আনতে পারে। আর বেনজীরের মতো বস্তু হলে তো মাশাল্লা, আর কোনো কথাই নেই! আর ইন্সপেক্টর থেকে ওসি নিয়োগের সময় হেলাফেলা করলে অথবা টাকার বস্তার দিকে লোলুপ দৃষ্টি দিলে সর্বনাশের ধারা প্রতিহত করা হয়তো সম্ভব হবে না।
বলা হয়, পুলিশের কাঠামোতে ইন্সপেক্টর এবং ইন্সপেক্টর জেনারেল হচ্ছে মূল পারফরমার, মাঝে সবাই সুপারভাইজার। এই বাস্তবতায় পুলিশের মাথা ও পা ঠিক থাকলে মাঝখানের সুপাভাইজাররা অন্য ভাইসে আক্রান্ত হওয়ার বিষয়টি অনেকটাই শূন্যের কোঠায় নেমে আসতে বাধ্য। এ প্রসঙ্গে একজন পুলিশ কর্মকর্তা তো প্রকাশ্যেই বলেন, মামলা রেকর্ড করার এখতিয়ারের কারণে থানার ওসি হচ্ছে পুলিশে মূল ক্ষমতার কে›ন্দ্র। পাঁচ জেলায় এসপি হিসেবে দায়িত্ব পালনকারী সুপারসিটেড বর্তমানে বরিশালে কর্মরত এই পুলিশ কর্মকর্তা মনে করেন, মামলা রেকর্ড করার এখতিয়ার নিয়ে নতুন সিদ্ধান্ত নেয়ার সময় এসেছে। পঁচিশ বছরের অভিজ্ঞতার আলোকে তার অভিমত, পুলিশ নিয়ে অনেক কিছু করার আছে, করা প্রয়োজনও।
অবশ্য, পুলিশ নিয়ে কী করা প্রয়োজন তা সরকারের নীতি নির্ধারকরা নিশ্চয়ই ভালো জানেন এবং নজরও রাখেন হয়তো। এই রাখার একাধিক দৃষ্টান্ত আছে। কিন্তু এর অনেকটাই সীমাবব্ধ উপরের দিকে। এমনটাই মনে হয় অবস্থাদৃষ্টে। তবে এর প্রভাব মাঠে কতটা পড়ে তা বলা মুশকিল। তবে বাস্তবতার আলোকে মাঠের অবস্থাকে ভালো বলা যাবে না। হতাশাজনক বললেও হয়তো খুব বেশি বলা হয় না। তা হোকে পুলিশ অথবা অন্য কোনো বিভাগে। আর বিবেচনায় রাখা প্রয়োজন, আমজনতা কিন্তু মাঠের কোতয়ালদের কাছেই যায়, কেবিনেট সচিবের কাছে যেতে পারে না!
# ঢাকাটাইমস-এ প্রকাশিত, ২৩ জুন ২০২৪

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

আইফোন ব্যবহারকারীদের জন্য ট্রু-কলারের নতুন ফিচার

দখিনের সময় ডেস্ক: অপরিচিত নাম্বার থেকে ফোন এলে সহজেই ধরে ফেলার জনপ্রিয় অ্যাপ ট্রু-কলার। তবে আইফোনের তুলনায় অ্যান্ড্রয়েড ব্যবহারকারীরা এই অ্যাপের সুবিধা বেশি পেতেন। এবার...

যে ৫ খাবার মাইক্রোওয়েভে গরম করবেন না

দখিনের সময় ডেস্ক: অবশিষ্ট খাবার এবং মাইক্রোওয়েভ ওভেন- এই দুইয়ের সঙ্গে রয়েছে ঘনিষ্ঠ সম্পর্ক। বিশেষ করে যখন আপনি তাড়াহুড়া করেন। দ্রুত লাঞ্চ বা ঝটপট খেয়ে...

আধিপত্য বিস্তারে রাজবাড়ী বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ, সেনাবাহিনীর হাতে আটক ৩

দখিনের সময় ডেস্ক: রাজবাড়ী জেলার বালিয়াকান্দি উপজেলায় এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য খোন্দকার মশিউল আজম চুন্নু এবং বালিয়াকান্দি উপজেলা বিএনপির...

প্রাণ গ্রুপে চাকরি, ২৫ বছর হলেই আবেদন

দখিনের সময় ডেস্ক: প্রাণ গ্রুপ নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটির স্টোর অপারেশন বিভাগ ট্রেইনি এক্সিকিউটিভ পদে একাধিক জনবল নিয়োগের জন্য এ বিজ্ঞপ্তি দিয়েছে। গতকাল ২৫...

Recent Comments