Home শীর্ষ খবর আওয়ামী ‍উন্নয়নের নমুনা, হানিফ ফ্লাইওভার ‍এখন গলার কাটা

আওয়ামী ‍উন্নয়নের নমুনা, হানিফ ফ্লাইওভার ‍এখন গলার কাটা

দখিনের সময় ডেস্ক:
উন্নয়নের কথা বলে শেখ হাসিনা সরকারের সময় অনেক মেঘা প্রজেক্ট গ্রহন করা হয়েছে। এইসব প্রকল্পের আড়ালে হাজারহাজার কোটি টাকা লোপাট ও পাচার করা হয়েছে। আর মেট্রোরেল ছাড়া প্রায় সব প্রকল্পই গলার কাট হয়ে দাড়িয়েছে। ‍এরমধ্যে রাজধানীতে কলংকের মনুমেন্ট হয়ে আছে হানিফ ফ্লাইওভার। অনেকটাই অকেজো রাজধানীর হানিফ ফ্লাইওভার।
পরিবহন বিশেষজ্ঞ অধ্যাপক মো. হাদিউজ্জামান বলেন, হানিফ ফ্লাইওভার প্রশস্ত পিলার দেয়া হয়েছে। অনেকটা জেনে-বুঝেই ‍এটা করা হয়েছে যাতে ফ্লাইওভারটির নিচের সড়কটি ব্যাবহারের অনুপযোগী হয়ে পড়ে এবং সবাই বাধ্য হয়ে ওপরে উঠে। এখন দেখা যাচ্ছে, অনেকগুলো সড়ক এক্সপ্রেসওয়ে ও ন্যাশনাল হাইওয়ের অংশ হয়ে গেছে। তাই, এখন কিন্তু আর হজম করা যাচ্ছে না। অধ্যাপক মো. হাদিউজ্জামান মনে করেন, ইতোমধ্যে লাইফটাইমের আগেই ধারণক্ষমতায় পৌঁছে গিয়েছে ফ্লাইওভারটি।
অনিয়ম, অবহেলা আর গাড়ির অতিরিক্ত চাপে, হানিফ ফ্লাইওভার। ঘণ্টার পর ঘণ্টা যানজটে ভোগান্তি পোহাচ্ছেন যাত্রীরা। টোল দিয়ে সহজ যাতায়াত নিশ্চিত করতে যে ফ্লাইওভার বানানো হয়েছিলো তা এখন গলার কাটা হয়েগেছে। প্রতিটি কর্মদিবসে সকাল ৯ টায় বিশাল জ্যামের সম্মুখীন হতে হয় অফিসগামী মানুষকে। হানিফ ফ্লাইওভারের প্রবেশপথ থেকে ঢাকা-চট্টগ্রাম মহসড়কের দিকে যতদূর চোখ যায়, দেখা মিলবে শুধু যানবাহনের সারি। কখনও কখনও যা ছাড়িয়ে যায় সাইনবোর্ড পর্যন্ত। একজন অফিসগামী ভুক্তভোগী জানান, অফিস ৯টায়। তবে, জ্যামের কারণে বাসা থেকে বের হতে হয় সকাল ৭টায়। ট্রাফিকটা যদি একটু ভালোভাবে নিয়ন্ত্রণ করা যেতো, তাহলে এতো সকালে জ্যাম হতো না।
শুধু অফিসগামী নয়, ঢাকা-চট্টগ্রাম এবং ঢাকা সিলেট মহাসড়ক দিয়ে যারা হানিফ ফ্লাইওভার হয়ে রাজধানীতে প্রবেশ করেন, তাদের প্রতিদিনের সকালটা হয় এমন ভোগান্তির। ঘন্টার পর ঘন্টা কেটে যায় যানজটে। ঢাকা-চট্টগ্রাম এবং ঢাকা সিলেট “চার লেনের” মহাসড়কের গাড়ি ফ্লাইওভারের মুখে এসে হয়ে যায় দুই লেইন। এতে টোল ব্রীজের মুখে তৈরি হয় বিশাল জটলা। আবার এখানেও ওঠানামা করে যাত্রী। দ্রুতই যানজট ছড়িয়ে পড়ে কয়েক কিলোমিটার। আইনশৃঙ্খলা বাহিনীর একজন সদস্য বলেছেন, যাত্রী নামানোর পর দেখা যাচ্ছে একটি গাড়ি স্লো হচ্ছে। সেটির কারণে পেছনে আরেকটি গাড়ি স্লো হচ্ছে। এভাবেই দীর্ঘ জ্যাম সৃষ্টি হয়।
দীর্ঘ যানজট ঠেলে ফ্লাইওভারে ওঠার পর, কয়েক মিনিটে আবারও আটকে যায় চাকা। এবার ১৮ জেলার গাড়ির সাথে যুক্ত হয়, ধোলাইপাড় র‍্যাম্প ধরে আসা দক্ষিণাঞ্চলের গাড়ি। গাড়ির চাপ প্রচণ্ড বাড়লেও নামার সংকচিত র‍্যাম্পে যানবাহনের গতি হয়ে পড়ে আরও শ্লথ। ফ্লাইওভারের ওপরই লাগে ঘন্টাখানেক। নামার পরও মুক্তি নেই। এখানে পড়তে হয় লোকাল বাস ঘুরানোর যন্ত্রণায়। রাস্তায় দাঁড়িয়ে বাস-প্রতি ৬০ টাকা নিচ্ছেন লাইনম্যান। সিটি করপোরেশনের স্লিপ ধরিয়ে, টাকা তোলে শৈলি এন্টারপ্রাইজ নামের প্রতিষ্ঠান।
প্রায় ১১ কিলোমিটারের এই ফ্লাইওভারটির নিচের সড়কের দিকে। পিলারের কারণে সংকুচিত নিচের সড়ক। যত্রতত্র পার্কিংয়ের পাশাপাশি ছোট দুই লেইনের দখল, বিভিন্ন পরিবহন কোম্পানির। বিশেষজ্ঞরা বলছেন, ত্রুটি ছিল নির্মাণে। এরমধ্যেই ধারণক্ষমতা হারিয়েছে ফ্লাইওভারটি। উল্লেখ্য, ২০১৩ সালে চালু হয় গুলিস্থান যাত্রাবাড়ির ওপর দিয়ে নির্মিত হানিফ ফ্লাইওভার। এ পথে এখন স্বস্তির বদলে ভোগান্তি নিত্যসঙ্গী।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

মৌসুমী হামিদ বিচারকের আসনে

দখিনের সময় ডেস্কঃ যাত্রা শুরু হলো নারীদের সৌন্দর্য বিষয়ক রিয়্যালিটি শো ‘মিস অ্যান্ড মিসেস এলিগ্যান্স বাংলাদেশ’। এই প্রতিযোগিতার প্রথম সিজনে আন্তর্জাতিক বিচারকদের পাশাপাশি বাংলাদেশ থেকে...

পানি উন্নয়ন বোর্ডের অতিরিক্ত মহাপরিচালক এসএম অজিয়র রহমান আত্মগোপনে, ছিলেন প্রতিমন্ত্রীর পকেটের লোক

দখিনের সময় ডেস্ক: পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) অতিরিক্ত মহাপরিচালক (এডিজি) এসএম অজিয়র রহমান আত্মগোপনে গেছেন। পাউবোর নিজস্ব জনবলের বাইরে মন্ত্রণালয়ের একমাত্র প্রতিনিধি হিসাবে প্রশাসনিক দায়িত্ব...

আওয়ামী ‍উন্নয়নের নমুনা, হানিফ ফ্লাইওভার ‍এখন গলার কাটা

দখিনের সময় ডেস্ক: উন্নয়নের কথা বলে শেখ হাসিনা সরকারের সময় অনেক মেঘা প্রজেক্ট গ্রহন করা হয়েছে। এইসব প্রকল্পের আড়ালে হাজারহাজার কোটি টাকা লোপাট ও পাচার...

নিজেকে সিঙ্গাপুরের নাগরিক দাবী করলেন এস আলম, চাইলেন বিনিয়োগের সুরক্ষা

দখিনের সময় ডেস্ক: এস আলম গ্রুপের কর্ণধার মো. সাইফুল আলম নিজেকে সিঙ্গাপুরের নাগরিক হিসেবে দাবি করেছেন। বাংলাদেশ ব্যাংক গ্রুপটির বিরুদ্ধে ‘ভীতি প্রদর্শনমূলক ব্যবস্থা’ নিচ্ছে দাবি...

Recent Comments