Home শিক্ষা ববি'তে বঙ্গবন্ধু অলিম্পিয়াড ও জাতীয় শোক দিবস সম্পর্কে আলোচনা সভা অনুষ্ঠিত

ববি’তে বঙ্গবন্ধু অলিম্পিয়াড ও জাতীয় শোক দিবস সম্পর্কে আলোচনা সভা অনুষ্ঠিত

কাজী হাফিজ

‘মুক্তিযুদ্ধ, স্বাধীনতা ও বঙ্গবন্ধু সমান বাংলাদেশ। ৭ই মার্চের ভাষণ, ২৬ শে মার্চের স্বাধীনতা ঘোষণা, ১৯৭১ সালের ১০ই এপ্রিলের সরকার গঠন ও ১৬ই ডিসেম্বর কেন বিজয় দিবস হল?  তরুণ প্রজন্মকে এ চারটি বিষয় নিয়ে ভাবা ও মনের মধ্যে গেঁথে রাখা সহ প্রশ্ন করার সক্ষমতা অর্জন করতে হবে।’ এমনটি বলেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. ছাদেকুল আরেফিন।

গতকাল  রবিবার (২২ আগষ্ট) রাত ৮ টায় বরিশাল বিশ্ববিদ্যালয়ের একমাত্র বেতার ভিত্তিক সংগঠন বিইউ রেডিও এর আয়োজনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে আয়োজিত ‘ বঙ্গবন্ধু অলিম্পিয়াড – (সিজন ২) ‘ এর ফলাফল ও জাতীয় শোক দিবস সম্পর্কিত আলোচনা সভায় তিনি এ কথা বলেন।

বিইউ রেডিও’র অফিসিয়াল ফেইসবুক পেইজে লাইভের মাধ্যমে এর ‘ বঙ্গবন্ধু অলিম্পিয়াড – (সিজন ২) ‘ ফলাফল ঘোষণা ও শোক দিবস সম্পর্কে আলোচনা সভাটি অনুষ্ঠিত হয়। যার প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের  উপাচার্য অধ্যাপক ড. মো. ছাদেকুল আরেফিন।

এ সময় তিনি বঙ্গবন্ধু হত্যার ষড়যন্ত্রের বিভিন্ন প্রেক্ষাপট নিয়ে আলোচনা করেন এবং তরুণ প্রজন্মকে বঙ্গবন্ধুর মতো আধুনিক, সাহসী, বিজ্ঞানমনস্ক, সৎ ও মানবিক হওয়ার আহ্বান জানান।

আলোচনা সভায় উপস্থিত ছিলেন বরিশাল বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক ও নবনিযুক্ত প্রক্টর ড. মোঃ খোরশেদ আলম, অর্থনীতি বিভাগের সহকারী অধ্যাপক ও নবনিযুক্ত ছাত্রশিক্ষক কেন্দ্রের (টিএসসির) পরিচালক জ্যোতির্ময় বিশ্বাস এবং গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের চেয়ারম্যান ও সহকারী অধ্যাপক শরীফা উম্মে শিরিনা। অনুষ্ঠানটির সঞ্চালনা করেন বিইউ রেডিও’র আরজে আসাদুজ্জামান।

এর আগে গত ১৭ ই আগস্ট থেকে ১৯ ই আগস্ট পর্যন্ত রেজিষ্ট্রেশন কার্যক্রম শেষে দুই রাউন্ডে সম্পন্ন হওয়া অলিম্পিয়াডের প্রথম রাউন্ডে ২০ টি এমসিকিউ রাখা হয়, যার ৫০% সঠিক উত্তরদাতা দ্বিতীয় রাউন্ডে যাওয়ার সুযোগ পায়। পরবর্তীতে দ্বিতীয় রাউন্ডে ৫ টি এমসিকিউতে কমসময়ে সর্বোচ্চ উত্তরদাতাদের মধ্য হতে তিনজনকে বিজয়ী ঘোষণা করা হয়।

অলিম্পিয়াডে প্রথম স্থান অধিকার করেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের শিক্ষার্থী সাদিয়া জান্নাত ইভা (২০১৬-২০১৭ শিক্ষাবর্ষ), দ্বিতীয় স্থান অধিকার করেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের মৃত্তিকা ও পরিবেশ বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী মাহমুদা হক মিতু (২০১৮-২০১৯ শিক্ষাবর্ষ) এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের শিক্ষার্থী তানিব রহমান (২০১৯-২০২০ শিক্ষাবর্ষ) তৃতীয় স্থান অধিকার করেন।

অনুষ্ঠান শেষে বিজয়ীদের কাছে সার্টিফিকেট ও পুরষ্কার পৌছে দেওয়া হবে বলে জানানো হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

বিআরইউ’র সভাপতি আনিসুর, সম্পাদক খালিদ

নিজস্ব প্রতিবেদক : বরিশাল রিপোর্টার্স ইউনিটির (বিআরইউ) সভাপতি আনিসুর রহমান খান স্বপন (নিউ এইজ / ঢাকা ট্রিবিউন) আর সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন খালিদ সাইফুল্লাহ (নয়া...

চিরনিদ্রায় শায়িত হলেন গণপিটুনিতে নিহত তোফাজ্জল

দখিনের সময় ডেস্ক: ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) শিক্ষার্থীদের গণপিটুনিতে নিহত মাসুদ কামাল তোফাজ্জলের জানাজা শেষে বরগুনার পাথরঘাটায় পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন করা হয়েছে। শুক্রবার (২০ সেপ্টেম্বর) সকালে...

অতিরিক্ত ডিআইজি মশিউর গ্রেফতার

দখিনের সময় ডেস্ক: চট্টগ্রাম থেকে বাংলাদেশ পুলিশের চট্টগ্রাম রেঞ্জের অতিরিক্ত ডিআইজি মশিউর রহমান গ্রেফতার হয়েছেন। গতকাল বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) তাকে আটক করা হয়। নিউমার্কেট থানার...

ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্র-শিক্ষক রাজনীতি নিষিদ্ধ

দখিনের সময় ডেস্ক: ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ছাত্র, শিক্ষক ও কর্মকর্তা-কর্মচারীদের সব ধরনের রাজনৈতিক কর্মকাণ্ড বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। আজ বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ নীতি-নির্ধারণী ফোরাম...

Recent Comments