Home শিক্ষা ঢাবির ভর্তি পরীক্ষার তারিখ প্রকাশ

ঢাবির ভর্তি পরীক্ষার তারিখ প্রকাশ

দখিনের সময় ডেস্ক : 

আগামী ১ অক্টোবর শুরু হতে যাচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা। বুধবার (২৯ সেপ্টেম্বর) দুপুর ১২ টায় ভর্তি পরীক্ষা বিষয়ক এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান।

উপাচার্য জানান, আগামী ১ অক্টোবর ‘ক’ ইউনিটের ভর্তি পরীক্ষার মধ্য দিয়ে ২০২০-২১ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা শুরু হচ্ছে। পরদিন ২ অক্টোবর ‘খ’ ইউনিটের, ২১ অক্টোবর ‘গ’ ইউনিটের, ২৩ অক্টোবর ‘ঘ’ ইউনিটের এবং ৯ অক্টোবর ‘চ’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।

এবার শিক্ষার্থীদের ভোগান্তি ও আর্থিক দিকটি লক্ষ্য রেখে এ বছর প্রথমবারের মতো দেশের সাত বিভাগের সাতটি বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। বিশ্ববিদ্যালয়গুলো হলো- চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, রবিশাল বিশ্ববিদ্যালয়, শাহজালাল বিজ্ঞার ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, খুলনা বিশ্ববিদ্যালয় ও বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়।

অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান আরও জানান, এ বছরের ভর্তি পরীক্ষায় মোট পাঁচটি ইউনিটে ৭ হাজার ১৪৮ টি আসনের বিপরীতে মোট আবেদন করেছেন ৩ লাখ ২৪ হাজার ৩৪০ জন। তার মধ্যে, ক ইউনিটে আবেদনকারীর সংখ্যা ১ লাখ ১৭ হাজার ৯৫৭, আসন রয়েছে ১ হাজার ৮১৫, আসনপ্রতি পরীক্ষার্থীর সংখ্যা ৬৪ দশমিক ৯৯। খ ইউনিটে আবেদনকারীর সংখ্যা ৪৭ হাজার ৬৩২। আসন রয়েছে ২ হাজার ৩৭৮, আসনপ্রতি পরীক্ষার্থীর সংখ্যা ২০। গ ইউনিটে আবেদনকারীর সংখ্যা ২৭ হাজার ৩৭৪। আসন রয়েছে ১ হাজার ২৫০, আসনপ্রতি পরীক্ষার্থীর সংখ্যা ২১ দশমিক ৯। ঘ ইউনিটে আবেদনকারীর সংখ্যা ১ লাখ ১৫ হাজার ৮৮১। আসন রয়েছে ১ হাজার ৫৭০, আসনপ্রতি পরীক্ষার্থীর সংখ্যা ৭৩ দশমিক ৮১। চ ইউনিটে আবেদনকারীর সংখ্যা ১৫ হাজার ৪৯৬। আসন রয়েছে ১৩৫, আসনপ্রতি পরীক্ষার্থীর সংখ্যা ১১৪ দশমিক ৭৯।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

বরিশাল বিশ্ববিদ্যালয়ে প্রফেশনাল এমবিএ প্রোগ্রাম চালু

কাজী হাফিজ: বর্তমান বিশ্বে মাস্টার্স অব বিজনেস এডমিনিস্ট্রেশন (এমবিএ) প্রোগ্রামকে ব্যবসা এবং ব্যবস্থাপনার সর্বোচ্চ মর্যাদাসম্পন্ন কোর্স হিসেবে বিবেচনা করা হচ্ছে। এ বিষয়ে শিক্ষার্থীদের চাহিদার কথা...

গাড়িতে আসার বিষয়ে ব্যাখ্যা দিলেন রনোভাই

প্রায় দুই দশক আগে এসটিভি ইউএস নামে একটি টেলিভিশন আমেরিকা থেকে সম্প্রচারিত হতো। কিন্তু কার্যক্রম পরিচালিত হতো বাংলাদেশ থেকে। এতে মুখোমুখি নামে একটি টকশো...

মাছ ধরার সময় শ্বাসনালিতে বাইন মাছ

দখিনের সময় ডেস্ক: ঝুঁকিপূর্ণ দেখে তিন ঘণ্টার চেষ্টায় শ্বাসনালি কেটে বাইন মাছটি বের করা হয়। এরপর রোগী সুস্থ হলে ৭-৮ দিন পর তার শ্বাসনালিতে বসানো...

অধ্যক্ষের রুমে ঢুকে শিক্ষক পেটানো সেই ছাত্রলীগ নেতা বহিষ্কার

দখিনের সময় ডেস্ক: কলেজে অধ্যক্ষের রুমে ঢুকে শিক্ষক পেটানো ছাত্রলীগ নেতাকে বহিষ্কার করেছে কেন্দ্রীয় ছাত্রলীগ। শিক্ষককে পেটানো বহিষ্কৃত এ ছাত্রলীগ নেতা হলেন মো. সাফাতুন নুর...

Recent Comments