Home শীর্ষ খবর গুম কমিশনে অভিযোগ দেওয়ার সময় বাড়ল ৭ দিন

গুম কমিশনে অভিযোগ দেওয়ার সময় বাড়ল ৭ দিন

দখিনের সময় ডেস্ক:
গুম সংক্রান্ত কমিশনে অভিযোগ দায়েরের সময় বৃদ্ধি করা হয়েছে। ৭ দিন বাড়িয়ে ১০ অক্টোবর থেকে আগামী ১৭ অক্টোবর পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে এর সময়। আজ (মঙ্গলবার) বিকেলে গুম সংক্রান্ত কমিশন অব ইনকোয়ারির জনসংযোগ কর্মকর্তা নাছির উদ্দিনের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে তা জানানো হয়েছে।
এতে বলা হয়, গুম সংক্রান্ত কমিশন অব ইনকোয়ারিতে অভিযোগ দায়েরে  সময়সীমা ১০ অক্টোবর থেকে আগামী ১৭ অক্টোবর পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে। এ সময়ের মধ্যে ২০০৯ সালের ৬ জানুয়ারি থেকে ২০২৪ সালের ৫ আগস্ট পর্যন্ত সময়ের মধ্যে জোরপূর্বক গুমের ঘটনার ভিকটিম নিজে অথবা পরিবারের কোনো সদস্য বা আত্মীয়-স্বজন বা গুমের ঘটনার প্রত্যক্ষদর্শী যে কোনো ব্যক্তি সশরীরে কমিশনের কার্যালয়ে উপস্থিত হয়ে অভিযোগ দায়ের করতে পারবেন। ডাকযোগে অথবা ই- মেইলেও অভিযোগ জানানো যাবে। অভিযোগ জানানোর ঠিকানা- গুম সংক্রান্ত কমিশন অফ ইনকোয়ারি, ৯৬,গুলশান অ্যাভিনিউ, ঢাকা-১২১২।
প্রথমে ১৫ সেপ্টেম্বর থেকে ৩০ সেপ্টেম্বর পর্যন্ত কমিশনে গুম সংক্রান্ত অভিযোগ জমা দেওয়ার সময়সীমা ছিল। পরে তা ১০ অক্টোবর পর্যন্ত বাড়ানো হয়। এরপর আজ তা আরও ৭ দিন বাড়ানো হয়েছে। এই কমিশন ২০১০ সালের ১ জানুয়ারি থেকে চলতি বছরের ৫ আগস্ট পর্যন্ত গুম হওয়া ব্যক্তিদের সন্ধান, তাদের শনাক্ত ও কোন পরিস্থিতিতে গুম হয়েছিল তা নির্ধারণ করবে। এছাড়া সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে গুমের ঘটনার বিবরণ জমা দেবে ও সুপারিশ করবে কমিশন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

বাউফলে যৌথবাহিনী অভিযানে বিএনপি নেতা গ্রেপ্তার

দখিনের সময় ডেস্ক: পটুয়াখালীর বাউফলে কালাইয়া ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মঞ্জুরুল আলম এমদাদকে (৫৫) গ্রেপ্তার করা হয়েছে। বগি তুলতলা এলাকায় জেলেদের ওপর হামলা...

এক হাজার এতিমকে খাওয়ানোর শর্তে ক্ষমা পেলো স্টার কাবাব

দখিনের সময় ডেস্ক: স্টার কাবাবে কাচ্চি বিরিয়ানির সঙ্গে পচা ও গন্ধ টিক্কা দেওয়ায় প্রতিবাদ করায় সাংবাদিককে মারধর করা হয়। ঘটনাটি ঘিরে একটি মামলাও হয়েছে বনানী...

ব্যবসা গোটাচ্ছে দেড় শতাধিক কম্পানি

দখিনের সময় ডেস্ক: অর্থনৈতিক সংকটসহ বিভিন্ন কারণে গত দুই মাসে সিটি গ্রুপ, বিএসআরএম, ইউএস-বাংলাসহ দেশি-বিদেশি বিভিন্ন গ্রুপের দেড় শতাধিক কম্পানি তাদের ব্যবসা গুটিয়ে নেয়ার সিদ্ধান্ত...

শেখ হাসিনার অবস্থানের বিষয়ে ভারত ও ইউএইর কাছে জানতে চাওয়া হয়েছে

দখিনের সময় ডেস্ক: পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন জানিয়েছেন, আদালত চাইলে ভারতে পালিয়ে যাওয়া আওয়ামী লীগের নেতা ও সাবেক মন্ত্রীদের ফেরত আনার উদ্যোগ নেওয়া হবে।...

Recent Comments