Home বরিশাল নিষেধাজ্ঞা উপেক্ষা, অর্ডার করলে ঘরে পৌঁছে যাচ্ছে মা ইলিশ

নিষেধাজ্ঞা উপেক্ষা, অর্ডার করলে ঘরে পৌঁছে যাচ্ছে মা ইলিশ

দখিনের সময় ডেস্ক :

ভোলার মনপুরার মেঘনায় নিষেধাজ্ঞা উপেক্ষা করে রাতের আঁধারে মা ইলিশ শিকার করছে অসাধু জেলেরা। সেই ইলিশ আবার গ্রাহকের বাড়ি বাড়ি পৌঁছে দিচ্ছে প্রভাবশালী একটি চক্র। নিষেধাজ্ঞার সময় মা ইলিশ শিকার করায় প্রকৃত জেলেদের মধ্যে ক্ষোভ বিরাজ করছে।

গত ৪ দিন খোঁজ নিয়ে জানা যায়, মেঘনায় তিনটি দলে ভাগ হয়ে মা ইলিশ শিকার করছে প্রভাবশালী জেলেরা। একদল নদীর পাড়ে অবস্থান নেয় কখন কোন পাশের নদীতে অভিযানে নামবে প্রশাসন সেটি তদারকির জন্য। আরেক দল জাল ও নৌকা নিয়ে মেঘনায় নির্বিঘ্নে মা ইলিশ শিকার করা। শেষ দলের কাজ হলো জেলেদের ধরা মা ইলিশ বাড়ি বাড়ি পৌঁছে দেওয়া।

এদিকে সোমবার (১৮ অক্টোবর) সকালে মৎস্যজীবী নেতা জাহাঙ্গীর ও সাইফুলের  নেতৃত্বে একদল মাঝি অভিযোগ করে বলেন, অসাধু জেলেরা নিষেধাজ্ঞা উপেক্ষা করে মা ইলিশ শিকার করছে প্রতিনিয়ত। নাম প্রকাশ না করার শর্তে ঘরে ঘরে মা ইলিশ পৌঁছে দেওয়া চক্রের এক সদস্য জানান, নদীর পাড় থেকে জেলেদের শিকার করা ইলিশ নিয়ে গ্রাহকের বাড়িতে পৌঁছে দেওয়া তাদের কাজ। তবে গ্রাহকের সঙ্গে আগেই মোবাইল ফোনে দাম ও কত হালি ইলিশ লাগবে তা নির্ধারণ করা হয়। পরে ভোর রাতে গ্রাহকের চাহিদা মতো ইলিশ পৌঁছে দেওয়া হয় বাড়িতে।

তিনি আরও জানান, প্রতি হালি (৪টি) ইলিশ এক হাজার পাঁচশ টাকা থেকে দুই হাজার টাকায় বিক্রি হচ্ছে। প্রতিটি ইলিশের ওজন এক কেজি দুইশ গ্রাম থেকে দেড় কেজির মতো। প্রত্যেকটি ইলিশের পেটে ডিম রয়েছে।

এ বিষয়ে উপজেলা মৎস্য কর্মকর্তা আবদুল গাফফার জানান, মেঘনায় অভিযান চলছে। অসাধু জেলেদের বিরুদ্ধে কঠোর অভিযান চলবে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শামীম মিঞা জানান, মনপুরার চারপাশে মেঘনা। তাই মেঘনায় অভিযান কষ্টসাধ্য হয়ে পড়েছে। তবে ৩টি টিম অভিযান চালাচ্ছে। অসাধু জেলেদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়া হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

আধিপত্য বিস্তারে রাজবাড়ী বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ, সেনাবাহিনীর হাতে আটক ৩

দখিনের সময় ডেস্ক: রাজবাড়ী জেলার বালিয়াকান্দি উপজেলায় এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য খোন্দকার মশিউল আজম চুন্নু এবং বালিয়াকান্দি উপজেলা বিএনপির...

প্রাণ গ্রুপে চাকরি, ২৫ বছর হলেই আবেদন

দখিনের সময় ডেস্ক: প্রাণ গ্রুপ নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটির স্টোর অপারেশন বিভাগ ট্রেইনি এক্সিকিউটিভ পদে একাধিক জনবল নিয়োগের জন্য এ বিজ্ঞপ্তি দিয়েছে। গতকাল ২৫...

ফোন চার্জ হতে দেরি হয় কেন?

দখিনের সময় ডেস্ক: ফোন ছাড়া জীবন অচল। ঘুম থেকে উঠেই সবাই আগে মোবাইল খুঁজে। ঘুমানোর আগেও কমবেশি সকলের নজর থাকে মোবাইল স্ক্রিনেই। অনেক সময়ই দেখা...

ভিটামিন সি এর অভাব হলে শরীরে যা ঘটে

দখিনের সময় ডেস্ক: ভিটামিন সি আমাদের সুস্বাস্থ্য বজায় রাখতে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এটি প্রাকৃতিক উৎসের মাধ্যমে সহজে পাওয়া যায়, তবুও অনেকের ভিটামিন সি...

Recent Comments