Home জাতীয় এবার ফারাক্কার ১০৯ গেট খুলে দিলো ভারত

এবার ফারাক্কার ১০৯ গেট খুলে দিলো ভারত

দখিনের সময় ডেস্ক:
ভারতের বিহার ও ঝাড়খণ্ডে বন্যার জেরে ফারাক্কা বাঁধের ১০৯টি গেট খুলে দেয়া হয়েছে। আজ সোমবার (২৬ আগস্ট) গেটগুলো খুলে দেয়া হয়। এতে একদিনে ১১ লাখ কিউসেক পানি বাংলাদেশে ঢুকবে।
বাঁধ খুলে দেয়ায় পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদসহ বাংলাদেশেও বন্যার আশঙ্কা তৈরি হয়েছে। তবে ভারতের পক্ষ থেকে দাবি করা হয়েছে যে বন্যা পরিস্থিতি ও পাহাড়ি ঢলের বিষয়ে আগে থেকে বাংলাদেশকে তথ্য দেয়া হচ্ছে।
সোমবার বাঁধ কর্তৃপক্ষ জানায়, প্রতিবেশী দুই রাজ্যে বন্যার জেরে পানির চাপ পড়েছে। তবে স্বস্তির বিষয়, এখনও নেপাল থেকে পাহাড়ি ঢল নামেনি। ফারাক্কা বাঁধ এলাকায় পানি বিপৎসীমার ৭৭ দশমিক ৩৪ মিটার উপর দিয়ে বইতে থাকায় বাধ্য হয়ে গেট খুলতে হচ্ছে। সেক্ষেত্রে ফিডার ক্যানেলেও পানির পরিমাণ বাড়ানো হয়েছে।
ফারাক্কা বাঁধের জেনারেল ম্যানেজার আর দেশ পাণ্ডে বলেন, ফারাক্কা ব্যারেজ কর্তৃপক্ষ সবসময় এলার্ট রয়েছে। প্রতিমুহূর্তে নজর রাখা হচ্ছে। খুব কম সময়ের মধ্যে যেভাবে পানির চাপ তৈরি হয়েছে, তাতে ১০৯ গেটের সবকটি খুলে না দিল ব্যারাজের ওপর বড় চাপ তৈরি হচ্ছিল। এর ফলে বড় ক্ষতি হয়ে যেতে পারতো। আপাতত ফিডার ক্যানেলে ৪০ হাজার কিউসেক ও ডাউন স্ট্রিমে ১১ লাখ কিউসেক পানি ছাড়া হয়েছে।
এদিকে, টানা বৃষ্টি ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে আকস্মিক বন্যার কবলে বাংলাদেশের পূর্বাঞ্চল। বন্যায় বাস্তচ্যুত হয়েছে লাখো মানুষ। প্লাবনে প্রাণ হারিয়েছেন অন্তত ২৩ জন।
অভিযোগ উঠেছে, ভারতের ত্রিপুরা রাজ্যের ডুম্বুর জলবিদ্যুৎ প্রকল্পের বাঁধ খুলে দেয়ায় এই আকস্মিক বন্যা। কিন্তু দেশটির সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে ভিন্ন কথা।
ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় দাবি করেছে, ভারত ও বাংলাদেশের মধ্য দিয়ে প্রবাহিত গোমতী নদীর ক্যাচমেন্ট এলাকায় গত কয়েক দিন ধরে এই বছরের সবচেয়ে বেশি বৃষ্টিপাত হয়েছে। বাংলাদেশে বন্যা মূলত বাঁধের নিচের দিকের এই বৃহৎ ক্যাচমেন্টের পানির কারণে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

আগারগাঁও-মতিঝিল রুটে মেট্রোরেল চলাচল বন্ধ

দখিনের সময় ডেস্ক: কারিগরি ত্রুটির কারণে রাজধানীর আগারগাঁও-মতিঝিল রুটের মেট্রোরেল চলাচল বন্ধ রয়েছে। আজ বুধবার (১৮ সেপ্টেম্বর) ৯টা ৪৫ মিনিট থেকে এই চলাচল বন্ধ রয়েছে...

৫০ পিস ‍ইয়াবাসহ গ্রেপ্তার, নেপথ্যে বনিবনা না হওয়ার অভিযোগ

দখিনের সময় ডেস্ক: রাজধানীর উত্তরা পশ্চিম থানাধীন ১৩নং সেক্টরের ১৮নং সড়ক থেকে এস এম খবির উদ্দিন (৪২)কে ৫০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর...

কেউ লাগিয়েছেন ধানের শীষ, কেউ লাগিয়েছেন নৌকা: নূর মোহাম্মদ

দখিনের সময় ডেস্ক: বহিরাঙ্গনের পরিবর্তন হয়েছে বিভিন্ন সময়ে, কোন লাভ হয়নি। অর্থের অপচয় হয়েছে মাত্র। ‘লোগো পরিবর্তন করুন, পোশাক পরিবর্তন করুন’- ঘোড়ার আগে গাড়ি জুড়ে...

মইন উদ্দীন খান বাদলের কবরে অগ্নিসংযোগ

দখিনের সময় ডেস্ক: চট্টগ্রাম-৮ আসনের সাবেক সংসদ সদস্য মইন উদ্দীন খান বাদলের কবরে ভাঙচুর ও অগ্নিসংযোগ করেছে কিছু দুর্বৃত্ত। দুর্বৃত্তরা মাইক্রোবাসে করে এসে কবরের ওপরের...

Recent Comments