দখিনের সময় ডেস্ক:
মঠবাড়িয়ায় ঘূর্ণিঝড় ইয়াসের প্রভাবে জলোচ্ছ্বাসে সুন্দরবন থেকে ভেসে আসা দুই হরিণ লোকালয়ে উদ্ধার হয়েছে। আজ বৃহস্পতিবার (২৭ মে) সকাল ৬টার দিকে মঠবাড়িয়ার বলেশ্বর নদ তীরবর্তী বেতমোর ইউনিয়নের উললুবাড়িয়া ও আমড়াগাছিয়া ইউনিয়নের গোলবুনীয়া গ্রামবাসির হাতে বিপন্ন দু’টি হরিণ আটক হয়। ঘূর্ণিঝড় ইয়াসের প্রভাবে সুন্দরবনে জলোচ্ছ্বাসে হরিণ দু’টি বলেশ্বর নদী সাঁতরে লোকালয়ে ঢুকে পড়েছে বলে ধারণা করা হচ্ছে।
মঠবাড়িয়া উপজেলা বন সংরক্ষক মো. ফকর উদ্দিন ঘটনা নিশ্চিত করে জানান, উদ্ধারকৃত হরিণ দু’টি সুনন্দরবন শরণকোলা রেঞ্জে হস্তান্তর করা হয়েছে। ইয়াস এর প্রভাবে সুন্দরবনে জলোচ্ছ্বাস ও ঝড়ের কবলে পরে হয়তো লোকালয়ে আরও কিছু হরিণ ঢুকতে পারে। আমরা নজর রাখছি।