Home বরিশাল প্রাইভেট না পড়ায় কেক দেওয়া হয়নি শিক্ষার্থীকে

প্রাইভেট না পড়ায় কেক দেওয়া হয়নি শিক্ষার্থীকে

বাউফল প্রতিনিধি ।।

পটুয়াখালীর বাউফলে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের এক শিক্ষকের কাছে প্রাইভেট না পড়ায় শিক্ষক দিবসের অনুষ্ঠানে কেক দেওয়া হয়নি তৃতীয় শ্রেনীর এক শিক্ষার্থীকে। ৭ অক্টোবর সোমবার বিকালে উপজেলার ৬৮নং নাজিরপুর বোর্ড সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ওই ঘটনা ঘটেছে। ওই ঘটনায় স্থানীয় প্রভাবশালীদের চাপে মুখ বন্ধ রাখলেও গতকাল বুধবার বিকালে সাংবাদিকদের কাছে অভিযোগ করেন শিক্ষার্থীর বাবা।

শিক্ষার্থীর বাবা শফিুকল ইসলাম জানান আমার মেয়ে ফাতেমাতুজ্জোহরা নাজিরপুর বোর্ড সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেনীর ছাত্রী। আমি একজন অবসর প্রাপ্ত সেনা সদস্য হওয়ায় আমার সন্তানকে নিজেই পড়ালেখার তদারকি করি। সে তৃতীয় শ্রেনীতে মেধা তালিকায় প্রথম স্থান অর্জণ করে সুনামের সাথে বিদ্যালয়ে পড়ালেখা করছে। কিন্তু ওই বিদ্যালয়ের সহকারি শিক্ষক আসমা আক্তার আরজু বেগম স্কুলের ফাঁেক প্রায়ই বাসায় প্রাইভেট পড়ার কথা বলে। আমার কন্যা সন্তান আমাকে জানালে আমি ওই শিক্ষককে ৪র্থ শ্রেনী থেকে তার কাছে প্রাইভেট দেওয়ার কথা বলি। গত সোমবার শিক্ষক দিবসে স্কুলে কেক কেটে অনুষ্ঠান করা হয়। ওই সময় উপস্থিত সকল বাচ্চাদের কেক দিলেও ওই শিক্ষক আমার বাচ্চাকে বলে তুই আমার কাছে প্রাইভেট পড়না. তোকে কেক দিবনা। ক্ষুদে শিক্ষার্থী ওই ঘটনায় উপস্থিত বাচ্চাদের সামনে লজ্জা পেয়ে বাসায় গিয়ে কান্নায় ভেঙ্গে পরে। বিষয়টি নিয়ে বিদ্যালয়ের প্রধান শিক্ষকে জানালে আমাকে প্রথমবারের মতো ক্ষমা করে দিতে বলেন।

অভিযোগের বিষয়ে সহকারী শিক্ষক আরজু বেগম জানান কেক কাটার অনুষ্ঠান ছিল ঠিক কিন্তু ওকে এ ধরনের কথা বলেছি সেটা সঠিক না। বিদ্যালয়ের প্রধান শিক্ষক তাছলিমা বেগম জানান এই বিদ্যালয়ে আরজু একাই প্রাইভেট পড়ায় তবে আমার অজান্তে কি হয়েছে সেটা আমার জানান নাই। এরকম ঘটনা বৈষম্য বিরোধী। এ বিষয়ে উপজেলা প্রথমিক শিক্ষা কর্মকর্তা আতিকুল ইসলাম বলেন বাউফল উপজেলা প্রাথমিক এই ঘটনা আমাকে কেউ জানায়নি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

এইচএসসি পাসেই নিয়োগ দিচ্ছে স্কয়ার টয়লেট্রিজ

দখিনের সময় ডেস্ক: স্কয়ার গ্রুপের অন্যতম প্রতিষ্ঠান স্কয়ার টয়লেট্রিজ লিমিটেড নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি সেলস অফিসার পদে একাধিক জনবল নিয়োগের জন্য এ বিজ্ঞপ্তি দিয়েছে।...

বারবার ফোন হ্যাং হচ্ছে, সমাধান করবেন যেভাবে

দখিনের সময় ডেস্ক: স্মার্টফোন এমন একটি ডিভাইস যা সবচেয়ে বেশি ব্যবহৃত হয়। এটি দিনের বেশিরভাগ সময় আমাদের সাথে থাকে। কিন্তু ক্রমাগত ব্যবহারের ফলে অনেক সময়...

হৃদরোগের ঝুঁকি? জেনে নিন কারণ এবং প্রতিরোধ ব্যবস্থা

দখিনের সময় ডেস্ক: হৃদরোগ জীবনযাপনের পরিবর্তন এবং সক্রিয় স্বাস্থ্যসেবার মাধ্যমে প্রতিরোধযোগ্য। সাধারণ ঝুঁকির কারণগুলির মধ্যে রয়েছে বয়স, পারিবারিক ইতিহাস, জাতি এবং লিঙ্গ। তবে এই কারণগুলো...

টি-টোয়েন্টি বিশ্বকাপঃ ওয়েস্ট ইন্ডিজের কাছে হেরে গেলো বাংলাদেশে

দখিনের সময় ডেস্ক: নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রথম ম্যাচে স্কটল্যান্ডকে হারিয়ে বিশ্বকাপে ১০ বছরের জয়-খরা কাটায় বাংলাদেশ। কিন্তু পরের ম্যাচে ইংল্যান্ডের কাছে ২১ রানে এবং  এবার...

Recent Comments