Home বিনোদন রাজ কুন্দ্রার সঙ্গে তুমুল বিবাদে জড়িয়ে কাঁদলেন শিল্পা, থামালেন পুলিশ

রাজ কুন্দ্রার সঙ্গে তুমুল বিবাদে জড়িয়ে কাঁদলেন শিল্পা, থামালেন পুলিশ

দখিনের সময় ডেস্ক ।।

অভিনেত্রী শিল্পা শেঠির স্বামী ধনকুবের রাজ কুন্দ্রার পর্নকাণ্ড, শুধু বলিউডেই নয়, বিষয়টি নিয়ে আলোচনা- সমালোচনার ঝড় বইছে গোটা ভারতজুড়ে। এ ঘটনার প্রতি মুহূর্তের আপডেট দিচ্ছে দেশটির গণমাধ্যমগুলো। শিল্পার ভক্ত-অনুরাগীরাসহ ভারতের সিনেপ্রেমীরা তা গোগ্রাসে গিলছেন।

ঘটনার নতুন যে তথ্য এসেছে ভারতীয় মিডিয়ায় তাহলো –  রাজ ও তার স্ত্রী শিল্পা শেঠির জুহুর বাড়িতে তল্লাশি চালানোর সময়ে তারকা দম্পতির মধ্যে তুমুল বিবাদ হয়। রাজের উপর চিৎকার করেন শিল্পা। রীতিমতো বাগ্‌বিতণ্ডায় জড়িয়ে যান। একপর্যায়ে কান্নায় ভেঙে পড়েন এই বলিউড অভিনেত্রী।

পরিস্থিতি খারাপ দিকে যাওয়ার আগে তল্লাশির অভিযানে নিয়োজিত পুলিশ কর্মীরা শিল্পাকে শান্ত করেন। ঝগড়া থামিয়ে দেন স্বামী-স্ত্রীর।

এ সময় শিল্পা অঝোরে কেঁদে পুলিশকে জানান, তার স্বামীর কীর্তিকলাপ সম্পর্কে তার কাছে কোনো তথ্য নেই। তাকে জেরা করে কোনো লাভ নেই। স্বামীর পর্নোগ্রাফির সঙ্গে জড়িত আছেন কি না সে বিষয়ে কিছুই জানা নেই তার। এর সঙ্গে তিনি জড়িত থাকার প্রশ্নই ওঠে না। ওই অ্যাপের বিষয়ে কোনো ধারণা নেই তার।

এদিকে মঙ্গলবার পর্ন-ভিডিও তৈরি ও অ্যাপের মাধ্যমে সরবরাহের মামলায় গ্রেফতার রাজ কুন্দ্রাকে আদালতে হাজির করা হয়। তাকে নিজেদের হেফাজতে রাখতে চেয়ে আবেদন মুম্বাই পুলিশের অপরাধ দমন শাখা। কিন্তু সেই আবেদন খারিজ করে রাজ কুন্দ্রাকে ১৪ দিনের জেল হেফাজতে নেওয়ার নির্দেশ দেন আদালত।

রাজের পর্নকাণ্ডে এখনও পর্যন্ত শিল্পার সম্পৃক্ততা না পেলেও তদন্তকারীরা অভিনেত্রীকে সহজে ছাড়তে চাইছেন না।

কারণ পর্নকাণ্ড ঘটনার তদন্তে মুম্বাই পুলিশ যখন মাঠে নামে ও বেশ কয়েকজনকে গ্রেপ্তার করে তখন রাজের ‘ভিয়ান ইন্ডাস্ট্রিজ’-এর ডিরেক্টরের পদ থেকে সরে দাঁড়ান শিল্পা শেঠি।

গত ফেব্রুয়ারিতে রাজ কুন্দ্রার বিরুদ্ধে পর্নো ছবির ব্যবসা করার অভিযোগ উঠে। কিন্তু পর্যাপ্ত সব তথ্যপ্রমাণাদি না থাকায় পুলিশ বিষয়টির গভীরে তদন্ত করেন। এ সম্পর্কিত সব তথ্যপ্রমাণ সংগ্রহ করে গত ১৯ জুলাই রাতে মুম্বাই পুলিশের অপরাধ দমন শাখা জিজ্ঞাসাবাদের জন্য রাজকে ডেকে পাঠায়। প্রায় দুই ঘণ্টা জিজ্ঞাসাবাদের পর তাকে গ্রেপ্তার করে মুম্বাই পুলিশ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

বিআরইউ’র সভাপতি আনিসুর, সম্পাদক খালিদ

নিজস্ব প্রতিবেদক : বরিশাল রিপোর্টার্স ইউনিটির (বিআরইউ) সভাপতি আনিসুর রহমান খান স্বপন (নিউ এইজ / ঢাকা ট্রিবিউন) আর সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন খালিদ সাইফুল্লাহ (নয়া...

চিরনিদ্রায় শায়িত হলেন গণপিটুনিতে নিহত তোফাজ্জল

দখিনের সময় ডেস্ক: ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) শিক্ষার্থীদের গণপিটুনিতে নিহত মাসুদ কামাল তোফাজ্জলের জানাজা শেষে বরগুনার পাথরঘাটায় পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন করা হয়েছে। শুক্রবার (২০ সেপ্টেম্বর) সকালে...

অতিরিক্ত ডিআইজি মশিউর গ্রেফতার

দখিনের সময় ডেস্ক: চট্টগ্রাম থেকে বাংলাদেশ পুলিশের চট্টগ্রাম রেঞ্জের অতিরিক্ত ডিআইজি মশিউর রহমান গ্রেফতার হয়েছেন। গতকাল বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) তাকে আটক করা হয়। নিউমার্কেট থানার...

ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্র-শিক্ষক রাজনীতি নিষিদ্ধ

দখিনের সময় ডেস্ক: ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ছাত্র, শিক্ষক ও কর্মকর্তা-কর্মচারীদের সব ধরনের রাজনৈতিক কর্মকাণ্ড বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। আজ বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ নীতি-নির্ধারণী ফোরাম...

Recent Comments