Home জাতীয় চ্যালেঞ্জ মোকাবিলায় উদ্যোক্তাদের এগিয়ে আসার আহ্বান রাষ্ট্রপতির

চ্যালেঞ্জ মোকাবিলায় উদ্যোক্তাদের এগিয়ে আসার আহ্বান রাষ্ট্রপতির

দখিনের সময় ডেস্ক :

২০২৬ সালে বাংলাদেশ উন্নয়নশীল দেশের চূড়ান্ত স্বীকৃতি পাওয়ার পর ব্যবসা-বাণিজ্যে যে চ্যালেঞ্জ তৈরি হবে তা মোকাবিলায় শিল্পোদ্যোক্তাদের এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ। একই সঙ্গে শিল্পোদ্যোক্তাদের উদ্ভাবনী চিন্তা ও সর্বাধুনিক প্রযুক্তি ব্যবহার করে নতুন বিনিয়োগ করারও তাগিদ দেন তিনি। বৃহস্পতিবার (৪ঠা নভেম্বর) সকালে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে রাষ্ট্রপতি শিল্প উন্নয়ন পুরস্কার ২০১৯ এ ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি এ আহ্বান জানান।

রাষ্ট্রপতি তার বক্তব্যে আরও বলেন, নির্দিষ্ট কোনো পণ্য বা সেবাখাতে নির্ভরশীল না হয়ে স্থানীয় ও আন্তর্জাতিক বাজারের চাহিদার সমন্বয়ে বহুমুখী পণ্য ও সেবা উৎপাদন করতে হবে। দেশি-বিদেশি বিনিয়োগকারীদের জন্য ১০০টি ইকোনোমিক জোন গড়ে তোলার লক্ষ্যে কাজ করছে সরকার। এসময় পুরস্কার প্রাপ্তদের নতুন ও তরুণ উদ্যোক্তা সৃষ্টিতে সহায়তা করার আহ্বান জানান রাষ্ট্রপতি।

অনুষ্ঠানে উপস্থিত শিল্পমন্ত্রী নুরুল মজিদ মাহমুদ হুমায়ুন বলেন, দেশের অর্থনীতির অন্যতম চালিকাশক্তি ক্ষুদ্র ও মাঝারি খাত।শিল্প মন্ত্রণালয়ের সহায়তায় দেশে এরই মধ্যে ১০ লাখ এসএমই উদ্যোক্তা তৈরি হয়েছে। এসব প্রতিষ্ঠান শিল্প জিডিপিতে ২৩ ভাগ এবং মোট শিল্প কর্মসংস্থানে ৮০ ভাগ অবদান রাখছে। আর পরিকল্পনা এম এ মান্নান জানান, সরকার উদার শিল্পনীতি গ্রহণ করেছে। কৃষি শিল্পসহ অন্যান্য খাতের সমন্বয়ে একটি কল্যাণ রাষ্ট্র গড়ে তোলাই সরকার লক্ষ্য উল্লেখ বলেও উল্লেখ করেন তিনি।

অনুষ্ঠানে শিল্প বিকাশে পরিবেশ রক্ষার বিষয়টিকে সর্বোচ্চ গুরুত্ব দেয়ার উপর জোর দেন বক্তারা। শিল্পখাতে বিশেষ অবদানের জন্য আজ ৬টি ক্যাটাগরিতে ১৯টি শিল্প প্রতিষ্ঠানকে পুরস্কৃত করা হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

মার্কিন প্রেসিডেন্টের সঙ্গে বৈঠকে বসবেন প্রধান উপদেষ্টা  ড. ইউনূস

দখিনের সময় ডেস্ক: মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে বৈঠকে বসছেন অন্তর্র্বতী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। নিইউয়র্কে জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে আগামী মঙ্গলবার...

কোথাও সরকারিভাবে ইন্টারনেট বন্ধ করা হয়নি, দেশকে অশান্ত করার ষড়যন্ত্র চলছে

দখিনের সময় ডেস্ক: সরকারিভাবে ইন্টারনেট বন্ধ করা হয়নি জানিয়ে ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের উপদেষ্টা মো. নাহিদ ইসলাম। তিনি বলেন, দেশের পাহাড়ি এলাকাতেও বহুমুখী ষড়যন্ত্র থেমে...

দ্রুত প্রণয়ন করা হবে বিচারক নিয়োগ নীতিমালা: প্রধান বিচারপতি

দখিনের সময় ডেস্ক: প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ বলেছেন, সুপ্রিম কোর্টে বিচারক নিয়োগে নীতিমালা দ্রুত প্রণয়ন করা হবে। একই সঙ্গে সুনির্দিষ্ট আইনও করা হবে বলে...

গায়েবি মামলার কালচার থেকে বেরিয়ে আসতে হবে: আসিফ নজরুল

দখিনের সময় ডেস্ক: অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল বলেছেন, বিচার বিভাগ ব্যবহার করে মানুষকে হয়রানি করার সংস্কৃতি থেকে বের হয়ে আসতে হবে। বিগত...

Recent Comments