Home নির্বাচিত খবর আইসিটি অধিদপ্তরের মহাপরিচালক অবরুদ্ধ

আইসিটি অধিদপ্তরের মহাপরিচালক অবরুদ্ধ

দখিনের সময় ডেস্ক:
তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তরের মহাপরিচালক মো. মোস্তফা কামালসহ তিন কর্মকর্তাকে অবরুদ্ধ করেছে বিক্ষুব্ধ কর্মকর্তা-কর্মচারীরা। গতকাল বৃহস্পতিবার রাজধানীর আগারগাঁওয়ে আইসিটি টাওয়ারে প্রায় ১৫০ কর্মকর্তা প্রজ্ঞাপন বাতিলের দাবিতে তাদের অবরুদ্ধ করে রাখেন।
জানা গেছে, গত ১৪ আগস্ট কম্পিউটার কাউন্সিলের দুটি উন্নয়ন প্রকল্প শেষ হওয়ায় সেখান থেকে আইসিটি অধিদপ্তরেরে রাজস্ব খাতে স্থানান্তরিত ১৬৩ জন কর্মকর্তার চাকরি স্থায়ী করে প্রজ্ঞাপন জারি করা হয়। নাম প্রকাশে অনিচ্ছুক একজন সহকারী প্রোগ্রামার গতকাল রাতে আমাদের সময়কে বলেন, আইসিটি অধিদপ্তর এবং আইসিটি বিভাগের কিছু কর্মকর্তার যোগসাজশে চাকরি স্থায়ীকরণের আদেশ জারি দুরভিসন্ধিমূলক। এই আচরণে পিএসসির মাধ্যমে সরাসরি নিয়োগপ্রাপ্ত প্রায় ৪০০ কর্মকর্তার প্রতি বৈষম্য করা হয়েছে।
জানা গেছে, বৈষম্যমূলক প্রজ্ঞাপন বাতিলকরণের জন্য সারাদেশ থেকে প্রায় ১৫০ জন আইসিটি অফিসার গতকাল সকাল থেকে আইসিটি টাওয়ারের ১১তলায় শান্তিপূর্ণভাবে অবস্থান কর্মসূচি পালন করেছেন। তবে আইসিটি অধিদপ্তর এবং আইসিটি বিভাগ হতে কোনো ব্যবস্থা গ্রহণ না করায় তারা সারারাত মহাপরিচালকসহ সেখানেই অবস্থানের সিদ্ধান্ত নেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

রয়্যাল এনফিল্ডের বৈদ্যুতিক বাইক আসছে

দখিনের সময় ডেস্ক: বৈদ্যুতিক বাইকের বাজারে ইতোমধ্যেই পা রেখেছে রিভল্ট এবং ওলা। ওলার বাইক বাজারে না এলেও আকর্ষণীয় ডিজাইনের সঙ্গে কম জ্বালানি খরচ নজর কেড়েছে...

দুধের বিকল্প হিসেবে যা খেতে পারেন

দখিনের সময় ডেস্ক: উদ্ভিদ-ভিত্তিক দুধ বর্তমানে জনপ্রিয় হতে শুরু করেছে। এটি বাদাম, ওট, নারিকেল বা মটরশুঁটি যাই হোক না কেন, দুধের এই বিকল্পগুলো স্বাস্থ্যকর ডায়েট...

খালেদা জিয়ার সঙ্গে বৈষম্যবিরোধী আন্দোলনের ছাত্র নেতাদের সাক্ষাৎ

দখিনের সময় ডেস্ক: বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে কুশল বিনিময় করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাদের। বৃহস্পতিবার (২১ নভেম্বর) সশস্ত্র বাহিনীর দিবস উপলক্ষ্যে সেনাকুঞ্জে আয়োজিত অনুষ্ঠান...

স্কলারশিপ-এ পাকিস্তানে পড়ার সুযোগ ১০০ বাংলাদেশি, প্রধানমন্ত্রীর অনুমোদন

দখিনের সময় ডেস্ক: বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য স্কলারশিপের অনুমোদন দিয়েছে পাকিস্তান। দেশটির প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ স্কলারশিপে ১০০ বাংলাদেশিকে পাকিস্তানে পড়ার সুযোগ দেওয়ার বিষয়টির অনুমোদন দিয়েছেন। সংবাদমাধ্যম...

Recent Comments