Home রাজনীতি বরিশাল মহানগর ছাত্রলীগ সভাপতিকে অব্যাহতি, কমিটি বিলুপ্ত

বরিশাল মহানগর ছাত্রলীগ সভাপতিকে অব্যাহতি, কমিটি বিলুপ্ত

দখিনের সময় ডেক্স:

বরিশাল মহানগর ছাত্রলীগ সভাপতি মো. জসিম উদ্দিনকে দলীয় পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। সংগঠনের শৃঙ্খলা পরিপন্থী কার্যকলাপে জড়িত থাকার অভিযোগে আজ মঙ্গলবার(২৫ওম) তাকে অব্যাহতি দেওয়া হয়। একই সাথে মেয়াদোত্তীর্ণ হওয়ায় বরিশাল মহানগর ছাত্রলীগের কমিটি বিলুপ্ত ঘোষণা করে কেন্দ্রীয় ছাত্রলীগ।

কেন্দ্রীয় ছাত্রলীগ সভাপতি আল নাহিয়ান খান জয় এবং সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, কেন্দ্রীয় ছাত্রলীগের জরুরি সিদ্ধান্ত মোতাবেক দলীয় শৃঙ্খলা পরিপন্থী কাজে জড়িত থাকার অভিযোগে বরিশাল মহানগর ছাত্রলীগ সভাপতি মো. জসিম উদ্দিনকে নিজ পদ থেকে অব্যাহতি প্রদান করা হয়। একই সাথে মেয়াদোত্তীর্ণ হওয়ায় বরিশাল মহানগর ছাত্রলীগের কমিটি বিলুপ্ত ঘোষণার কথাও জানানো হয় বিজ্ঞপ্তিতে।

প্রসঙ্গত, স্কুল শিক্ষিকা এক তরুণীকে বিয়ের প্রলোভনে ধর্ষণের অভিযোগে গত ২১ এপ্রিল জসিম উদ্দিনের বিরুদ্ধে নগরীর বিমান বন্দর থানায় একটি মামলা দায়ের হয়। এই মামলা দায়েরের পর থেকে জসিম পলাতক রয়েছেন।

এর আগে ২০১৭ সালের ১৮ সেপ্টেম্বর বরিশাল মহানগর ছাত্রলীগের সাধারণ সম্পাদক অসীম দেওয়ানের বিরুদ্ধে নারায়নগঞ্জের রূপগঞ্জ থানায় এক তরুণী অপহরণ এবং অস্ত্র মামলা দায়ের হয়। ওই মামলায় গ্রেফতারে পর কিছুদিন কারাভোগ করে জামিনে মুক্ত হন অসীম দেওয়ান।

২০১১ সালে গঠিত ৩ সদস্য বিশিষ্ট এই কমিটির অপরজন সাংগঠনিক সম্পাদক তৌছিক আহম্মেদ রাহাত বরিশাল বিশ্ববিদ্যালয়ে স্টোর অফিসার পদে চাকরির সুবাদে রাজনীতিতে নিস্ক্রিয়। বিলুপ্ত হওয়ার আগ পর্যন্ত গত ১০ বছরেও ওই কমিটি পূর্ণাঙ্গ করতে পারেনি ওই কমিটির নেতারা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্র-শিক্ষক রাজনীতি নিষিদ্ধ

দখিনের সময় ডেস্ক: ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ছাত্র, শিক্ষক ও কর্মকর্তা-কর্মচারীদের সব ধরনের রাজনৈতিক কর্মকাণ্ড বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। আজ বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ নীতি-নির্ধারণী ফোরাম...

মানহানির মামলায় খালাস পেলেন তারেক রহমান

দখিনের সময় ডেস্ক: বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান হবিগঞ্জে মানহানির একটি মামলা থেকে খালাস পেয়েছেন । বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) সকালে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আবদুল আলীম...

সাবেক ছাত্রলীগ নেতাকে হত্যা: ৮ শিক্ষার্থী বহিষ্কার

দখিনের সময় ডেস্ক: জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী ও ছাত্রলীগ নেতা শামীম মোল্লাকে পিটিয়ে হত্যা করার ঘটনায় অভিযুক্ত বিশ্ববিদ্যালয়ের আটজন শিক্ষার্থীকে সাময়িক বহিষ্কার করেছে কর্তৃপক্ষ। সাময়িক...

বাউফলে শিক্ষার্থীদের সড়ক অবরোধ

বাউফল প্রতিনিধিঃ পটুয়াখালীর বাউফলে কালাইয়া-বাউফল ও বরিশাল সড়ক অবরোধ করেছেন কয়েকশ বিক্ষুব্ধ শিক্ষার্থী। আজ বৃহস্পতিবার বেলা ১১ টা থেকে দুপুর ১ পর্যন্ত দুই ঘন্টা দাশপাড়া...

Recent Comments