Home শিক্ষা 'বঙ্গবন্ধুকে হত্যাকারীদের মূল লক্ষ্য ছিল বিশ্ব মানচিত্র থেকে বাংলাদেশের নাম মুছে ফেলা'

‘বঙ্গবন্ধুকে হত্যাকারীদের মূল লক্ষ্য ছিল বিশ্ব মানচিত্র থেকে বাংলাদেশের নাম মুছে ফেলা’

কাজী হাফিজ

‘ বঙ্গবন্ধুকে স্বপরিবারে হত্যাকারীদের মূল লক্ষ্য ছিল বিশ্ব মানচিত্র থেকে স্বাধীন বাংলাদেশের নাম মুছে ফেলা। কারণ যারা মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী ছিল না তারাই পরাধীনতার শৃঙ্খল থেকে এদেশের মানুষকে মুক্তির স্বাদ দেয়া বঙ্গবন্ধুকে হত্যার মতো ঘৃণ্য ষড়যন্ত্র বাস্তবায়ন করেছে। ‘

কথাগুলো বলেছেন বরিশাল সিটি কর্পোরেশন (বিসিসি) মেয়র ও বরিশাল মহানগর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ।

জাতীয় শোক দিবস উপলক্ষে বরিশাল বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির আয়োজনে অনলাইন আলোচনা সভায় এসব কথা বলেন তিনি।

বৃহস্পতিবার বিকেলে অনুষ্ঠিত সভায় প্রধান আলোচক বরিশাল বিশ্ববিদ্যালয়ের  উপাচার্য অধ্যাপক ড.মোঃ ছাদেকুল আরেফিন বলেন, “যে জাতি তার ইতিহাসের দায় থেকে মুক্তি পায় না সে জাতির ভবিষ্যত কখনো সাফল্যমন্ডিত হয় না। বঙ্গবন্ধু ও তাঁর পরিবারকে হত্যার দায়ে অভিযুক্ত ব্যক্তিদের বিচার বাঙালি জাতির ঘাড়ে সবচেয়ে বড় দায় হিসেবে চেপে ছিল। যা থেকে মুক্তি দিয়েছেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য কন্যা এবং বর্তমান আওয়ামীলীগ সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা।”

অনুষ্ঠানে সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ আরো বলেন, “বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সারাজীবন দেশের মানুষকে শোষণ থেকে মুক্তি ও স্বাধীন রাষ্ট্র উপহার দেবার চেষ্টা করেছেন। তরুণ প্রজন্মকে বঙ্গবন্ধুর জীবন ও আদর্শ সম্পর্কে আরো বেশি করে জানাতে হবে। কারণ যে বঙ্গবন্ধুকে হৃদয়ে ধারণ করতে পারবে সে কখনো বাংলাদেশের স্বার্থবিরোধী কোন কাজে লিপ্ত হবে না। বঙ্গবন্ধুর আদর্শে বিশ্বাসী কোন মানুষ বাংলাদেশের উন্নয়নে বাঁধা হতে পারবে না।”

এসময় অন্যান্য বক্তারা বলেন,স্বাধীনতা পরবর্তী বাংলাদেশ ছিল যুদ্ধবিধ্বস্ত অসহায় একটি জাতিরাষ্ট্র। দেশের পুনর্গঠনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে শক্ত হতে হয়েছে। কিন্তু স্বাধীনতা বিরোধী অপগোষ্ঠী দেশের দুর্নীতিবাজ একদল মানুষকে সঙ্গে নিয়ে বঙ্গবন্ধুকে স্বপরিবারে হত্যার নীল নকশা বাস্তবায়ন করে। এই অপগোষ্ঠীর গুটিকতক উত্তরাধিকারেরা এখনো এদেশে বসবাস করছে বাংলাদেশের উন্নয়ন বাধাগ্রস্ত করার বাসনা নিয়ে। এই পরিস্থিতিতে মুক্তিযুদ্ধের স্বপক্ষের সকলকে ঐক্যবদ্ধভাবে তাদের পরিকল্পনা বানচাল করে দিতে হবে।

শিক্ষক সমিতির সভাপতি আরিফ হোসেনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক খোরশেদ আলমের সঞ্চালনায় অনুষ্ঠানে আরো বক্তব্য প্রদান করেন লোকপ্রশাসন বিভাগের চেয়ারম্যান রিফাত মাহমুদ, বাংলা বিভাগের চেয়ারম্যান সঞ্জয় কুমার সরকার, অর্থনীতি বিভাগের সাবেক চেয়ারম্যান জ্যোতির্ময় বিশ্বাস, শেরে বাংলা হলের প্রভোস্ট আবু জাফর মিয়া, বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছা মুজিব হলের প্রভোস্ট তাসনুভা হাবিব জিসান।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

বিআরইউ’র সভাপতি আনিসুর, সম্পাদক খালিদ

নিজস্ব প্রতিবেদক : বরিশাল রিপোর্টার্স ইউনিটির (বিআরইউ) সভাপতি আনিসুর রহমান খান স্বপন (নিউ এইজ / ঢাকা ট্রিবিউন) আর সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন খালিদ সাইফুল্লাহ (নয়া...

চিরনিদ্রায় শায়িত হলেন গণপিটুনিতে নিহত তোফাজ্জল

দখিনের সময় ডেস্ক: ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) শিক্ষার্থীদের গণপিটুনিতে নিহত মাসুদ কামাল তোফাজ্জলের জানাজা শেষে বরগুনার পাথরঘাটায় পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন করা হয়েছে। শুক্রবার (২০ সেপ্টেম্বর) সকালে...

অতিরিক্ত ডিআইজি মশিউর গ্রেফতার

দখিনের সময় ডেস্ক: চট্টগ্রাম থেকে বাংলাদেশ পুলিশের চট্টগ্রাম রেঞ্জের অতিরিক্ত ডিআইজি মশিউর রহমান গ্রেফতার হয়েছেন। গতকাল বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) তাকে আটক করা হয়। নিউমার্কেট থানার...

ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্র-শিক্ষক রাজনীতি নিষিদ্ধ

দখিনের সময় ডেস্ক: ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ছাত্র, শিক্ষক ও কর্মকর্তা-কর্মচারীদের সব ধরনের রাজনৈতিক কর্মকাণ্ড বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। আজ বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ নীতি-নির্ধারণী ফোরাম...

Recent Comments