Home নির্বাচিত খবর বরিশালে দরিদ্র মানুষের মাঝে খাবার বিতরণ করলো উদ্যোক্তা হাব ফাউন্ডেশন

বরিশালে দরিদ্র মানুষের মাঝে খাবার বিতরণ করলো উদ্যোক্তা হাব ফাউন্ডেশন

নিজস্ব প্রতিবেদক

বরিশাল নগরীর বিভিন্ন এলাকায় সহস্রাধিক দরিদ্র ও অসহায় মানুষের মাঝে খাবার বিতরণ করেছে উদ্যোক্তা হাব ফাউন্ডেশন।

২৮ জুলাই থেকে ১১ আগস্ট পর্যন্ত শুক্রবার বাদে প্রতিদিনি দুপুরে এসব রান্না করা খাবার বিতরণ করেন উদ্যোক্তা হাবের কর্মকর্তা ও স্বেচ্ছাসেবীরা। প্রতিদিন তারা বিভিন্ন সড়কে হেটে হেটে দিনমজুর, রিকশা চালক, পথশিশু ও দরিদ্র পথচারীদের মাঝে এসব খাবার বিতরণ করেন।

প্রথম দিন নগরীর আমতলা থেকে বটতলা এলাকায় খাবার বিতরণের মধ্য দিয়ে শুরু হয় এই মানবিক কার্যক্রম। এরপর পর্যায়ক্রমে- নগরীর নথুল্লাবাদ বাসস্ট্যান্ড থেকে চৌমাথা, বটতলা থেকে সদর রোড, জিলা স্কুল থেকে আমতলা, আমতলার মোড় থেকে রূপাতলী, প্লানেট ওয়াল্ড শিশু পার্ক থেকে ভাটার খাল, জেলখানার মোড় থেকে নতুনবাজার, শের-ই- বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতাল এলাকা, সদর রোড (বিবির পুকুরের পাড়), নথুল্লাবাদ থেকে নতুন বাজার ও সর্বশেষ বরিশাল নদীবন্দর এলাকায় খাবার বিতরণ করে উদ্যোক্তা হাব ফাউন্ডেশন। বিতরণ করা খাবারের প্রতিটি প্যাকেটে ছিলো ভূনাখিচুড়ি, মুরগীর মাংস ও সালাদ।

খাবার বিতরণকালে উপস্থিত ছিলেন- বরিশাল উদ্যোক্তা হাব ফাউন্ডেশনের যুগ্ন সম্পাদক রাজীব হাওলাদার, মহিলা বিষয়ক সম্পাদক লিছা ইউসুফ সহ ফাউন্ডেশনের অন্যান্য সদস্যরা। তারা বললেন, করোনাকালীন মহামারিতে উদ্যোক্তা হাব ফাউন্ডেশন ও বরিশাল বিভাগীয় উদ্যোক্তা হাব এর সদস্যদের অনুদানের টাকায় এই মানবিক প্রজেক্ট বাস্তবায়ন করতে পেরে আমরা আনন্দিত। ভবিষ্যতেও সবার সহযোগিতা নিয়ে আমরা এধরণের মানবিক কার্যক্রম অব্যাহত রাখতে চাই।

বরিশাল উদ্যোক্তা হাব ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক শাহেদ জামান সুমন বলেন, বিগত ঈদুল ফিতর ও ঈদুল আযহার আগেও আমরা কয়েকশ দরিদ্র মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেছি। আমাদের এসব খাদ্য সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বরিশালের সুযোগ্য জেলা প্রশাসক জনাব জসীম উদ্দীন হায়দার।

কুরবানি ঈদের দিন আমরা ‘মিট ব্যাংক’ কার্যক্রমের আওতায় কুরবানীদাতাদের অনুদানের গোশত সংগ্রহ করে আমাদের ভলান্টিয়ারদের মাধ্যমে দরিদ্র মানুষের হাতে পৌঁছে দিয়ে সামাজিক দায়িত্ব পালন করেছি। উদ্যোক্তা হাব ফাউন্ডেশন সবসময় সাধ্যমতো মানুষের পাশে থাকবে বলে উল্লেখ করেন তিনি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

কোথাও সরকারিভাবে ইন্টারনেট বন্ধ করা হয়নি, দেশকে অশান্ত করার ষড়যন্ত্র চলছে

দখিনের সময় ডেস্ক: সরকারিভাবে ইন্টারনেট বন্ধ করা হয়নি জানিয়ে ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের উপদেষ্টা মো. নাহিদ ইসলাম। তিনি বলেন, দেশের পাহাড়ি এলাকাতেও বহুমুখী ষড়যন্ত্র থেমে...

দ্রুত প্রণয়ন করা হবে বিচারক নিয়োগ নীতিমালা: প্রধান বিচারপতি

দখিনের সময় ডেস্ক: প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ বলেছেন, সুপ্রিম কোর্টে বিচারক নিয়োগে নীতিমালা দ্রুত প্রণয়ন করা হবে। একই সঙ্গে সুনির্দিষ্ট আইনও করা হবে বলে...

গায়েবি মামলার কালচার থেকে বেরিয়ে আসতে হবে: আসিফ নজরুল

দখিনের সময় ডেস্ক: অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল বলেছেন, বিচার বিভাগ ব্যবহার করে মানুষকে হয়রানি করার সংস্কৃতি থেকে বের হয়ে আসতে হবে। বিগত...

ইসরায়েলে মশাবাহিত ‘ওয়েস্ট নাইল’ ভাইরাসে নিহত ৭০, আক্রান্ত ৯১৩

দখিনের সময় ডেস্ক: মধ্যপ্রাচ্যের দু’টি দেশ লেবানন ও ফিলিস্তিনে দাপিয়ে বেড়াচ্ছে ইসরায়েল। গাজায় যুদ্ধ শেষ করতে না করতেই, দেশটি নতুনভাবে লেবাননে যুদ্ধ শুরু করেছে। এদিকে, মশাবাহিত...

Recent Comments