Home শীর্ষ খবর শেখ হাসিনা পালিয়ে যাবার খবরে নিজের অনুভূতির কথা জানালেন ড. ইউনূস

শেখ হাসিনা পালিয়ে যাবার খবরে নিজের অনুভূতির কথা জানালেন ড. ইউনূস

দখিনের সময় ডেস্ক:
কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরাকে দেয়া সাক্ষাৎকারে একটি অংশ প্রধান উপদেষ্টা প্রফেসর ইউনূসকে প্রশ্ন করা হয়, শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর তার অনুভূতি কেমন হয়েছিল। তিনি অবাক হয়েছিলেন কিনা। জবাবে ড. ইউনূস বলেন, “সবাই অবাক হয়েছিল। কারণ এটি খুব দ্রুত ঘটেছিল।
বাংলাদেশের অন্তবর্তী সরকারের প্রধানের দায়িত্ব গ্রহণ, নির্বাচন আয়োজনসহ বিভিন্ন বিষয় নিয়ে  আলজাজিরাকে দেয়া প্রধান উপদেষ্টা ড. ইউনূস। এই সাক্ষাৎকারের প্রায় আধা ঘণ্টার একটি ভিডিও প্রকাশ করেছে সংবাদমাধ্যমটি। ড. ইউনূস বলেন, শেখ হাসিনা এমনভাবে সুরক্ষিত ছিল যে, কেউ ভাবেনি তিনি পালিয়ে যাবেন। শিক্ষার্থীরা আসছে, তাদের সঙ্গে দেশের সব সাধারণ মানুষ যোগ দিয়েছে। পুরো দেশ থেকে বিশাল পরিমাণ মানুষ জড়ো হয়েছিল। তারা ঢাকার দিকে আসছিল। তার বাড়ির দিকে আসছিল। এরকম বিষয় কেউ শোনেনি, এ পরিস্থিতির জন্য তারা প্রশিক্ষিত ছিল না। কেউ জানত না এটি হবে। তবে আশা ছিল এমন কিছু হবে। কারণ পুরো দেশ তার বিরুদ্ধে ছিল।”
ওই সময় সাক্ষাৎকারী ইউনূসকে থামিয়ে বলেন, “না পুরো দেশ তার বিরুদ্ধে ছিল না। অনেক মানুষ তার পক্ষে আছে।” জবাবে প্রফেসর ইউনূস বলেন, “অবশ্যই পুরো দেশ তার বিরুদ্ধে ছিল। আপনি কী নিশ্চিত তার পক্ষে অনেক মানুষ ছিল? তাদের সংখ্যা খুবই কম। কিন্তু তাদের অনেক ক্ষমতা ছিল। এভাবেই কিছু অল্প সংখ্যক মানুষকে নিয়ে তারা দেশ শাসন করেছে। আমি যখন বলছি পুরো দেশ তার বিরুদ্ধে ছিল। আমি বোঝাচ্ছি পুরো দেশই তার বিরুদ্ধে ছিল।”
‍উল্লেখ্য, গত ৫ আগস্ট ছাত্র-জনতার অভূতপূর্ব গণঅভ্যুত্থানের মুখে দেশ ছেড়ে ভারতে পালিয়ে যান সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ওইদিন তার সরকারি বাসভবন গণভবনের দিকে লাখ লাখ মানুষ রওনা দেন। এরপর অবস্থা বেগতিক দেখে তিনি পালিয়ে যেতে বাধ্য হন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

সব রাজনৈতিক দলের সাথে আলোচনার ভিত্তিতে নির্বাচন অনুষ্ঠিত হবে: ড. ইউনূস

দখিনের সময় ডেস্ক: প্রধান উপদেষ্টা আরও আরও বলেন, সব রাজনৈতিক দলের সাথে আলোচনার ভিত্তিতে নির্বাচন অনুষ্ঠিত হবে। যদি বলা হয়, সংস্কার দরকার নেই, তাড়াতাড়ি নির্বাচনের...

দেশের একটি প্রধান দলের মতামতকে আমরা উপেক্ষা করব না: ড. ইউনূস

দখিনের সময় ডেস্ক: আগামী নির্বাচনে আওয়ামী লীগকে প্রতিদ্বন্দ্বিতার সুযোগ দেয়া হবে কিনা, সে ব্যাপারে অন্তর্র্বতী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেছেন– এটা ইতোমধ্যে ঘোষণা...

আওয়ামী লীগের প্রসঙ্গে যা বললো মার্কিন পররাষ্ট্র দপ্তর

দখিনের সময় ডেস্ক: স্থানীয় সময় সোমবার (১৮ নভেম্বর) প্রেস ব্রিফিংয়ে কথা বলতে আসেন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ম্যাথিউ মিলার। এতে ভারতীয় সাংবাদিক প্রশ্ন করেন, “আওয়ামী লীগের...

মা হতে না পারার দুঃখ অস্কারজয়ী অভিনেত্রীর

দখিনের সময় ডেস্ক: জীবনে যত যশ খ্যাতি যা আছে তার সবই পেয়েছেন মিশেলে ইয়োহ। অভিনয় করেছেন বিশ্বের সেরা সব চলচ্চিত্রে। যার প্রতিদান হিসেবে গত বছর...

Recent Comments