Home বিনোদন শ্রাবন্তীর মতো সুন্দরী অভিনেত্রী খুবই কম, প্রশংসায় পঞ্জমুখ কথিত প্রেমিক

শ্রাবন্তীর মতো সুন্দরী অভিনেত্রী খুবই কম, প্রশংসায় পঞ্জমুখ কথিত প্রেমিক

দখিনের সময় ডেস্ক:
জনপ্রিয় অভিনেত্রী শ্রাবন্তী চ্যাটার্জি ৩৮ বছরে পা রাখলেন । ১৩ আগস্ট ছিল অভিনেত্রীর জন্মদিন। এদিন ভক্ত-সহকর্মীদের ভালোবাসায় সিক্ত হয়েছেন তিনি। বিশেষ করে জন্মদিন উপলক্ষে শ্রাবন্তীকে নিয়ে গণমাধ্যমে লিখেছেন তার বর্তমান ‘কথিত’ প্রেমিক শুভ্রজিৎ মিত্র। যেখানে নায়িকাকে প্রশংসায় ভাসিয়েছেন তিনি। একইসঙ্গে শ্রাবন্তীর মতো সুন্দর অভিনেত্রী টলিউড ইন্ডাস্ট্রিতে কম আছে বলেও মন্তব্য করেছেন এই নির্মাতা।
মাত্র ১৬ বছর বয়সে বিয়ে করেন শ্রাবন্তী এবং মা হয়েছেন ১৮ পেরোনোর আগেই। প্রথম স্বামী রাজীব কুমার বিশ্বাসের সঙ্গে ডিভোর্স হয়ে যায় ২০১৬ সালে। এরপর আরও দুবার ভালোবাসা আসে। ২০১৭ তে বিয়ে করেন কৃষাণ ব্রিজকে এরপর রোশন সিংকে বিয়ে করেন ২০১৯ এ। আপাতত আটকে আছে রোশনের সঙ্গে ডিভোর্স। তার বর্মান কথিত প্রেমিক ভ্রজিৎ লেখেন, ‘গিন্টুর (শ্রাবন্তীর ডাক নাম) জন্মদিনে আমি শহরে নেই। এই মুহূর্তে আমি দিল্লিতে রয়েছি। ওর সঙ্গে আমার প্রথম আলাপ প্রায় বছর দশেক আগে। কোনো একটা কাজের সূত্রেই আমাদের দেখা। তারপর সময়ের সঙ্গে সঙ্গে আমাদের বন্ধুত্ব হয়। জন্মদিনে ওকে নিয়ে নানা স্মৃতিই মাথায় ভিড় করে আসছে।’
শ্রাবন্তীর রূপ ও অভিনয় দক্ষতা ব্যাখ্যা করে শুভ্রজিৎ লেখেন, ‘গিন্টু খুব শক্তিশালী অভিনেত্রী। আমার মতে, ওকে এখনো সেইভাবে বাংলা ইন্ডাস্ট্রিতে এক্সপ্লোর করা হয়নি। মেকআপ ছাড়া ওর মতো সুন্দরী অভিনেত্রী আমাদের ইন্ডাস্ট্রিতে খুব কমই রয়েছেন। আমার পরিচালনায় ‘দেবী চৌধুরানী’ সিনেমার নাম ভূমিকায় ও অভিনয় করেছে। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের বর্ণনার সঙ্গে গিন্টুর লুক একেবারে মিলে যায়। তারচেয়েও বড় কথা, ওর লুকের মধ্যে একটা বাঙালিয়ানা রয়েছে, যেটা এই চরিত্রের অন্যতম শর্ত ছিল। সেই ভাবনা থেকেই এই সিনেমায় ওকে নির্বাচন করি। শুটিংয়ের আগে ইন্ডাস্ট্রির প্রথম সারির একাধিক অভিনেত্রী এই চরিত্রে অভিনয় করতে চেয়ে আমার সঙ্গে যোগাযোগ করেন। সত্যি বলছি, যে ভাবনা থেকে আমি গিন্টুকে বেছে নিই, এই সিনেমায় ও তার থেকেও আরো বেশি কিছু দিয়েছে।’
শ্রাবন্তীর নিষ্ঠায় মুগ্ধ শুভ্রজিৎ লেখেন, ‘কাজের প্রতি গিন্টুর নিষ্ঠা আমাকে অনুপ্রাণিত করে। দেবী চৌধুরানী হয়ে উঠতে এক বছরেরও বেশি সময় ধরে গিন্টু পরিশ্রম করেছে। তলোয়ার চালানো শেখা থেকে শুরু করে অ্যাকশনের তালিম— সবই নিয়েছে। শুরু থেকেই ওর এই সফরের আমি অংশ ছিলাম। বলা যায়, পর্দার বাইরে আমিই যেন তখন ভবানী পাঠক হয়ে উঠেছিলাম।’
 শোনা যাচ্ছে, ‘দেবী চৌধুরানি’-তে কাজের সূত্রেই নাকি ঘনিষ্ঠতা দুজনের। এর আগে তাদের নিয়ে প্রেমের গুঞ্জনও ছিল। যদিও সম্পর্কে বারবার হোঁচট খেয়েছেন এই অভিনেত্রী।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

অবশেষে মুখ খুললেন জেনারেল মইন ইউ আহমেদ

দখিনের সময় ডেস্ক: বিডিআর বিদ্রোহ নিয়ে এবার মুখ খুললেন সাবেক সেনাপ্রধান জেনারেল মইন ইউ আহমেদ। তদন্তে সরকারের সহযোগিতা না পাওয়ার অভিযোগ করলেন সাবেক এই সেনাপ্রধান।...

চাপে পড়ে রাধা-কৃষ্ণের পোস্ট মুছে ফেললেন বলিউড অভিনেত্রী

দখিনের সময় ডেস্ক: বলিউড অভিনেত্রী তামান্না ভাটিয়ার সামাজিক যোগাযোগ মাধ্যমে তার প্রোফাইলে ‘রাধা’-সাজের ছবিতে ভরপুর ছিল। এই কাজটিকেই জীবনের অন্যতম সেরা কাজ বলে অভিহিত করেছিলেন...

আওয়ামী শিবেরে হতাশা, নেতা-কর্মীরা দিশেহারা

দখিনের সময় ডেস্ক: আওয়ামী লীগ গত ২৩শে জুন ঘটা করে ৭৫ বছরপূর্তি পালন করেছিল। সেদিন ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানে আয়োজিত সমাবেশে নেতাকর্মীর উপস্থিতি ছিল কানায় কানায়...

শিরিনের বিরুদ্ধে এবার বাড়ি দখলের অভিযোগ

দখিনের সময় ডেস্ক: সরকারি পুকুর দখলের ঘটনায় দলের পদ হারানোর পর ‍এবার অ্যাডভোকেট বিলকিস জাহান শিরিনের বিরুদ্ধে তিনতলা বাড়ি দখলের অভিযোগ উঠেছে। প্রায় ২ কোটি...

Recent Comments