Home বরিশাল বাউফল বাউফলে মুক্তিযোদ্ধা সনদ বাতিলের দাবিতে মানববন্ধন

বাউফলে মুক্তিযোদ্ধা সনদ বাতিলের দাবিতে মানববন্ধন

বাউফল প্রতিনিধি ।।

পটুয়াখালীর বাউফলে মো. ইসমাইল মৃধা নামের এক মুক্তিযোদ্ধাকে ভুয়া দাবি করে তার সনদ বাতিলের দাবিতে মানববন্ধন করেছেন এলাকাবাসী। ইসমাইল মৃধার বাড়ি উপজেলার ভরিপাশা গ্রামে। তিনি ওই গ্রামের মৃত তোলফে আলী মৃধার ছেলে।

বুধবার বেলা সাড়ে ১১ টার দিকে উপজেলা পরিষদের সামনের সড়কে ওই মানববন্ধন কর্মসূচি পালিত হয়।

মানববন্ধনে অংশ নেওয়া মো. হানিফ মৃধা (৭০) বলেন, ইসমাইল মৃধা একজন ভুয়া মুক্তিযোদ্ধা। তিনি কোনো যুদ্ধ করেননি। টাকার বিনিময়ে তিনি মুক্তিযোদ্ধার সনদ নিয়েছেন। এ সনদ নিয়ে মুক্তিযোদ্ধার প্রভাব খাঁটিয়ে তিনি এলাকাবাসীকে বিভিন্ন ভাবে হয়রানী করে আসছেন। অনেকের জমিও দখল করে নিয়েছেন তিনি। এমন অসংখ্য প্রমাণ রয়েছে। তবে মুক্তিযোদ্ধার সনদ থাকায় তার বিরুদ্ধে অভিযোগ দিয়েও বিচার পায়নি ভুক্তিভোগীরা।

মানববন্ধনে আবদুস ছালাম (৬৫) ও বাবুল হোসেন (৫৫) একইভাবে বলেন, তিনি (ইসমাইল) মুক্তিযুদ্ধের সময় যুদ্ধ করেননি। হঠাৎ করে ২০১২ সালে কিভাবে মুক্তিযোদ্ধা হলেন? তা তাদের বোধগম্য নয়। তারা তাকে ( ইসমাইল) ভুয়া মুক্তিযোদ্ধা দাবি করে তদন্ত করে মুক্তিযোদ্ধার সনদ বাতিলের দাবি করেন।

এ বিষয়ে তার (ইসমাইল) ছোট ছেলে মোহাম্মদ শাকিল হোসেন বলেন,তার বাবা একজন প্রকৃত মুক্তিযোদ্ধা। তাকে হেয়প্রতিপন্ন করার জন্য একটি মহল ষড়যন্ত্র করে এই মানববন্ধন করিয়েছে।

এবিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. বশির গাজী বলেন,‘বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

ম্যাজিস্ট্রেট ঊর্মির বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহিতা ও মানহানির মামলা

দখিনের সময় ডেস্ক: সাময়িক বরখাস্ত হওয়া সহকারী কমিশনার তাপসী তাবাসসুম ঊর্মির বিরুদ্ধে খুলনার আদালতে রাষ্ট্রদ্রোহিতা ও এক হাজার কোটি টাকার মানহানির মামলা দায়ের করা হয়েছে।...

বাউফলে মুক্তিযোদ্ধা সনদ বাতিলের দাবিতে মানববন্ধন

বাউফল প্রতিনিধি ।। পটুয়াখালীর বাউফলে মো. ইসমাইল মৃধা নামের এক মুক্তিযোদ্ধাকে ভুয়া দাবি করে তার সনদ বাতিলের দাবিতে মানববন্ধন করেছেন এলাকাবাসী। ইসমাইল মৃধার বাড়ি উপজেলার...

পূজামণ্ডপগুলো তদারক করা হবে আইপি ক্যামেরা দিয়ে

দখিনের সময় ডেস্ক: শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে সারা দেশের পূজামণ্ডপগুলো আইপি ক্যামেরার (ইন্টারনেট প্রটোকল ক্যামেরা) মাধ্যমে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় ও থানা থেকে তদারক করা হবে।...

শুরু হলো শারদীয় দুর্গো পুজা

দখিনের সময় ডেস্ক: বেলতলায় দেবীর অনুষ্ঠানের মধ্য দিয়ে আজ শুরু হয়েছে পাঁচ দিনব্যাপী শারদীয় দুর্গো পুজা। এখন মণ্ডপে মণ্ডপে চলছে ষষ্ঠী পূজা, সঙ্গে ঢাকের বাদ্য...

Recent Comments