Home অন্যান্য নির্বাচিত খবর অন্যের হয়ে জেল খাটা সেই নারীর রহস্যজনক মৃত্যু

অন্যের হয়ে জেল খাটা সেই নারীর রহস্যজনক মৃত্যু

দখিনের সময় ডেস্ক:

অন্যের হয়ে তিন বছর সাজা খেটে কারাগার থেকে বের হয়ে আসার ১২ দিনের মাথায় ‘সড়ক দুর্ঘটনায়’ মারা গেলেন মিনু আক্তার। একটি হত্যা মামলায় যাবজ্জীবন কারাদণ্ড পাওয়া এক আসামির পরিবর্তে জেল খাটছিলেন এই হতদরিদ্র নারী। উচ্চ আদালতের নির্দেশে গত ১৬ জুন তিনি চট্টগ্রাম কারাগার থেকে মুক্তি পান।

পুলিশের দাবি, গত ২৮ জুন ভোরে নগরীর বায়েজিদ-ভাটিয়ারি লিংক রোডে ট্রাকের ধাক্কায় মিনু আহত হয়ে মারা গেছেন। তবে তাৎক্ষণিকভাবে পরিচয় নিশ্চিত হতে না পারায় তাকে শনাক্ত করা যায়নি। অজ্ঞাত পরিচয় লাশ হিসেবে তাকে দাফন করে আনজুমানে মুফিদুল ইসলাম। দুর্ঘটনার চার দিন পর গত শনিবার (৩ জুলাই) পুলিশের কাছে ছবি দেখে মিনুকে শনাক্ত করেন তার ভাই রুবেল।

বায়েজিদ থানার ওসি মো. কামরুজ্জামান বলেন, দ্রুতগামী ট্রাকের ধাক্কায় গুরুতর আহত মিনু আক্তারকে চমেক হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ঘটনার পর ঘাতক ট্রাকটি দ্রুত পালিয়ে গেছে। আমরা ভিডিও ফুটেজ দেখে ট্রাক ও চালককে আটক করার চেষ্টা করছি। এ ঘটনায় থানায় মামলা হয়েছে।

এদিকে, সড়ক দুর্ঘটনায় মিনুর মৃত্যু হয়েছে বলে পুলিশ দাবি করলেও ঘটনাটিকে ‘রহস্যজনক’ উল্লেখ করে ঘটনার সুষ্ঠু তদন্ত দাবি করেছেন তার আইনজীবী গোলাম মাওলা মুরাদ। তিনি জানান, ২০০৬ সালে নগরের কোতোয়ালি থানার রহমতগঞ্জ এলাকায় এক গার্মেন্টস কর্মীকে গলা টিপে হত্যার ঘটনায় কোতোয়ালি থানায় দায়ের হওয়া মামলায় গ্রেফতার হয়ে কারাগারে যান কুলসুমি নামে এক নারী। ২০০৭ সালের ২৬ অক্টোবর থেকে ২০০৯ সালের ১৮ ফেব্রুয়ারি পর্যন্ত প্রায় দেড় বছর কারাগারে কাটানোর পর আদালত তার জামিন মঞ্জুর করেন।

২০১৭ সালের নভেম্বরে মামলার রায়ে কুলসুমির যাবজ্জীবন কারাদণ্ড হয়। তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে আদালত। ২০১৮ সালের ১২ জুন কুলসুমি সেজে আদালতে আত্মসমর্পণ করে কারাগারে যান মিনু। ২০১৯ সালের ২৩ এপ্রিল কুলসুমির নামে মিনুর টিপসই নিয়ে হাইকোর্টে আপিল করা হয়। ৩০ এপ্রিল হাইকোর্ট আপিল গ্রহণ করে। কয়েক দফা শুনানির পর নিম্ন আদালতের সন্তুষ্টি সাপেক্ষে মিনুকে জামিনে সাময়িক মুক্তির নির্দেশ দেয় হাইকোর্ট। এরপর ১৬ জুন মিনু মুক্তি পান। এর নিহত হন ট্রাকের ধাক্কায়। যাকে মনে করা হচ্ছে রহস্যজনক বলে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

শিবিরকে প্রকাশ্যে রাজনীতি চর্চার আহ্বান ছাত্রদল সেক্রেটারির

দখিনের সময় ডেস্ক: বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরকে প্রকাশ্যে গণতান্ত্রিক রাজনীতি চর্চার আহ্বান জানিয়েছেন জাতীয়তাবাদী ছাত্রদলের সেক্রেটারি নাসির উদ্দিন। মঙ্গলবার দৈনিক কালবেলার সঙ্গে এক সংক্ষিপ্ত আলোচনায় নাসির...

দাঁতে ব্যথা দূর করার ঘরোয়া উপায়

দখিনের সময় ডেস্ক: দাঁতের ক্ষয়, চোয়াল বা দাঁতের মধ্যে সংক্রমণ, মাড়ির রোগ বা আঘাতের মতো বিভিন্ন কারণে দাঁত ব্যথা হতে পারে। এই ব্যথা দৈনন্দিন সব...

শেখ হাসিনা আওয়ামী লীগের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছেন: সোহেল তাজ

দখিনের সময় ডেস্ক: সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী তানজিম আহমেদ সোহেল বলেছেন, শেখ হাসিনা আমার সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছেন, আওয়ামী লীগের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছেন, বাংলাদেশের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছেন।...

১৮ মাসের মধ্যে নির্বাচন হতে অন্তর্র্বতী সরকারকে সাহায্য করবে সেনাবাহিনী: জেনারেল ওয়াকার-উজ-জামান

দখিনের সময় ডেস্ক: সেনাপ্রধান বলেছেন রাষ্ট্রের প্রয়োজনীয় সংস্কার করে ১৮ মাসের মধ্যে যেন নির্বাচন অনুষ্ঠিত হতে পারে, সে জন্য অন্তর্র্বতী সরকারকে সাহায্য করবে সেনাবাহিনী।‘যাই হোক...

Recent Comments