Home আন্তর্জাতিক ৯২ আরোহী নিয়ে বিধ্বস্ত ফিলিপাইনের সামরিক বিমান, নিহত ১৭

৯২ আরোহী নিয়ে বিধ্বস্ত ফিলিপাইনের সামরিক বিমান, নিহত ১৭

দখিনের সময় ডেস্ক:

ফিলিপাইনে সামরিক বিমান (সি-১৩০) বিধ্বস্তের ঘটনায় এখন পর্যন্ত ১৭ জন নিহত হয়েছেন। আহত অবস্থায় উদ্ধার করা হয়েছে আরও ৪০ জনকে। তাদেরকে স্থানীয় হাসপাতালে নেওয়া হয়েছে। এক বিবৃতিতে তথ্যটি নিশ্চিত করেছেন দেশটির প্রতিরক্ষা মন্ত্রী ডেলফিন লরেনজানা।

বিমানে ৯২ জন আরোহী ছিলেন বলেও তিনি জানান। খবর প্রকাশ করেছে বার্তা সংস্থা রয়টার্স, এপি ও আল জাজিরা।

রোববার ফিলিপাইনের সুলু প্রদেশে এ দুর্ঘটনা ঘটে। সেনাবাহিনীর চিফ অব স্টাফ জেনারেল সিরিলিটো সোবেজানা বলেছেন, উদ্ধারকৃতদের ধ্বংসস্তূপ থেকে টেনে টেনে বের করা হয়েছে।

অধিকাংশ সেনাই গুরুতর আহত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। বিমানটি বিধ্বস্ত হওয়ার মূল কারণ সম্পর্কে এখনও জানা যায়নি।

চিফ অফ স্টাফ জেনারেল সিরিলিটো সোবেজানা জানিয়েছেন, বিমানটিতে ৯২ জন আরোহী ছিল। রোববার দুপুরের আগে সুলু প্রদেশের পাটিকুলের পাহাড়ি শহর বাঙকাল এলাকায় অবতরণের সময় এটি বিধ্বস্ত হয় বলে উল্লেখ করেছেন সিরিলিটো সোবেজানা।

প্রতিরক্ষা সচিব ডেলফিন লরেনজানা জানিয়েছেন, এখনও উদ্ধারকাজ চলছে। বিমানটিতে তিনজন পাইলট এবং পাঁচ জন ক্রুসহ ৯২ জন লোক ছিল। বাকিরা ছিলেন সেনাবাহিনীর সদস্য।

সোবেজানা জানিয়েছে, বিমানটি দক্ষিণ ক্যাগান দে ওরো শহর থেকে সেনা পরিবহন করছিল। মুসলিম প্রদেশ সুলুতে কয়েক দশক ধরে সরকারি বাহিনী আবু সাইয়াফ জঙ্গিদের বিরুদ্ধে লড়াই করে আসছে। সেখান থেকেই আসছিল এই সেনারা।

সোবেজানা সাংবাদিকদের বলেন, এটি খুব দুর্ভাগ্যজনক। বিমানটি ল্যান্ডিংয়ের সময় রানওয়ে মিস করে ফেলে এবং ফের ওড়ার চেষ্টা করে। কিন্তু ব্যর্থ হয়ে বিধ্বস্ত হয়।

প্রসঙ্গত, বিধ্বস্ত হওয়া লকহিড সি-১৩০ হারকিউলিস বিমানটি মার্কিন সামরিক বাহিনীর অন্যতম সামরিক বিমান ছিল। এ বছর সামরিক সহায়তার অংশ হিসাবে মার্কিন এয়ার ফোর্স বিমানটি ফিলিপাইনের হাতে তুলে দেয়।

সূত্র :এপি

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

বিআরইউ’র সভাপতি আনিসুর, সম্পাদক খালিদ

নিজস্ব প্রতিবেদক : বরিশাল রিপোর্টার্স ইউনিটির (বিআরইউ) সভাপতি আনিসুর রহমান খান স্বপন (নিউ এইজ / ঢাকা ট্রিবিউন) আর সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন খালিদ সাইফুল্লাহ (নয়া...

চিরনিদ্রায় শায়িত হলেন গণপিটুনিতে নিহত তোফাজ্জল

দখিনের সময় ডেস্ক: ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) শিক্ষার্থীদের গণপিটুনিতে নিহত মাসুদ কামাল তোফাজ্জলের জানাজা শেষে বরগুনার পাথরঘাটায় পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন করা হয়েছে। শুক্রবার (২০ সেপ্টেম্বর) সকালে...

অতিরিক্ত ডিআইজি মশিউর গ্রেফতার

দখিনের সময় ডেস্ক: চট্টগ্রাম থেকে বাংলাদেশ পুলিশের চট্টগ্রাম রেঞ্জের অতিরিক্ত ডিআইজি মশিউর রহমান গ্রেফতার হয়েছেন। গতকাল বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) তাকে আটক করা হয়। নিউমার্কেট থানার...

ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্র-শিক্ষক রাজনীতি নিষিদ্ধ

দখিনের সময় ডেস্ক: ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ছাত্র, শিক্ষক ও কর্মকর্তা-কর্মচারীদের সব ধরনের রাজনৈতিক কর্মকাণ্ড বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। আজ বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ নীতি-নির্ধারণী ফোরাম...

Recent Comments