দখিনের সময় ডেস্ক ॥
নভেল করোনাভাইরাসে (কোভিড-১৯) সারা বিশ্বে মৃতের সংখ্যা ৮ লাখ ছাড়িয়েছে। এর মধ্যে যুক্তরাষ্ট্রে ১ লাখ ৭৮ হাজারের বেশি ও ব্রাজিলে ১ লাখ ১২ হাজারের বেশি মানুষ মারা গেছেন। এরপরেই রয়েছে মেক্সিকো, দেশটিতে মৃত্যু হয়েছে ৫৯ হাজারের বেশি। ভারতে মারা ৫৫ হাজারেরও বেশি মানুষ। এছাড়া বিশ্বে করোনা শনাক্ত হয়েছে দুই কোটি ৩০ লাখের বেশি।
এদিকে, ইউরোপের দেশগুলোতে আবারো করোনা সংক্রমণ বাড়তে শুরু করেছে। মে মাসের পর বুধবার ফ্রান্সে সর্বোচ্চ ৪ হাজারের বেশি করোনা শনাক্ত হয়েছে। ইতালিতে একদিনে সর্বোচ্চ ৮৪৫ জন শনাক্ত হয়েছে। করোনা পরীক্ষা বাড়ানোয় জুন মাসের পরে যুক্তরাজ্যে দ্বিতীয়বারের মতো সর্বোচ্চ করোনা শনাক্ত হয়েছে। এছাড়া স্পেন, জার্মানিতে আবারো বাড়ছে সংক্রমণ। তবে, করোনার কারণে কুয়েতে জারি করা কারফিউ ৩০ আগস্ট থেকে তুলে দেয়া হবে বলে জানিয়েছে দেশটির মন্ত্রিসভা।
অন্যদিকে, কার্যকর ভ্যাকসিন আবিষ্কার ও বিশ্বনেতারা একযোগে কাজ করলে দুই বছরেরও কম সময়ে বিদায় নেবে করোনাভাইরাস, এমনটাই আশা করছেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার মহাপরিচালক তেদরোস আধানম গেব্রিয়াসাস।
শুক্রবার (২১ আগস্ট) সংস্থাটির নিয়মিত ব্রিফিংয়ে তিনি বলেন, ১৯১৮ সালে স্প্যানিশ ফ্লু প্রায় দুই বছর ধরে ছিলো। সে সময়ের তুলনায় বর্তমানে যোগাযোগ ও প্রযুক্তিগত উন্নয়ন হয়েছে। ফলে ভাইরাসটি বিশ্বে দ্রুতই ছড়িয়েছে। তবে এটাও সত্য যে প্রযুক্তিগত উন্নয়নের কারণেই এই ভাইরাসের স্থায়িত্বকাল স্প্যানিশ ফ্লু’র চেয়ে কম হবে।
তিনি আরো বলেন, করোনাকাল শেষ করতে হলে কার্যকরী ভ্যাকসিন আবিষ্কারের পাশাপাশি প্রয়োজন জাতীয় ঐক্য ও বৈশ্বিক সংহতি।