Home অন্যান্য করোনা ভাইরাস করোনার ভারতীয় ধরণে সারাদেশে মৃত্যু বাড়ছে, আট দিনে মৃত্যু বেড়ে দ্বিগুণ

করোনার ভারতীয় ধরণে সারাদেশে মৃত্যু বাড়ছে, আট দিনে মৃত্যু বেড়ে দ্বিগুণ

দখিনের সময় ডেস্ক:

করোনা ভাইরাসের নতুন ভ্যারিয়েন্ট ডেল্টার (ভারতীয়) সামাজিক সংক্রমণ ঘটায় সারাদেশে মৃত্যু গত কয়েক সপ্তাহ ধরেই বাড়ছে। গত আট দিনের ব্যবধানে মৃত্যু বেড়ে দ্বিগুণ হয়েছে। গত ১২ জুন মৃতের সংখ্যা ছিল ৪০ জন। যা গত ২৪ ঘণ্টায় এসে দাঁড়িয়েছে ৮২ জনে। যা এক দিনের মৃত্যুর হিসাবে গত ৫২ দিনের মধ্যে সবচেয়ে বেশি।

বিশেষজ্ঞরা বলছেন, আইন-শৃঙ্খলা বাহিনী সত্যিকার অর্থে সক্রিয় থাকলে করোনার এই ভয়াবহ অবস্থার সৃষ্টি হতো না।প্রধানমন্ত্রী শেখ হাসিনার ব্যক্তিগত চিকিত্সক অধ্যাপক ডা. এবিএম আব্দুল্লাহর অভিমত, স্বাস্থ্যবিধি মানতে প্রশাসন ও জনপ্রতিনিধিদের সম্পৃক্ত করে জনগণকে উদ্বুদ্ধ করতে হবে। সচেতনতা বৃদ্ধি করতে হবে। প্রয়োজনে স্বাস্থ্যবিধি মানাতে জেল-জরিমানাসহ যা করা প্রয়োজন তাই করতে হবে।

গত আট দিনে মোট ৫১৭ জন মারা গেছেন। এরমধ্যে গত ১৯ জুন ৬৭ জন, ১৮ জুন ৫৪ জন, ১৭ জুন ৬৩ জন, ১৬ জুন ৬০ জন, ১৫ জুন ৫০ জন, ১৪ জুন ৫৪ জন এবং ১৩ জুন ৪৭ জন মারা গেছেন। এদিকে রাজধানীতে সংক্রমণ ব্যাপক হারে বাড়ছে। গত সপ্তাহে যেখানে ঢাকায় দৈনিক শনাক্তের হার ছিল ৫ শতাংশ, তা এখন ৯ শতাংশ ছাড়িয়েছে। গত ২৪ ঘণ্টায় শনাক্ত হওয়া নতুন রোগীদের মধ্যে দুই হাজারই ঢাকা ও রাজশাহী বিভাগের বাসিন্দা। এই দুই বিভাগ মিলিয়ে গত এক দিনে ২০৬৮ জন কোভিড রোগী শনাক্ত হয়েছে, যা সারা দেশে মোট শনাক্তের ৫৭ শতাংশ।

বিশেষজ্ঞ চিকিৎসকরা বলছেন, সীমান্তবর্তী জেলাগুলোতে সংক্রমণ বৃদ্ধির প্রেক্ষিতে লকডাউন দেওয়া হয়েছিল। কিন্তু সেই লকডাউন সঠিকভাবে বাস্তবায়ন হয়নি। এক্ষেত্রে প্রশাসন চরম ব্যর্থতার পরিচয় দিয়েছে। স্বাস্থ্যবিধি মানাতে ব্যর্থ হওয়ায় পরিস্থিতি খারাপের দিকে যাচ্ছে। এখন সীমান্তবর্তী জেলাগুলোর পাশাপাশি সব জেলায় সংক্রমণ বাড়ছে। এখনো সময় আছে, সবার সতর্ক হতে হবে। যেহেতু টিকা পাওয়া অনিশ্চিত, তাই সংক্রমণ নিয়ন্ত্রণের একমাত্র ভরসা হলো স্বাস্থ্যবিধি মেনে চলা। একই সঙ্গে ২০১৮ সালের সংক্রামক আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা নিতে হবে। করোনা প্রতিরোধে এখন সামাজিক আন্দোলন গড়ে তোলার বিকল্প নেই।

এদিকে ৩ হাজার ৬৪১ জন নতুন রোগী নিয়ে দেশে এ পর্যন্ত শনাক্ত রোগীর মোট সংখ্যা দাঁড়িয়েছে ৮ লাখ ৫১ হাজার ৬৬৮ জনে। তাদের মধ্যে ১৩ হাজার ৫৪৮ জনের প্রাণ কেড়ে নিয়েছে এ ভাইরাস। স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল বাসার মোহাম্মদ খুরশীদ আলম বলেন, সংক্রমণ নিয়ন্ত্রণে কী করতে হবে, সেটা আমরা শুধু সুপারিশ করতে পারি। কিন্তু তা বাস্তাবয়ন করবে অন্যান্য প্রশাসন। সামনে কোরবানি ঈদ উপলক্ষ্যে করণীয় কী সেই সুপারিশ আগামী দুই একদিনের মধ্যে আমরা সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও আইন-শৃঙ্খলা বাহিনীর কাছে পৌঁছে দেবো। করোনার টিকা আগামী মাসের প্রথম সপ্তাহে পাওয়া যাবে বলেও তিনি জানান।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

শিবিরকে প্রকাশ্যে রাজনীতি চর্চার আহ্বান ছাত্রদল সেক্রেটারির

দখিনের সময় ডেস্ক: বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরকে প্রকাশ্যে গণতান্ত্রিক রাজনীতি চর্চার আহ্বান জানিয়েছেন জাতীয়তাবাদী ছাত্রদলের সেক্রেটারি নাসির উদ্দিন। মঙ্গলবার দৈনিক কালবেলার সঙ্গে এক সংক্ষিপ্ত আলোচনায় নাসির...

দাঁতে ব্যথা দূর করার ঘরোয়া উপায়

দখিনের সময় ডেস্ক: দাঁতের ক্ষয়, চোয়াল বা দাঁতের মধ্যে সংক্রমণ, মাড়ির রোগ বা আঘাতের মতো বিভিন্ন কারণে দাঁত ব্যথা হতে পারে। এই ব্যথা দৈনন্দিন সব...

শেখ হাসিনা আওয়ামী লীগের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছেন: সোহেল তাজ

দখিনের সময় ডেস্ক: সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী তানজিম আহমেদ সোহেল বলেছেন, শেখ হাসিনা আমার সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছেন, আওয়ামী লীগের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছেন, বাংলাদেশের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছেন।...

১৮ মাসের মধ্যে নির্বাচন হতে অন্তর্র্বতী সরকারকে সাহায্য করবে সেনাবাহিনী: জেনারেল ওয়াকার-উজ-জামান

দখিনের সময় ডেস্ক: সেনাপ্রধান বলেছেন রাষ্ট্রের প্রয়োজনীয় সংস্কার করে ১৮ মাসের মধ্যে যেন নির্বাচন অনুষ্ঠিত হতে পারে, সে জন্য অন্তর্র্বতী সরকারকে সাহায্য করবে সেনাবাহিনী।‘যাই হোক...

Recent Comments