Home শীর্ষ খবর সব কিছুই নির্ভর করবে পরিস্থিতির ওপর: আজহারী

সব কিছুই নির্ভর করবে পরিস্থিতির ওপর: আজহারী

দখিনের সময় ডেস্ক:
দীর্ঘ সাড়ে চার বছর পর সম্প্রতি মালয়েশিয়া থেকে দেশে ফেরেন জনপ্রিয় ইসলামি বক্তা মিজানুর রহমান আজহারী। তবে, কয়েকদিনের মাথায় ফের দেশ ছেড়ে মালয়েশিয়া চলে যাচ্ছেন তিনি। শুক্রবার (১১ অক্টোবর) নিজের ভেরিফায়েড ফেসবুকে দেয়া এক পোস্টে এ তথ্য জানিয়েছেন আজহারী।
ফেসবুকে মিজানুর রহমান আজহারী লেখেন, আজ মালয়েশিয়া চলে যাচ্ছি। মাস খানেক পর আবারও দেশে ফিরবো ইনশাআল্লাহ। তখন আইনশৃঙ্খলা, জননিরাপত্তা, প্রটোকল, লোকেশন সিলেকশন, শ্রোতা ধারণ ক্ষমতা, অর্গানাইজিং ক্যাপাসিটিসহ সবকিছু অনুকূল হলে, দেশজুড়ে বিভাগীয় পর্যায়ে হয়ত কয়েকটি প্রোগ্রামে অংশগ্রহণ করতে পারি। তবে, সব কিছুই নির্ভর করবে উপযুক্ত পরিবেশ ও পরিস্থিতির ওপর।
মিজানুর রহমান আজহারী লেখেন, দীর্ঘ পাঁচ বছর পর সংক্ষিপ্ত সফরে দেশে এসেছিলাম। বেশিরভাগ সময় পরিবারের সাথেই কাটিয়েছি। এরই মাঝে বিভিন্ন ঘরানার আলিম-ওলামা ও শুভাকাঙ্ক্ষীদের নিয়ে একটি ক্লোজ মিট-আপ প্রোগ্রাম করেছিলাম। আলহামদুলিল্লাহ, সত্যিই সে-দিনটি বেশ উপভোগ্য ছিল। তবে শর্ট নোটিশে প্রোগ্রামটি আয়োজনের কারণে অনেক প্রিয় ভাই আসতে পারেননি। আবার কিছুটা তাড়াহুড়ো করে দাওয়াত দেয়ার কারণে, বেখেয়ালবশত অনেকে বাদ পড়েছেন। আশাকরি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। পরবর্তীতে সবার সাথে সাক্ষাতের প্রত্যাশা রইলো।
প্রসঙ্গত, আওয়ামী লীগ সরকারের চাপের মুখে ২০২০ সালের ফেব্রুয়ারি মাসে বাংলাদেশ থেকে মালয়েশিয়া চলে যাওয়ার ঘোষণা দেন মিজানুর রহমান আজহারী। এরপর থেকে মালয়েশিয়াতেই অবস্থান করছিলেন তিনি। তবে, আওয়ামী সরকারের পতন হলে দীর্ঘ চার বছর পর গত ২ অক্টোবর দেশে ফেরেন তিনি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

বাহাউদ্দিন নাছিমের বাগারম্বড়

দখিনের সময় ডেস্ক: বাংলাদেশ দেউলিয়া হয়ে যাচ্ছে বলে বাগারম্বড় করেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম। তিনি বলেন, দেউলিয়া হওয়ার পথে...

চট্টগ্রাম পূজা পরিষদের সভাপতি-সম্পাদককে অব্যাহতি

দখিনের সময় ডেস্ক: চট্টগ্রাম নগরের জেএমসেন হল পূজামণ্ডপে ‌ইসলামী ভাবধারার সংগীত পরিবেশনের ঘটনায় পূজা উদযাপন পরিষদ চট্টগ্রাম মহানগরের সভাপতি লায়ন আশীষ ভট্টাচার্য ও সাধারণ সম্পাদক...

আমদানির খবরেও ঠান্ডা হয়নি আন্ডার বাজার, সবজির বাজার বেপরোয়া

দখিনের সময় ডেস্ক: ডিমের দাম নিয়ন্ত্রণে বাজার তদারকি বা ভারত থেকে আমদানির উদ্যোগ কাজে আসেনি। আন্ডার বাজার মোটেই ঠান্ডা হয়নি। রাজধানীর বিভিন্ন বাজারে ফার্মের ডিমের...

আওয়ামী লীগের ‘ভোটব্যাংক’ তকমা কাটাতে চান হিন্দু নেতারা

দখিনের সময় ডেস্ক: এখন গুরুত্বপূর্ণ দাবিগুলো একসঙ্গে করে আট দফা দাবি নামে এর বাস্তবায়ন চান হিন্দু নেতারা। যেখানে সংখ্যালঘু নির্যাতনের বিচারে তদন্ত কমিশন গঠন, সংখ্যালঘু...

Recent Comments