Home বরিশাল বরিশালে বিএনপির কমিটি নিয়ে পাল্টাপাল্টি প্রতিক্রিয়া

বরিশালে বিএনপির কমিটি নিয়ে পাল্টাপাল্টি প্রতিক্রিয়া

দখিনের সময় ডেস্ক :

বরিশালে বিএনপির মহানগর ও জেলা আহ্বায়ক কমিটি ঘোষণা নিয়ে পাল্টাপাল্টি প্রতিক্রিয়া দিয়েছে দুই পক্ষ। এক পক্ষ বলছে, ব্যর্থতার কারণেই নতুন মুখ এসেছে কমিটিতে। অপরপক্ষের দাবি, রাজপথের নেতাদের বাদ দিয়ে কমিটি দেয়া হয়েছে। মজিবর রহমান সরোয়ারের আধিপত্য ভাঙতে তার বিরোধীরা এবার একজোট হয়েছিল। এই কমিটি নিয়ে দুই মাস ধরে বরিশালে ব্যাপক আলোচনা চলছিল।

অবশেষে বুধবার নতুন কমিটি ঘোষণা হয়। মহানগরের আহ্বায়ক করা হয় মনিরুজ্জামান ফারুখকে আর সদস্য সচিব করা হয় মীর জাহিদুল কবির জাহিদকে। নবাগত সদস্য সচিব জাহিদুল কবির জাহিদ বলেন, আমাদের কমিটি তো সিলেটের আগে দেয়ার কথা ছিল। সেন্ট্রাল থেকে যেটা ভালো মনে করেছে দেখেশুনে সেটাই করেছে। আমরা রাস্তা থেকে পালানোর লোক না। ইনশাল্লাহ পালাবও না।

আলোচনা রয়েছে বহু বছর ধরে বরিশাল বিএনপিতে মজিবর রহমান সরোয়ারের যে একক আধিপত্য চলে আসছিল নতুন কমিটির মাধ্যমে তা কিছুটা হলেও ভেঙেছে এবার। সরোয়ারকে সভাপতি এবং কামরুল আহসান শাহিনকে সাধারণ সম্পাদক করে মহানগর বিএনপি’র ১৭১ সদস্যের কমিটি হয় ২০১৩ সালে। ২০১৪ সালে শাহিনের মৃত্যুর পর জিয়াউদ্দিন সিকদার ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেন। কর্মীদের অভিযোগ, ওই কমিটির অর্ধেকের বেশি নেতা বিগত সময়ে নিষ্ক্রিয় ছিলেন।

মহানগর ছাড়াও দক্ষিণ ও উত্তর জেলা বিএনপির কমিটিতেও এসেছে নতুন মুখ। দক্ষিণে সভাপতি ও সাধারণ সম্পাদক পদে জায়গা করে নিয়েছেন মজিবুল হক নান্টু ও আকতার হোসেন মেবুল। অন্যদিকে উত্তর বিএনপিতে সভাপতি পদ পেয়েছেন দেওয়ান মোহাম্মদ শহীদুল্লাহ আর সাধারণ সম্পাদক হয়েছেন মিজানুর রহমান মুকুল।

বরিশাল মহানগর স্বেচ্ছাসেবক দলের সভাপতি মাহাবুবুর রহমান পিন্টু বলেন, আমি আশাবাদী সকলকে একত্র করে তারা রাজপথে আন্দোলন সংগ্রাম করবে। বরিশাল জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক কামরুল আহসান বলেন, বরিশাল জেলা ছাত্রদলের পক্ষ থেকে এটাই প্রত্যাশা তারা আন্দোলন-সংগ্রামকে ভবিষ্যতে আরো বেগবান করবে। জেলা যুবদলের সাধারণ সম্পাদক এড এইচ এম তসলিম উদ্দিন জানান, আমরা তাদের নিয়ে জেলা মহানগর বিএনপিকে সামনে এগিয়ে নিয়ে যাব।

বরিশাল দক্ষিণ জেলা বিএনপির নবাগত সদস্য সচিব আকতার হোসেন মেবু বলেন, তারেক রহমানের নির্দেশে যে আন্দোলন আসবে দেশে সে আন্দোলনকে বাস্তবায়ন করার জন্য আমি সর্বাত্মক চেষ্টা করব।

তবে কমিটি নিয়ে অসন্তুষ্টি জানিয়েছেন সদ্য বিদায়ী সভাপতি ও দলের যুগ্ম মহাসচিব মজিবর রহমান সরোয়ার। রাজপথের ত্যাগী নেতাদের মূল্যায়ন হয়নি বলে দাবি তার। তিনি আরও বলেন, যারা নিষ্ক্রিয় ছিল তাদের এই কমিটিতে দেখা যায়। এভাবে মান নষ্ট হয়ে যায়। আর বরিশাল বিভাগীয় সাংগঠনিক সম্পাদক বিলকিস জাহান শিরিন জানান, দলে একক অধিপত্য বলতে কিছু নেই। যেভাবে কমিটি গঠন করা হয়েছে আমি মনে করি এটাই সঠিক সিদ্ধান্ত।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

পরীমণি প্রথম স্বামীর পরদিন মারাগেলো প্রথম পরিচালক

দখিনের সময় ডেস্ক: লাইফ সাপোর্টে থেকেই না ফেরার দেশে পাড়ি জমালেন ঢাকাই সিনেমার আলোচিত নায়িকা পরীমণির প্রথম সিনেমা ‘ভালোবাসা সীমাহীন’-এর পরিচালক শাহ আলম মণ্ডল।  গুলশানের...

বাউফলে ইউএনও’র বিরুদ্ধে শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিল

নয়ন সিকদার, বাউফল প্রতিনিধি পটুয়াখালীর বাউফলে উপজেলা নির্বাহী অফিসার মোঃ বশির গাজীর বিরুদ্ধে অনিয়ম,দুনীতি ও অপসারনের দাবিতে বিক্ষোভ মিছিল করেছে বৈশোম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা। গতকাল...

নিজের চেয়ার ঠিক রাখতেই ব্যস্ত পুলিশ কর্মকর্তারা

দখিনের সময় ডেস্ক: জুলাই ২৪-এর আন্দোলনে গণহত্যার জন্য একক বাহিনী হিসেবে পুলিশকে দায়ী করা হয়। মানুষের ক্ষোভের আগুনে পুড়েছে বাহিনীটির শতশত থানা, যানবাহন। জীবন গেছে...

সংস্কারের আগে নির্বাচন করলে কখনোই সংস্কার হবে না: তোফায়েল

দখিনের সময় ডেস্ক: সংস্কারের আগে নির্বাচন করলে আর কখনোই সংস্কার হবে না। জ্যেষ্ঠ সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় এ মন্তব্য করেছেন স্থানীয় সরকার সংস্কার কমিশন সদস্য...

Recent Comments