Home Uncategorized বঙ্গমাতার আদর্শ আমাদের অনুপ্রেরণা যোগাবে- শিক্ষামন্ত্রী

বঙ্গমাতার আদর্শ আমাদের অনুপ্রেরণা যোগাবে- শিক্ষামন্ত্রী

কাজী হাফিজ

“বাংলাদেশের অপর নাম বঙ্গবন্ধু। বঙ্গবন্ধু বাংলাদেশ সমার্থক। বঙ্গবন্ধুকে ‘বঙ্গবন্ধু’ হয়ে ওঠার ক্ষেত্রে যিনি অনুপ্রেরণা যুগিয়েছেন তিনি বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব। বাংলাদেশের ইতিহাসের এক অবিছেদ্য অংশ বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব। ঘর-সংসার, রাজনীতি সবই এক হাত সামলেছেন তিনি। অত্যান্ত সাদা-সিধে জীবনের অধিকারী বঙ্গমাতা নেপথ্য থেকে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কে অনুপ্রেরণা যুগিয়েছেন। বাংলাদেশের প্রতিটি আন্দোলন সংগ্রাম তাঁর অবদান অনেস্বীকার্য। তাই সময় এসেছে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব এর আদর্শ এবং তাঁর জীবনাচরণকে তরুন প্রজন্মেরর মাঝে ছড়িয়ে দেয়ার। যা আমাদের আগামীর পথ চলায় মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্ব সুখী-সমদ্ধ বাংলাদেশ গঠনে অনুপ্রেরণা যোগাবে।” বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব এর ৯১ তম জন্মবার্ষিকী উপলক্ষে বরিশাল বিশ্ববিদ্যালয় কর্তৃক আয়োজিত ওয়েবিনারে এই কথাগুলো বলেন শিক্ষামন্ত্রী ডাঃ দীপু মনি এমপি।

আজ রবিবার বিকাল ৪ টায় এ ওয়বিনারটি অনুষ্ঠিত হয়। বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক  ড. মো. ছাদেকুল আরেফিন এর সভপতিত্বে অনুষ্ঠিত ওয়েবিনারে বিশেষ অতিথি হিসেবে যুক্ত থেকে বক্তব্য রাখেন শিক্ষা মন্ত্রনালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিব মোঃ মাহবুব হাসন। স্বাগত বক্তব্য রাখেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব হলের প্রোভোস্ট তাসনুভা হাবিব জিসান। ওয়বিনারে আরও বক্তব্য রাখেন বরিশাল বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি, বঙ্গবন্ধু হলের প্রোভোস্ট মোঃ আরিফ হোসেন, শিক্ষার্থীদর মধ্যে আইন বিভাগেরর ৩য় বর্ষের শিক্ষার্থী নূর-ই-নিশাত। ওয়বিনারে যুক্ত ছিলেন পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য, মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এভিয়েশন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্যসহ বরিশাল বিশ্ববিদ্যালয়র বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধান, বিভিন্ন হলের প্রভোস্ট, প্রক্টর, পরিচালকরা , শিক্ষক , শিক্ষার্থী, দপ্তর প্রধানরা।

ওয়বিনার শেষে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব এর ৯১ তম জন্মবার্ষিকী উপলক্ষে বরিশাল বিশ্ববিদ্যালয় আয়োজিত “বঙ্গমাতার জীবন ও কর্ম” শীর্ষক কুইজ প্রতিযোগিতার ফলাফল ঘোষণা করা হয়। এতে যথাক্রমে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান লাভ করেন একাউন্টিং এন্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগের শিক্ষার্থী সাকিব হাসান, লোক-প্রশাসন বিভাগের শিক্ষার্থী মোসাঃ রিমা আক্তার এবং পদার্থ বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী মোঃ আবুল ফাতাহ্। ওয়বিনারটি সঞ্চালনা করেন শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক এবং ছাত্র শিক্ষক মিলনায়তন (টিএসসি) এর পরিচালক ড. মোঃ খোরশেদ আলম।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্র-শিক্ষক রাজনীতি নিষিদ্ধ

দখিনের সময় ডেস্ক: ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ছাত্র, শিক্ষক ও কর্মকর্তা-কর্মচারীদের সব ধরনের রাজনৈতিক কর্মকাণ্ড বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। আজ বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ নীতি-নির্ধারণী ফোরাম...

মানহানির মামলায় খালাস পেলেন তারেক রহমান

দখিনের সময় ডেস্ক: বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান হবিগঞ্জে মানহানির একটি মামলা থেকে খালাস পেয়েছেন । বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) সকালে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আবদুল আলীম...

সাবেক ছাত্রলীগ নেতাকে হত্যা: ৮ শিক্ষার্থী বহিষ্কার

দখিনের সময় ডেস্ক: জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী ও ছাত্রলীগ নেতা শামীম মোল্লাকে পিটিয়ে হত্যা করার ঘটনায় অভিযুক্ত বিশ্ববিদ্যালয়ের আটজন শিক্ষার্থীকে সাময়িক বহিষ্কার করেছে কর্তৃপক্ষ। সাময়িক...

বাউফলে শিক্ষার্থীদের সড়ক অবরোধ

বাউফল প্রতিনিধিঃ পটুয়াখালীর বাউফলে কালাইয়া-বাউফল ও বরিশাল সড়ক অবরোধ করেছেন কয়েকশ বিক্ষুব্ধ শিক্ষার্থী। আজ বৃহস্পতিবার বেলা ১১ টা থেকে দুপুর ১ পর্যন্ত দুই ঘন্টা দাশপাড়া...

Recent Comments