Home শীর্ষ খবর করোনা সংক্রমণ বৃদ্ধিতে পশুর হাট নিয়ে অনিশ্চয়তা

করোনা সংক্রমণ বৃদ্ধিতে পশুর হাট নিয়ে অনিশ্চয়তা

স্টাফ রিপোর্টার:

বাড়ছে করোনা সংক্রমণ। এরই মধ্যে করোনার সংক্রমণ বাড়ার কারণে ১ জুলাই থেকে দেওয়া হয়েছে কঠোর লকডাউন। এদিকে কুরবানীরন ঈদ প্রায় সমাগত। এ আবস্থায় পশুর হাট নিয়ে দেখা দিয়েছে অনিশ্চয়তা।  বাড়তি সংক্রমণের মধ্যে কীভাবে  পশুর হাটে স্বাস্থ্যবিধি নিশ্চিত হবে এ নিয়ে শঙ্কা দেখা দিয়েছে। এছাড়া কীভাবে খামারিরা গরুসহ হাটে আসবেন? এর মাধ্যমে করোনার সংক্রমণ আরো ছড়িয়ে পড়বে কি না, এ নিয়েও রয়েছে শঙ্কা।

করোনার কারণে অনলাইনে হাট বসানোর পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা। অন্যদিকে সিটি করপোরেশন বলছে, পরিস্থিতি অনুযায়ী হাট কমতে পারে। সিটি করপোরেশন জানায়, পশুর হাট বসলে স্বাস্থ্যবিধির বিষয়ে কঠোর থাকবে তারা। হাটে আসা ক্রেতা ও বিক্রেতাদের সাবান দিয়ে হাত ধোয়ার ব্যবস্থা রাখা। উল্রেখ্য, গত বছর কোরবানির সময় অনলাইনে জমে উঠেছিল পশুর হাট। অনলাইনভিত্তিক পশুর হাটে কোরবানির পশু বেচাবিক্রি হওয়ায় স্থায়ী ও অস্থায়ী হাটের ওপর চাপ কিছুটা কম ছিল। অনেকেই পশুর হাটে না গিয়েও অনলাইন প্ল্যাটফরমের মাধ্যমে কেনাকাটা সেরেছেন।

জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, হাটে চাপ কমাতে অনলাইনে হাটের বিকল্প নেই। জনস্বাস্থ্য বিশেষজ্ঞ ডা. লেনিন চৌধুরী বলেন, আগামী দুই-তিন সপ্তাহ পর কী হবে তা বলা যাচ্ছে না। তবে এই অবস্থা থাকলে পশুর হাটের ক্ষেত্রে সংখ্যা কমিয়ে অনলাইনে পশুর হাটের ওপর গুরুত্ব দিতে হবে। কারণ অনলাইনে কেনাকাটা বাড়লে হাটে ভিড় কম হবে। এছাড়া রাজধানীর আশপাশে খোলা জায়গায় হাট বসানো যেতে পারে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

চিরনিদ্রায় শায়িত হলেন গণপিটুনিতে নিহত তোফাজ্জল

দখিনের সময় ডেস্ক: ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) শিক্ষার্থীদের গণপিটুনিতে নিহত মাসুদ কামাল তোফাজ্জলের জানাজা শেষে বরগুনার পাথরঘাটায় পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন করা হয়েছে। শুক্রবার (২০ সেপ্টেম্বর) সকালে...

অতিরিক্ত ডিআইজি মশিউর গ্রেফতার

দখিনের সময় ডেস্ক: চট্টগ্রাম থেকে বাংলাদেশ পুলিশের চট্টগ্রাম রেঞ্জের অতিরিক্ত ডিআইজি মশিউর রহমান গ্রেফতার হয়েছেন। গতকাল বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) তাকে আটক করা হয়। নিউমার্কেট থানার...

ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্র-শিক্ষক রাজনীতি নিষিদ্ধ

দখিনের সময় ডেস্ক: ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ছাত্র, শিক্ষক ও কর্মকর্তা-কর্মচারীদের সব ধরনের রাজনৈতিক কর্মকাণ্ড বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। আজ বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ নীতি-নির্ধারণী ফোরাম...

মানহানির মামলায় খালাস পেলেন তারেক রহমান

দখিনের সময় ডেস্ক: বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান হবিগঞ্জে মানহানির একটি মামলা থেকে খালাস পেয়েছেন । বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) সকালে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আবদুল আলীম...

Recent Comments