Home বরিশাল আমরা প্রো-একটিভ পুলিশ, সামাজিক শৃঙ্খলা রক্ষায়  কাজ করে থাকি : বিএমপি কমিশনার

আমরা প্রো-একটিভ পুলিশ, সামাজিক শৃঙ্খলা রক্ষায়  কাজ করে থাকি : বিএমপি কমিশনার

স্টাফ রিপোর্টার ॥

০৭ অক্টোবর ২০২১ খ্রিঃ সকাল ১০:৩০ ঘটিকায় কাউনিয়া থানা বিএমপি কর্তৃক “ওপেন হাউজ ডে ” অনুষ্ঠিত হয়।  উক্ত ওপেন হাউজ ডে’তে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মাননীয় বিএমপি কমিশনার  মোঃ শাহাবুদ্দিন খান বিপিএম-বার।

প্রতিমাসের ০৪ তারিখ বরিশাল মেট্রোপলিটন পুলিশের বন্দর থানা , ০৭ তারিখ কাউনিয়া থানা , ১০ তারিখ এয়াপোর্ট থানা ও ১৩ তারিখ কোতয়ালী মডেল থানায় ওপেন হাউজ ডে অনুষ্ঠিত হয় । মাননীয় পুলিশ কমিশনার মহোদয় সহ শীর্ষ কর্মকর্তাবৃন্দ প্রতিটি থানায় গিয়ে দীর্ঘ সময় নিয়ে,জনসাধারনের কথা শুনেন। জনগণের কাছে এসময় থানা চিত্র যেন পুলিশ কমিশনার কার্যালয়। থানা এলাকার সাধারণ মানুষও এই ওপেন হাউজ ডে’র দিন উপস্থিত থাকেন।

ওপেন হাউজ ডে’তে তিন ধরনের আবেদন  গুরুত্ব সহকারে শোনা হয় ; ভুক্তভোগীর কথা, সমাজের শৃঙ্খলা রক্ষায় সাধারণ জনগণের গঠনমূলক পরামর্শ  এমনকি কোন পুলিশের বিরুদ্ধে অভিযোগ, অনিয়ম রয়েছে কিনা তা সরাসরি শুনে সেই অনুযায়ী গৃহীত ব্যবস্থা সকলের সামনে পর্যালোচনা করা হয় । প্রধান অতিথি মহোদয়,  বিগত ওপেন হাউজ ডে সভার কার্যবিবরণী তথা জবাবদিহিতা নিশ্চিত করে আগত ভুক্তভোগীর কথা সরাসরি শুনে তাৎক্ষণিক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ প্রদান করে।

আগতদের উদ্দেশ্যে বলেন, আমরা চাকুরী সুবাদে এখানে আসছি, এ সমাজ আপনাদের, সমাজের সর্বস্তরের সুনাগরিকদের সহযোগিতায় আমরা সামাজিক ভারসাম্য রক্ষায় সমাজে বসবাসরত প্রতিটি পরিবারের দ্বারে দ্বারে গিয়ে শান্তি স্থাপন করে থাকি। তিনি আরও বলেন, এই ওপেন হাউজ ডে’তে কে সমাজপতি আর কে সাধারণ, কোন ভেদাভেদ নেই, প্রান্তিক মানুষের নিরাপত্তার চাহিদা পূরণ আমাদের কাছে অধিক গুরুত্বপূর্ণ।

আপনার সন্তানকে আইনমান্যাকারী সুনাগরীক হিসেবে আমরা স্কুল ভিজিটিং প্রোগ্রাম, কমিউনিটি পুলিশিং -বিট পুলিং সভা কর্যক্রম, সচেতনতামূলক কার্যক্রমগুলো শুরু করেছি, সন্তানের গতিবিধি পর্যবেক্ষণে রাখুন। সকলের সজাগ আন্তরিক অংশগ্রহণের মাধ্যমে সমাজের যাবতীয় কুকর্মের বিষবাষ্প নিরাময় করে নিরাপদ মেট্রোপলিটন এলাকা উপহার দেয়া সম্ভব মর্মে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

অতিরিক্ত পুলিশ কমিশনার বিএমপি ক্রাইম এন্ড অপস  মোঃ এনামুল হক বলেন, মাদক সহ সকল অশুভের নিরাময়ে সামাজিক শক্তি কাজে লাগাতে হবে, সামাজিকভাবে জোড়ালো ভূমিকা রাখতে হবে। জনগণের দোরগোড়ায় উত্তম, নির্ভেজাল সেবা নিশ্চিত করতে আপনাদের সহযোগিতা পেলে এলাকায় অপরাধ দানাবাঁধার আগেই তা নির্মূল করা সম্ভব।

উপ-পুলিশ কমিশনার বিএমপি উত্তর  মোঃ জাকির হোসেন মজুমদার পিপিএম বলেন, এই ওপেন হাউজ ডে  যেকোন অভিযোগ অনিয়ম জানানোর সুবর্ণ সময়। একজন পুলিশ কমিশনার এখানে উপস্থিত থেকে আপনাদের সমস্যা শুনে ব্যবস্থা গ্রহণ করে থাকেন, প্রতিটি সমস্যার নির্ভেজাল সেবা আপনাদের দোরগোড়ায় পৌঁছে দিতে চাই, ওপেন হাউজ ডে’র সুফল নিয়ে আশেপাশে  চেনা-জানাদের মাঝে বেশি বেশি শেয়ার আপনি নিজে আসুন অপরকে নিয়ে আসুন, যাবতীয় অপরাধ ও চুরি বন্ধে ব্যক্তিগত উদ্যোগে নিজ নিজ স্থাপনায় সিসিটিভি ক্যামেরা স্থাপন করে সতর্ক থেকে শান্তি স্থাপনে আমাদের সহযোগী ভূমিকা রাখতে পারেন।

আপনার ছেলে মেয়ে কোথায় যায় কার সাথে মিশে, নজরদারী রেখে অপরাধ দানাবাঁধার আগেই সচেতন নাগরিক হিসেবে ভূমিকা রাখার পাশাপাশি সমাজের মাদক সহ সর্বস্তরের অপরাধ এর তথ্য গোপনে বা প্রকাশ্যে অবগত করার মাধ্যমে সহযোগিতা কামনা করছি।

এসময় উপস্থিত ছিলেন,পুলিশ পরিদর্শক ট্রাফিক  বিদ্যুৎ চন্দ্র দে, পুলিশ পরিদর্শক তদন্ত  মোঃ ছগির হোসেন,  অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার উত্তর বিএমপি  মোঃ ফজলুল করীম, সহকারী পুলিশ কমিশনার এয়ারপোর্ট এন্ড কাউনিয়া থানা বিএমপি  মোঃ রবিউল ইসলাম শামীম  সহ সুশীল সমাজের সর্বস্তরের প্রতিনিধি ও ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার ব্যক্তিবর্গ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

সরকার অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়তে প্রতিশ্রুতিবদ্ধ: প্রধান উপদেষ্টা

দখিনের সময় ডেস্ক: প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, ছাত্র-শ্রমিক-জনতার গণঅভ্যুত্থানের মাধ্যমে অর্জিত নতুন বাংলাদেশের অন্তর্র্বতীকালীন সরকার জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়তে প্রতিশ্রুতিবদ্ধ। বাংলাদেশের...

গাজা-লেবাননে ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা ছাড়িয়েছে  ৪৪ হাজার

দখিনের সময়  ডেস্কঃ গাজা-লেবাননে অব্যাহত রয়েছে ইসরায়েলি হামলা। বৃহস্পতিবার (২১ নভেম্বর) হামাস নিয়ন্ত্রিত স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় গাজায় প্রাণ গেছে ৮৮ ফিলিস্তিনির। খবর...

রয়্যাল এনফিল্ডের বৈদ্যুতিক বাইক আসছে

দখিনের সময় ডেস্ক: বৈদ্যুতিক বাইকের বাজারে ইতোমধ্যেই পা রেখেছে রিভল্ট এবং ওলা। ওলার বাইক বাজারে না এলেও আকর্ষণীয় ডিজাইনের সঙ্গে কম জ্বালানি খরচ নজর কেড়েছে...

দুধের বিকল্প হিসেবে যা খেতে পারেন

দখিনের সময় ডেস্ক: উদ্ভিদ-ভিত্তিক দুধ বর্তমানে জনপ্রিয় হতে শুরু করেছে। এটি বাদাম, ওট, নারিকেল বা মটরশুঁটি যাই হোক না কেন, দুধের এই বিকল্পগুলো স্বাস্থ্যকর ডায়েট...

Recent Comments