Home শীর্ষ খবর ভারতীয় গণমাধ্যম অন্তর্র্বতী সরকার নিয়ে নিয়মিত অপপ্রচার চালাচ্ছে: স্বরাষ্ট্র উপদেষ্টা

ভারতীয় গণমাধ্যম অন্তর্র্বতী সরকার নিয়ে নিয়মিত অপপ্রচার চালাচ্ছে: স্বরাষ্ট্র উপদেষ্টা

দখিনের সময় ডেস্ক:
বাংলাদেশের অন্তর্র্বতী সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অবসরপ্রাপ্ত) জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, ভারতীয় গণমাধ্যম অন্তর্র্বতী সরকার নিয়ে নিয়মিত অপপ্রচার চালাচ্ছে। তারা প্রতিদিন মিথ্যা সংবাদ প্রচার করছে। ভারতীয় গণমাধ্যম যেন মিথ্যা প্রতিবেদন প্রচার না করে এ জন্য আমি আপনাদের (বাংলাদেশের সাংবাদিক) সহযোগিতা কামনা করছি।
বৃহস্পতিবার (১৪ নভেম্বর) দুপুরে বরিশালে জেলা পুলিশ লাইন্সে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে বৈঠকের পর সাংবাদিকদের এ কথা বলেন স্বরাষ্ট্র উপদেষ্টা। এ সময় সেখানে উপস্থিত ছিলেন পুলিশের আইজিপি মো. ময়নুল ইসলাম, র‌্যাবের মহাপরিচালক এ কে এম শহিদুর রহমান, বরিশালের বিভাগীয় কমিশনার মো. রায়হান কাওছার, বরিশাল সেনানিবাসের ৭ পদাতিক ডিভিশনের ব্রিগেডিয়ার জেনারেল আমিরুল আজিম।
স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অবসরপ্রাপ্ত) জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন,  সরকারের পক্ষ থেকে বাংলাদেশ নিয়ে অপপ্রচারের প্রতিবাদ অবশ্যই জানানো হবে উল্লেখ করে তিনি বলেন, আমাদের মধ্যে যদি কোনো ভুল বা দুর্নীতি দেখেন তাহলে সেটি আপনারা (দেশের সাংবাদিকরা) বলেন, আমার কোনো দ্বিধা নেই উত্তর দিতে। কিন্তু কোনো মিথ্যা প্রতিবেদন প্রচার করবেন না। মিথ্যা সংবাদ প্রচার করলে বিষয়টি ভিন্নখাতে চলে যায়। ভারতীয় অনেক সাংবাদিক যে মিথ্যা সংবাদ প্রচার করে এটা সবাই জানে। যে কারণে ভারত যদি একটি সত্যি সংবাদ প্রচার করে, তারপরেও সবাই ধারণা করেন যে সেটিও মিথ্যা। ভারতের কিছু কিছু সাংবাদিকের কাজই মিথ্যা প্রতিবেদন করা। এর সবচেয়ে বড় প্রতিবাদ আপনারা (বাংলাদেশের সাংবাদিকরা) করতে পারেন। আপনারা আমাদের চেয়েও বড় শক্তি। স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, সাগর রুনি হত্যাকাণ্ডের বিষয়ে এবার অবশ্যই একটা সুরাহা হবে। এখানে ৬ মাসের সময় দেওয়া হয়েছে। আর আইজিপি সাহেবের নির্দেশে নতুন একটি টিমও করে দেওয়া হয়েছে। এবার সুখবর পাবেন। পুলিশ বাহিনীর আস্থার একটি সংকট ছিল, তবে এটি হঠাৎ করে ঠিক হয়ে যাবে না। কিন্তু আগের থেকে কিছুটা উন্নতি হয়েছে, আরও হবে। তিনি বলেন, এলাকাভিত্তিক নীরব চাঁদাবাজি হলে সংশ্লিষ্ট এসপি, পুলিশ কমিশনার ও ডিআইজিকে জানান। তারা ব্যবস্থা না নিলে আমাকে কিংবা আইজিকে জানান। ব্যবস্থা না নিলে এসপি, পুলিশ কমিশনার ও ডিআইজির বিরুদ্ধে আমরা ব্যবস্থা নেব।
স্বরাষ্ট্র উপদেষ্টা আরও বলেন, মাদক আমাদের বড় সমস্যা। বেশিরভাগ সময়েই মাদক বহনকারীরা ধরা পড়ছে, কিন্তু হোতাগুলো ধরা পড়েনি। কিন্তু এবার বেশ কয়েকজন বড় বড় হোতা ধরা পড়েছে। বদি (আব্দুর রহমান বদি) কিন্তু এবার জেলের ভেতর আছে। শুনলাম কক্সবাজার জেলে তাকে খুব আরামে রাখে, তাই চট্টগ্রামে ট্রান্সফার করে নিয়ে আসা হয়েছে। মাদক আমাদের দেশের বড় সমস্যা। এর সমাধান আমাদের সবাইকে মিলে করতে হবে। আপনাদের কাছে অনুরোধে মাদকের বিষয়ে তথ্য দিন। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর অ্যাকশনে না গেলে তাদের বিরুদ্ধে সরকার অ্যাকশনে যাবে। পুলিশ, র‌্যাব ও সেনাবাহিনীকেও তথ্য দিতে পারেন। সংবাদ আগেই প্রচার করে না দিয়ে সংশ্লিষ্ট দফতরগুলোতে জানান। মিডিয়ায় আগে দিলে অপরাধীরা সজাগ হয়ে যায়। আমরা চাই তারা ঘুমিয়ে থাকা অবস্থাতেই ধরে ফেলতে।
অভ্যুত্থান পরবর্তী সময়ে বিভিন্ন স্থানে পুলিশ হত্যার বিচারের বিষয়ে কী কী আইনি পদক্ষেপ নেওয়া হয়েছে জানতে চাইলে উপদেষ্টা বলেন, অবশ্যই প্রতিটি ঘটনায় আইনি পদক্ষেপ নেওয়া হচ্ছে। আপনারা আগে দেখেছেন পুলিশ বাদী হয়ে অনেক লোকের বিরুদ্ধে মামলা দিতো। এখন কিন্তু পুলিশ মামলা দেয় না, মামলা দেয় সাধারণ মানুষ। অনেক নির্দোষ মানুষের বিরুদ্ধেও মামলা দেওয়া হচ্ছে। এক্ষেত্রে সবাইকে সজাগ হতে হবে। আমি বাহিনী প্রধানদেরও বলেছি, যারা মিথ্যা মামলা করবে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। খারাপ লোককে খারাপ বললে সেও মামলা করে দিচ্ছে, এদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। স্বরাষ্ট্র মন্ত্রণালয় সার্কুলারও দিয়েছে যারা এরকম মামলা করবে সেগুলো না নেওয়ার জন্য। আর নিলেও বাদীর বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে।
স্বরাষ্ট্র উপদেষ্টা মো. জাহাঙ্গীর আলম বলেন, বরিশালে এসে নিজেকে খুব ধন্য মনে করছি। অন্যান্য জায়গার থেকে এখানে আইনশৃঙ্খলা পরিস্থিতি অনেক ভালো। মাঝে মাঝে যদিও রাস্তাটা ব্লক করে ফেলে, এটার জন্য সবাই চেষ্টা করবেন। রাস্তা ব্লক না করে তাদের যে দাবি দাওয়া থাকে সেটা সঠিক চ্যানেলে প্লেস করলে সবচেয়ে ভালো হয়। এখানে ছাত্র প্রতিনিধিরা আছেন, তাদেরও আমি সহায়তা করার জন্য বলেছি। রাস্তা ব্লক করে যাতে জনগণকে ভোগান্তি মধ্যে না ফেলা হয়। তিনি বলেন, আমাদের বাহিনীগুলোকে জনবান্ধব করে গড়ে তুলতে হবে। জনবান্ধব হিসেবে গড়ে তুলতে আমাদের চেষ্টাগুলো নিয়ে এখানে আলোচনা হয়েছে। আমাদের বাহিনীরও অনেক সমস্যা আছে। যেমন, গাড়ি, অর্থসহ নানান লজিস্টিক সমস্যা রয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও কীভাবে উন্নতি করা যায় এ ব্যাপারেও আলোচনা করা হয়েছে।
বরগুনার এসপি অনিয়মের সঙ্গে জড়িত এমন একটি সংবাদের দৃষ্টি আকর্ষণ করা হলে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, তার বিষয়ে তদন্ত করে সঠিক ব্যবস্থা নেওয়া হবে। দুই একদিন দেরি হচ্ছে হয়ত তবে একটি ফরমাল ইনভেস্টিকেশনতো করতেই হবে। আর তাতে যদি তাকে দোষী পাওয়া যায় অবশ্যই তার বিরুদ্ধে শাস্তির ব্যবস্থা করা হবে। অন্যান্য ক্ষেত্রে যারা অন্যায় করলে জেলে নেওয়া হয়, দরকার হলে এদেরও জেলে নেওয়া হবে।
বরিশালের অতিরিক্ত পুলিশ সুপারকে গ্রেপ্তারের পরে ২৪ ঘণ্টায়ও আদালতে সোপর্দ করা হয়নি, এ বিষয়ে আইন কি বলে জানতে চাইলে স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম বলেন, আটক বা গ্রেপ্তারের পর সংশ্লিষ্ট থানায় পৌঁছালে তার ২৪ ঘণ্টা বিবেচনা করতে হবে। জার্নি টাইমটি বাদ যাবে। গ্রেপ্তারের পর ২৪ ঘণ্টার মধ্যে আদালতে সোপর্দর বিধি শিথিল করা হয়নি। আরেক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপদেষ্টা বলেন, পুলিশ সংস্কারে কমিশন কাজ করে যাচ্ছে। তারা রিপোর্ট দিলে সেই অনুযায়ী আমরা কাজ করতে পারবো।
উল্লেখ্য, সকালে সড়কপথে বরিশালে আসেন স্বরাষ্ট্র ও কৃষি মন্ত্রণালয়ের উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মো. জাহাঙ্গীর আলম। দুপুরে আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে বৈঠক করেন তিনি। এরপর বরিশাল খামার বাড়িতে কৃষি অধিদপ্তরের কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে বসেন এ উপদেষ্টা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

আইফোনের স্ক্রিনে সবুজ-কমলা রঙের ডট দেখায় কেন?

দখিনের সময় ডেস্ক: আইফোনের স্ক্রিনে সবুজ অথবা কমলা রঙের ছোট্ট ছোট্ট ডট হয়ত অনেকেই দেখেছেন। কিন্তু এই বিষয়ে অধিকাংশ মানুষ জানেন না। সহজ ভাষায় বলতে...

ডায়াবেটিস নিয়ন্ত্রণে বাধা হতে পারে যে কাজগুলো

দখিনের সময় ডেস্ক: ডায়াবেটিসের সঙ্গে বসবাস করা বেশ চ্যালেঞ্জিং হতে পারে। সময়মতো ওষুধ খাওয়া, রক্তে শর্করার মাত্রা নিরীক্ষণ এবং সঠিক ধরনের খাবার খাওয়া- সব মিলিয়ে...

আগামীতে আর কেউ স্বৈরাচার হতে পারবে না: তারেক রহমান

দখিনের সময় ডেস্ক: বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, ভিন্ন ভিন্ন রাজনৈতিক দল থাকলেও গণতান্ত্রিক বাংলাদেশ প্রতিষ্ঠায় সবার ঐকমত্য রয়েছে। সবারই প্রত্যাশা ফ্যাসিবাদমুক্ত নিরাপদ বাংলাদেশ।...

শিল্পপতি মাসুমের মরদেহ চাপাতি দিয়ে টুকরো টুকরো করে রুমা আক্তার

দখিনের সময় ডেস্ক: রুমার সঙ্গে নারায়ণগঞ্জে শিল্পপতি মাসুমের অনৈতিক সম্পর্ক ছিল। এই প্রেমের সম্পর্ককে কেন্দ্র করে গত ১০ নভেম্বর শেওড়াপাড়া রুমার ভাড়া বাসায় মাসুমকে প্রথমে...

Recent Comments