Home শীর্ষ খবর আওয়ামী রাষ্ট্রপতির পক্ষে বিএনপি’র শক্ত অবস্থান

আওয়ামী রাষ্ট্রপতির পক্ষে বিএনপি’র শক্ত অবস্থান

দখিনের সময় ডেস্ক:
রাষ্ট্রপতির অপসারণ প্রশ্নে গণঅভ্যুত্থানে নেতৃত্বদানকারী বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, অন্তর্র্বতী সরকার এবং জামায়াতে ইসলামী যেখানে একই সরলরেখায় দাঁড়িয়েছে। সেখানে বিএনপি কেন বেঁকে বসলো এমন প্রশ্ন দেশের মানুষের মনে। সাংবিধানিক শূন্যতা তৈরির কথা খোলামেলা বললেও ভেতরে ভেতরে রাজনৈতিক ষড়যন্ত্রের গন্ধ পাওয়া যাচ্ছে- এমনটই বলছে বিএনপি।
আদতে এই শঙ্কা থেকে রাষ্টপতির পক্ষে বিএনপির কঠোর অবস্থান। এ পরিস্থিতিতে যে কোন ষড়যন্ত্র মোকাবেলায় সর্বোচ্চ সতর্কতা ও দৃঢ় অবস্থানের সিদ্ধান্ত নিয়েছে বিএনপি। নীতি নির্ধারক নেতাদের প্রশ্ন সংবিধানের কোন প্রক্রিয়ায় রাষ্ট্রপতিকে অপসারণ করা হবে? কি উদ্দেশ্য সরানো হবে? এই অপসারণ দেশ ও জনগণের জন্য ইতিবাচক নাকি নেতিবাচক হবে? এমন প্রেক্ষাপটে রাষ্ট্রপতিকে অপসারণের দাবিতে রাজনৈতিক ঐকমত্য তৈরি বেশ কঠিন হয়ে পড়েছে। সেখানে বিএনপি কেন বেঁকে বসলো এমন প্রশ্ন দেশের মানুষের মনে।
রাষ্ট্রপতিকে সরানোর উদ্যোগের সঙ্গে শুধু কি ছাত্ররা জড়িত নাকি পর্দার আড়ালে অন্য কেউ নির্বাচন প্রলম্বিত করতে অন্য খেলা খেলছে? এসব বিষয়ে আরো পর্যালোচনা করবেন বিএনপির নেতারা। রাষ্ট্রপতির পদ থেকে মো. সাহাবুদ্দিনকে অপসারণের প্রশ্নে অন্যতম প্রধান দল বিএনপি আরও একবার শক্তভাবে তাদের অবস্থান জানিয়ে দিয়েছে। রোববার(২৭ অক্টোবর) দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ বিষয়ে হঠকারী কোনো সিদ্ধান্ত না নেওয়ার জন্য অন্তর্র্বতী সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন। ১২-দলীয় জোটও বিএনপির বক্তব্যের প্রতিধ্বনি করেছে। এ মুহূর্তে রাষ্ট্রপতির পদ শূন্য হলে সাংবিধানিক সংকট তৈরি হবে এবং নির্বাচন বিলম্বিত হবে বলে দলটির পক্ষ থেকে বলা হয়েছে। তারাও রাষ্ট্রপতির পদে শূন্যতা এনে সাংবিধানিক সংকট সৃষ্টির পক্ষে নয়।
রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনার প্রক্রিয়ায় রোববার ১২-দলীয় জোট ও গণ অধিকার পরিষদের সঙ্গে বৈঠক করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটি। বিএনপির সঙ্গে যুগপৎ আন্দোলনে ছিল এসব রাজনৈতিক দল। রাষ্ট্রপতির অপসারণের প্রশ্নে রাজনৈতিক ঐকমত্য না হলে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির নেতারা সমাবেশসহ আন্দোলনের কর্মসূচি নেবেন বলেও তাদের জানিয়েছেন।
ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের আমলের রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দীনকে সরিয়ে দেওয়ার বিষয়টি যে বিএনপিতে আটকে গেছে তা পুরোপুরি স্পষ্ট। রাষ্ট্রপতির অপসারণ প্রশ্নে গণঅভ্যুত্থানে নেতৃত্বদানকারী বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, অন্তর্র্বতী সরকার এবং জামায়াতে ইসলামী যেখানে একই সরলরেখায় দাঁড়িয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

শেখ হাসিনার নতুন ফোনালাপ ফাঁস

দখিনের সময় ডেস্ক: সম্প্রতি শেখ হাসিনার ‘কণ্ঠে’ বেশ কয়েকটি ফোনালাপ ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগমাধ্যমে। এর আগে দেশ ছাড়ার পর একবার বিবৃতি দিয়েছেন তিনি। এরপর আওয়ামী...

আওয়ামী রাষ্ট্রপতির পক্ষে বিএনপি’র শক্ত অবস্থান

দখিনের সময় ডেস্ক: রাষ্ট্রপতির অপসারণ প্রশ্নে গণঅভ্যুত্থানে নেতৃত্বদানকারী বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, অন্তর্র্বতী সরকার এবং জামায়াতে ইসলামী যেখানে একই সরলরেখায় দাঁড়িয়েছে। সেখানে বিএনপি কেন বেঁকে বসলো...

আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ চেয়ে হাসনাত-সারজিসের রিট

দখিনের সময় ডেস্ক: রাজনৈতিক দল হিসেবে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ ঘোষণার নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট দায়ের করা হয়েছে। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ ও...

সচিব জাহাঙ্গীর আলমকে বাধ্যতামূলক অবসর

দখিনের সময় ডেস্ক: পরিকল্পনা কমিশনের সদস্য হিসেবে দায়িত্ব পালনরত সচিব মো. জাহাঙ্গীর আলমকে বাধ্যতামূলক অবসরে পাঠিয়েছে অন্তর্র্বতীকালীন সরকার। তাকে অবসরে পাঠিয়ে রোববার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে...

Recent Comments